2ND SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) GEOGRAPHY
MODEL QUESTION PAPER
Set-3
মূল্যায়নের মাস : আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন : পূর্ণমান ১০
পাঠ্যসূচী / Syllabus—
২. বায়ুমণ্ডল
৩. বারিমণ্ডল
৫. ভারত : অর্থনৈতিক পরিবেশ
2nd Summative Evaluation – 2022
Class-X Sub : Geography
F.M : 40 Time : 1hr 20 Mins
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :- 1×8=8
(a) জীবজগতের ক্ষেত্রে বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান হল—
(i) নাইট্রোজেন (ii) অক্সিজেন (iii) কার্বন ডাই অক্সাইড (iv) হাইড্রোজেন
(b) ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে—
(i) কানাডায় (ii) অ্যান্টার্কটিকায় (iii) সাইবেরিয়ায় (iv) গ্রিনল্যান্ডে
(c) বায়ুর আদ্রতার পরিমাপ করা হয় কোন যন্ত্রে ?
(i) হাইগ্রোমিটার (ii) হাইড্রোমিটার (iii) রেনগজ (iv) ব্যারোমিটার।
(d) সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে—
(i) অ্যাপোজি (ii) পেরেজি (iii) সিজিগি (iv) অপসুর
(e) পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটি হল—
(i) ডগার্স ব্যাংক (ii) রকম ব্যাংক (iii) সেবল ব্যাংক (iv) গ্রান্ড ব্যাংক
(f) ধান উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী হল—
(i) পশ্চিমবঙ্গ (ii) উত্তর প্রদেশ (iii) অন্ধ্রপ্রদেশ (iv) পাঞ্জাব
(g) পাঞ্জাব পশ্চিমবঙ্গে প্রথম পাটকল গড়ে ওঠে—
(i) ঘুষুড়িতে (ii) শ্রীরামপুরে (iii) হাওড়ায় (iv) রিষড়াতে
(h) ২০১১ খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল—
(i) কেরল (ii) বিহার (iii) পশ্চিমবঙ্গ (iv) উত্তর প্রদেশ
2. A. নীচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও : 1×2=2
(i) সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ কত ?
অথবা,
কোন জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেলে বৃষ্টিপাত হয় ?
(ii) ইন্টারনেট কী ?
অথবা,
ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি ?
B. শূন্যস্থান পূরণ করো : 1×2=2
(i) জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয় _________ তিথিতে।
অথবা,
একই স্থানে দুটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান ___________।
(ii) বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ __________ যায়।
C. নীচের বিবৃতিগুলি শুদ্ধ হলে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো : 1×2=2
(i) “হ্যারিকেন’ চীন সাগরে উৎপন্ন হয়।
অথবা,
আপেক্ষিক আদ্রতা শতকরা এককে মাপা হয়।
(ii) এল-নিনো পেরু-ইকুয়েডর উপকূল দিয়ে প্রবাহিত হয়।
D. বামদিকের সঙ্গে ডানদিক মেলাও :
বামদিক | ডানদিক |
(i) মিলেট এর গবেষণাগার | (a) কলকাতা |
(ii) বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প | (b) যোধপুর |
(iii) রেল ইঞ্জিন কারখানা | (c) জামনগর |
(iv) ভারতের প্রথম মেট্রোরেল চালু | (d) চিত্তরঞ্জন |
3. A. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : 2×4=8
(i) বিশ্ব উষ্ণায়ন কি ?
অথবা, বৃষ্টিচ্ছায়া অঞ্চল কাকে বলে?
(ii) হিমপ্রাচীর কাকে বলে ?
অথবা, শৈবাল সাগর কী ?
(iii) রবিশস্য ও খারিফ শস্যের পার্থক্য লেখো।
(iv) কাকে কেন ভারতের ‘রূঢ়’ বলা হয় ?
অথবা, কোন শিল্পকে কেন শিকড় আলগা শিল্প বলে ?
4. A. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(i) নিরক্ষীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর তুলনা করো।
অথবা, আয়োনোস্ফিয়ারের গুরুত্ব লেখো।
(ii) মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, বায়ুপ্রবাহ কিভাবে সমুদ্রস্রোতকে নিয়ন্ত্রণ করে ?
5. যে-কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও : 5×2=10
(i) বায়ুর চাপের তারতম্যের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।
অথবা,
পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো।
(ii) চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।
অথবা,
পশ্চিম ভারতের কার্পাস শিল্প কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করো।