WBBSE Class 10 Bengali Second Unit Test Question Paper Set-2 | দশম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2nd SUMMATIVE EVALUATION
BENGALI QUESTION PAPER
CLASS 10 (X) WBBSE

Set-2

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
(পূর্ণমান ৪০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০)
মূল্যায়নের সময়কাল : আগস্ট

গদ্য : (১) বহুরূপী, (২) পথের দাবী।
পদ্য : (১) অভিষেক, (২) প্রলয়োল্লাস।
নাটক : সিরাজদ্দৌলা।
ব্যাকরণ : সমাস।
নির্মিতি : প্রতিবেদন।
সহায়ক পাঠ : কোনি ৩২-৫০ পাতা।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2022
দশম শ্রেণি বিষয় : বাংলা
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ৪০

১. সঠিক উত্তরটি বেছে নাও : ১×৭ = ৭

১.১ ছদ্মবেশী হরিদাকে যারা চিনতে পারে তারা বকশিশ দেয়—
(ক) দু-আনা তিন আনা
(গ) দু-আনা চার আনা
(খ) এক আনা দু-আনা
(ঘ) চার আনা পাঁচ আনা

উত্তরঃ (খ) এক আনা দু-আনা।

১.২ “আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ।”—এ কথাটি বলেছে –
(ক) মাস্টারমশাই (খ) তলওয়ারকর
(গ) জগদীশবাবু (ঘ) গিরীশ মহাপাত্র

উত্তরঃ (ঘ) গিরীশ মহাপাত্র।

১.৩ ‘মহাবলী মেঘনাদ’ রোষে কী ছিঁড়ে ফেলল ?
(ক) হস্তবর্ম (খ) কর্ণকুণ্ডল (গ) কুসুমরাজি
(ঘ) কুসুমদাম

উত্তরঃ (ঘ) কুসুমদাম।

১.৪ নিমাইবাবু কোন্ ট্রেনের প্রতি নজর রাখতে বলেছিলেন ?
(ক) সকালের মেলট্রেন
(খ) দুপুরের মেলট্রেন
(গ) বিকেলের মেলট্রেন
(ঘ) রাতের মেলট্রেন

উত্তরঃ (ঘ) রাতের মেলট্রেন।

১.৫ ‘ছায়াবৃতা’ শব্দটির ব্যাসবাক্য হবে—
(ক) ছায়ায় আবৃতা
(খ) ছায়া দ্বারা আবৃতা
(গ) ছায়া রূপ আবৃতা
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) ছায়া দ্বারা আবৃতা।

১.৬ পূর্বপদটি সংখ্যাবাচক হয়—
(ক) তৎপুরুষ সমাসে
(খ) দ্বিগু সমাসে
(গ) অব্যয়ীভাব সমাসে
(ঘ) কর্মধারয় সমাসে

উত্তরঃ (খ) দ্বিগু সমাসে।

১.৭ সমাসবদ্ধ পদকে ভাঙলে যা পাওয়া যায়—
(ক) বিগ্রহবাক্য (খ) পূর্বপদ উত্তরপদ
(গ) সমস্যমান পদ (ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) বিগ্রহবাক্য।

২. কমবেশি ২০টি শব্দে উত্তর দাও : ১×৮=৮

২.১ ভামো যাত্রার সময় অপূর্বর সঙ্গী কারা ছিল ?

উত্তরঃ ভামাে যাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গী ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা।

২.২ হরিদা সম্বন্ধে গল্পকথক ও তাঁর সঙ্গীদের ভাবনা কী ?

উত্তরঃ

২.৩ “হায়, বিধি বাম মম প্রতি।”—বক্তার এ কথা বলার কারণ কী ?

উত্তরঃ মহাপরাক্রমী রাবণকে সামান্য বনচারী রামের কাছে কার্যত হার স্বীকার করতে হয়েছে। এইজন্য বক্তা অর্থাৎ রাবণের মনে হয়েছে যে বিধাতা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

২.৪ সরস্বতী পুজোর সময় কীসের কলম ব্যবহৃত হয় ?

উত্তরঃ ‘সরস্বতী পুজোর সময় কাচের দোয়াতে কালির বদলে দুধ এবং খাগের কলমের ব্যবহার দেখা যায়।

২.৫ ফাউন্টেন পেনের আবিষ্কারক কে ?

