WBBSE Class 10 Geography First Unit Test Set-4 | দশম শ্রেণি ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
GEOGRAPHY QUESTION PAPER
CLASS 10 WBBSE

Set-4

পাঠ্যসূচী / Syllabus :
প্রাকৃতিক ভূগোলঃ ১. বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
আঞ্চলিক ভূগোলঃ ৫. ভারতের প্রাকৃতিক পরিবেশ

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি ভূগোল ও পরিবেশ
সময়- ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান- ৪০

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তর নির্বাচন করো : ১×৮=৮

১.১ পললশঙ্কু দেখা যায়—
(ক) বদ্বীপে (খ) পর্বতের পাদদেশে (গ) পর্বতের উচ্চভাগে (ঘ) মিয়েন্ডারে

১.২ নিউমুর দ্বীপটি যে নদীর মোহনায় অবস্থিত—
(ক) হুগলি (খ) হলদি (গ) কংসাবতী (ঘ) মাতলা

১.৩ ব্যাঙের জুতার মতো ভূমিরূপকে বলে—
(ক) পৌর (খ) ইয়ার্নার (গ) ইনসেলবার্জ (ঘ) বার্খান।

১.৪ বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো যে নদীর—
(ক) নীল (খ) মিসিসিপি (গ) গঙ্গা (ঘ) টেমস্

১.৫ শতদ্রু কোন নদীর উপনদী—
(ক) সিন্ধু (খ) গঙ্গা (গ) ব্রহ্মপুত্র (ঘ) যমুনা

১.৬ আম্রবৃষ্টি দেখা যায়—
(ক) উত্তর ভারতে (খ) দক্ষিণ ভারতে (গ) পূর্ব ভারতে (ঘ) পশ্চিম ভারতে।

১.৭ ভারতের নবগঠিত রাজ্যটি হল—
(ক) ছত্রিশগড় (খ) ঝাড়খণ্ড (গ) উত্তরাখণ্ড (ঘ) তেলেঙ্গানা।

১.৮ ভাঙ্গর পাঞ্জাবে যে নামে পরিচিত—
(ক) ধায়া (খ) খোশ (গ) তাল (ঘ) বেট

বিভাগ – ‘খ’

২। নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও : ১x৮=৮

২.১ শূন্যস্থান পূরণ করো : ১×৪=৪

২.১.১ মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে _______ বলে।

২.১.২ ক্ষয়কার্যের _______ প্রক্রিয়ায় মন্থকূপ সৃষ্টি হয়।

২.১.৩ ________ জলপ্রপাত কাবেরী নদীতে অবস্থিত।

২.১.৪ দুটি বড়ো নদীর মধ্যবর্তী ভূভাগকে ________ বলে।

২.২ একটি বাক্যে উত্তর দাও : ১×২=২

২.২.১ কোন ভূমিরূপ কে ‘ডিমের ঝুড়ি’ বলে ?

২.২.২ ভারতের দীর্ঘতম বাঁধটি কোন নদীর উপর নির্মিত ?

২.৩ বাক্যগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো : ১×২=২

২.৩.১ মাজুলি বিশ্বের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ।

২.৩.২ কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি হয়েছে ব্যাসাল্ট শিলা থেকে।

বিভাগ – ‘গ’

৩. সংক্ষেপে উত্তর দাও : ২×৪=৮

৩.১ বার্গস্রুন্ড কী ? অথবা, লোয়েস কী ?

৩.২ আরোহন প্রক্রিয়া কী ? অথবা, খাঁড়ি কী ?

৩.৩ সামাজিক বনসৃজন কী ? অথবা, রেগুড় কী ?

৩.৪ মালনাদ কী ? অথবা, দুন কী ?

বিভাগ – ‘ঘ’

৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ৩×২=৬

৪.১ সব নদীতে বদ্বীপ গঠিত হয়না কেন ?

অথবা,

নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো।

৪.২ বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা কী ?

অথবা,

ভারতের পূর্বউপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো।

বিভাগ – ‘ঙ’

৫. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ৫×২=১০

৫.১ নদীর সঞ্চয় কার্যে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ আলোচনা করো।

অথবা,

বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ আলোচন করো।

৫.২ ভারতের চিরহরিৎ ও ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো।

অথবা,

উত্তরের সমভূমির ভূ-প্রাকৃতিক শ্রেণিবিভাগ আলোচনা করো।

This Post Has One Comment

Leave a Reply