FIRST SUMMATIVE EVALUATION
GEOGRAPHY QUESTION PAPER
CLASS 10 WBBSE
Set-3
পাঠ্যসূচী / Syllabus :
প্রাকৃতিক ভূগোলঃ ১. বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
আঞ্চলিক ভূগোলঃ ৫. ভারতের প্রাকৃতিক পরিবেশ
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022
দশম শ্রেণি ভূগোল ও পরিবেশ
সময়- ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান- ৪০
বিভাগ—ক (বহুবিকল্পভিত্তিক প্রশ্ন)
১। সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ সম্পূর্ণ বাক্যে উত্তর দাও : ১×৮=৮
১.১ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল—
(ক) অ্যাঞ্জেল (খ) দশম (গ) জোনা (ঘ) হুডু
১.২ হিমবাহের পার্শ্ব ও নিম্ন ক্ষয়ের ফলে ‘U’ আকৃতির উপত্যকা—
(ক) অ্যারেট (খ) হিমদ্রোণি
(গ) ঝুলন্ত উপত্যকা (ঘ) সার্ক
১.৩ বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ হল—
(ক) ড্রামলিন (খ) সিফ্ বালিয়াড়ি
(গ) তির্যক বালিয়াড়ি (ঘ) জিউগেন্
১.৪ ভারতের যে নদীকে ‘দক্ষিণের গঙ্গা’ বলা হয়—
(ক) কাবেরী (খ) মহানদী (গ) গোদাবরী (ঘ) কৃষ্ণা
১.৫ জলস্রোতের সঙ্গে পাক খাওয়া নুড়ির আঘাতে নদীর তলদেশে সৃষ্ট ছোটো-বড়ো গর্তকে বলে—
(ক) মন্ত্ৰ কূপ (গ) কাসকেড (গ) প্রপাত কূপ
(ঘ) ক্যাটারাক্ট
১.৬ ভারতের যে রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে—
(ক) মহারাষ্ট্র (খ) কেরালা (গ) তামিলনাড়ু
(ঘ) হিমাচল প্রদেশ
১.৭ ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল—
(ক) গ্রীষ্মকাল (খ) শরৎকাল (গ) বর্ষাকাল
(ঘ) শীতকাল
১.৮. ভারতে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত উপকূল হল—
(ক) কোঙ্কন (খ) করমণ্ডল (গ) মালাবার
(ঘ) উত্তর সরকার
বিভাগ – খ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
২। নিম্নলিখিত ১১টি প্রশ্নের মধ্যে যে-কোনো আটটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে করতে হবে : ১x৮=৮
[প্রতিটি ধরনের প্রশ্ন থেকে কমপক্ষে একটি প্রশ্ন করতেই হবে। নিম্নলিখিত বাক্যগুলির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে সম্পূর্ণ করো।]
২.১ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ ___________।
২.২ ভারতের দক্ষিণতম বিন্দু হল ___________।
২.৩ মালাবার উপকূলীয় সমভূমির হ্রদ বা জলাভূমিকে __________ বলে।
নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ / অশুদ্ধ রূপে যাচাই করো :
২.৪ নদীর মধ্যগতিকে ‘পার্বত্য প্রবাহ’ বলা হয়।
২.৫ ‘আনাইমুদি’ হল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ।
ক-স্তম্ভের সঙ্গে খ-মিলিয়ে উভয় স্তরে ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোড়টি লেখো (‘খ’ স্তম্ভে একটি অতিরিক্তত বিকল্প রয়েছে)
২.৬ ধনুকাকৃতি ব-দ্বীপ (অ) মৌসিনরাম
২.৭ পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল (আ) ওয়াদি
২.৮ মরুভূমির শুষ্ক নদীখাত (ই) গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ
(ঈ) সুবর্ণরেখা নদীর ব-দ্বীপ
নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বা দুটি শব্দে উত্তর দাও :
(ই) গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ
(ঈ) সুবর্ণরেখা নদীর ব-দ্বীপ
২.৯ পর্বতের পাদদেশে নদীবাহিত বোল্ডার, শিলাখণ্ড, নুড়ি : পলি সঞ্চয়ে সৃষ্ট তিন কোণাকৃতি ভূমিরূপকে কী বলে ?
২.১০ অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কী ?
২.১১ কাশ্মীর হিমালয়ের উল্লেখযোগ্য একটি হিমবাহের নাম কী ?
বিভাগ – গ (সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন)
৩। নিম্নলিখিত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো চারটি) : ২×৪ = ৮
৩.১ ‘হিমরেখা’ বলতে কী বোঝ ?
৩.২ ‘ইনসেলবার্জ’ কী ?
৩.৩ ‘জলবিভাজিকা’ বলতে কী বোঝ ?
৩.৪ ‘বহুমুখী নদী পরিকল্পনা’ বলতে কী বোঝ ?
৩.৫ ‘সামাজিক বনসৃজন’ কাকে বলে ?
৩.৬ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের অনুকূল পরিবেশ কী ?
বিভাগ – ঘ (সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন)
৪। নিম্নলিখিত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো দুটি) : ৩×২=৬
৪.১ গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে উদাহরণসহ পার্থক্য নির্দেশ করো।
৪.২ উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর বৈশিষ্ট্যের তুলনা করো।
৪.৩ ‘ভাঙ্গার’ ও ‘খাদারে’র মধ্যে পার্থক্য নির্ণয় করো।
বিভাগ-ঙ (দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন)
৫। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ৫×২=১০
৫.১ হিমবাহ ও জলধারার সম্মিলিত অবক্ষেপন বা সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট যে-কোনো দুটি ভূমিরূপের বিবরণ দাও।
অথবা,
‘প্লাবনভূমি’ ও ‘স্বাভাবিক বাঁধ সৃষ্টির কারণ বিবৃত করো। “অশ্বক্ষুরাকৃতি হ্রদ’ বলতে কী বোঝ ? ৩+২
৫.২ ভারতের ‘কৃষ্ণমৃত্তিকা’র আঞ্চলিক বন্টন এবং এই মৃত্তিকার বৈশিষ্ট্য উল্লেখ করো। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি হিসাবে ‘ফালি চাষ’ ও ‘ধাপ চাষ’-এর ভূমিকা বিবৃত করো। ৩+২
অথবা,
ভারতের জলবায়ুর যে-কোনো তিনটি নিয়ন্ত্রকের ভূমিকা বিশ্লেষণ করো। কৃষিকাজে সেচখালের মাধ্যমে জলসেচের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। ৩+২
Pingback: WBBSE Class 10 All Subject Unit Test Question Papers - Prosnodekho -