উত্তরঃ ‘ফাউন্টেন পেন’-এর স্রষ্টা ছিলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান নামে জনৈক ব্যবসায়ী।

২.৬ গৌণকর্ম কাকে বলে ?

উত্তরঃ ক্রিয়াপদের সঙ্গে যে কর্মটির গৌণ সম্বন্ধ থাকে তাকে গৌণ কর্ম বলে। একটি ক্রিয়ার যদি দুটি কর্ম থাকে এবং তার মধ্যে একটি প্রাণীবাচক ও অপরটি বস্তুবাচক হয়, তাহলে বস্তুবাচক কর্মটি মুখ্য ও প্রাণীবাচক কর্মটি গৌণ হয়।

২.৭ অনুসর্গ ও বিভক্তির একটি করে পার্থক্য লেখো।

উত্তরঃ বিভক্তি শব্দকে পদে পরিণত করে। কিন্তু, অনুসর্গ শব্দকে পদে পরিণত করতে পারে না।বিভক্তি সাধারণত অর্থহীন। অপরপক্ষে, প্রতিটি অনুসর্গের নিজস্ব অর্থ আছে।

২.৮ ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো : জলচর।

উত্তরঃ জলচর= জলে চরে যা— উপপদ তৎপুরুষ সমাস

৩. কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও : (যে-কোনো ২টি) : ৩×২=৬

৩.১ “সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী।”—বিরাগী কে ? তিনি কোন্ দিকে তাকালেন না ? এ প্রসঙ্গে পরে আড্ডার সঙ্গীদের তিনি কী বলেছিলেন ? ১+১+১

৩.২ “অপূর্ব রাজি হইয়াছিল।”—কোন্ ব্যাপারে অপূর্ব কেন রাজি হয়েছিল ?

৩.৩ ‘তবে যদি একান্ত সমরে / ইচ্ছা তব’ — কে, কাকে বলেছেন? সমরে যাওয়ার আগে তাঁর পরামর্শ কী ? ১+২

৪. কমবেশি ১২৫টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

৪.১ “হায়, বিধি বাম মম প্রতি।”—বক্তার এ কথা বলার কারণ আলোচনা করো।

৪.২ ‘আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য পাগল’— ‘অনাগত’ কে ? সে ‘প্রলয়-নেশার নৃত্য পাগল’ কেন ? ১+৩

৫. কমবেশি ১২৫টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

৫.১ “বাঃ, এ তো বেশ মজার ব্যাপার!”— কোন্ ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে ? ঘটনাটি মজার কেন ? ১+৩

৫.২ “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে তা স্বীকার করতে হবে।”—‘বাবুটি’কে? তার শখ
যে বজায় আছে, তা কীভাবে বোঝা গেল ?
১+৩

৬. কমবেশি ১২৫টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও : ৪ x ১=৪

৬.১ “আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাঁদের মনে রাখা উচিত।”—নিমক খাওয়ার তাৎপর্য কী ? উক্তিটি থেকে বক্তার চরিত্রের কোন্ পরিচয় পাওয়া যায় ? ১+৩

৬.২ “I know we shall never meet.”— কে এ কথা বলেছেন? এই বক্তব্যের পূর্ব প্রসঙ্গ কী ছিল ? ১+৩

৭. কমবেশি ১২৫টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

৭.১ “হঠাৎ তার চোখে ভেসে উঠল ‘৭০’ সংখ্যাটা।”—কোন্ ঘটনায় এমন হয়েছিল ? কোনির কাছে এই সংখ্যাটির তাৎপর্য কী ছিল ?

৭.২ “এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই।”—বক্তা কে ? তাঁর এমন কথা বলার কারণ কী ছিল ? ১+৩

৮. ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে নিপীড়ন করার বিরুদ্ধে গ্রামের একদল যুবকের প্রতিবাদ বিষয়ে কমবেশি ১৫০ শব্দে একটি প্রতিবেদন রচনা করো। ৩

বাংলা ২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সেট-১ সেট-২ সেট-৩ সেট-৪
দশম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র

This Post Has 5 Comments

    1. proshnodekho

      কীভাবে আমরা তোমাকে সাহায্য করতে পারি ?

Leave a Reply