দশম শ্রেণি ভূগোল
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
সময় : ১ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান 40
A. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখো : ১×৮=৮
1. আলোড়ন এর ফলে কোন স্থানের উচ্চতা বৃদ্ধি পেলে তাকে কী বলে ?
(a) অবরোহন (b) আরোহন (c) পর্যায়ন
(d) পঞ্জিত ক্ষয়
উত্তরঃ (b) আরোহন
2. চলমান বালিয়াড়িগুলিকে থর মরু অঞ্চলে কী বলা হয় ?
(a) মেসা (b) লোয়েস (c) বিউট
(d) ধ্রিয়ান
উত্তরঃ (d) ধ্রিয়ান
3. মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয়—
(a) গৌর (b) মোনাডনক (c) ইনসেলবার্জ
(d) ইয়ারদাঙ
উত্তরঃ (c) ইনসেলবার্জ
4. পিরপাঞ্জাল পর্বত ও ধওলাধর পর্বতের মধ্যে অবস্থিত উপত্যকাটি হল—
(a) কাংড়া (b) কুলু (c) দুন
(d) ছোটোনাগপুর
উত্তরঃ (b) কুলু
5. ভারতের উচ্চতম বাঁধটির নাম হল—
(a) হিরাকুঁদ (b) রিহান্দ (c) ভাকরা
(d) পাঞেৎ
উত্তরঃ (a) হিরাকুঁদ
6. ভারতের কোন্ উপকূলে বছরে দু-বার বৃষ্টি হয় ?
(a) করমণ্ডল উপকূল
(b) কোঙ্কন উপকূলে
(c) মালাবার উপকূলে
(d) উত্তর সরকার উপকূলে
উত্তরঃ (a) করমণ্ডল উপকূল
7. ভূমিরূপবিদ্যায় পর্যায়ন-এর ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন—
(a) ডেভিস (b) গিলবার্ট (c) পেঙ্ক
(d) পাসার্জ
উত্তরঃ (b) গিলবার্ট
৪. উত্তর-পশ্চিম ভারতে কোন্ বায়ুর প্রভাবে
শীতকালে বৃষ্টিপাত ঘটে ?
(a) মৌসুমি বায়ু (b) জেট বায়ু
(c) লু-বায়ু (d) পশ্চিমা বায়ু
উত্তরঃ (d) পশ্চিমা বায়ু
B. আতসংক্ষিপ্ত উত্তরধমা প্রশ্ন :১×৮=৮
∆শূন্যস্থান পূরণ করো : ১×৩=৩
1. সুন্দরবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে ___________________ বলে।
উত্তরঃ হ্যালোফাইট বা ম্যানগ্রোভ।
2. দুটি নদীর মধ্যবর্তী স্থানকে _____ বলে।
উত্তরঃ দোয়াব।
3. __________ জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়।
উত্তরঃ চিত্রকূট।
∆পাশাপাশি দুটি স্তম্ভ মেলাও : ১×৩=৩
বামস্তম্ভ ডানস্তম্ভ
(a) মহানদী (1) ইন্দিরা গান্ধি খাল
(b) নমর্দা নদী (2) হীরাকুঁদ বাঁধ
(c) রাজস্থান (3) সর্দার সরোবর প্রকল্প
∆শুদ্ধ বা অশুদ্ধ নিরূপণ করা :1×2=2
1, নদীর মধ্যগতিতে পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান।
উত্তরঃ শুদ্ধ।
2. করি জার্মানিতে সার্ক’ নামে পরিচিত।
উত্তরঃ অশুদ্ধ।
C. সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৪=৮
1. ‘পলল ব্যজনী কাকে বলে ?
অথবা,
হিমদ্রোণী কাকে বলে?
2. গৌর কীভাবে সৃষ্টি হয়?
3. ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে ?
অথবা,
নরওয়েস্টার কী?
4. রেগুর কী?
অথবা,
‘তাল’ ও ‘দিয়ারা’ কাকে বলে ?
D. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও :৩x২=৬
1. বদ্বীপ গড়ে ওঠার অনুকূল অবস্থাগুলি কী কী ?
অথবা,
‘গৌর’ ও ‘ইনসেলবার্জ’-এর মধ্যে পার্থক্য লেখো।
2. উত্তর ভারতের নদীগুলি বন্যাপ্রবণ কেন?
অথবা,
পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিৎ অরণ্য এবং পূর্ব ঢালে শুষ্ক পর্ণমোচী অরণ্য সৃষ্টি হয়েছে কেন ?
E. ব্যাখ্যামূলক উত্তর দাও :৫×২=১০
1. নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ পরিচয় দাও।
অথবা,
বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটি
ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
2. ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।
অথবা,
দৈর্ঘ্য বরাবর হিমালয় এর শ্রেণীবিভাগ করো।
Pingback: WBBSE Class 10 All Subject Unit Test Question Papers - Prosnodekho -