2ND SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) GEOGRAPHY
MODEL QUESTION PAPER
Set-1
মূল্যায়নের মাস : আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন : পূর্ণমান ১০
পাঠ্যসূচী / Syllabus—
২. বায়ুমণ্ডল
৩. বারিমণ্ডল
৫. ভারত : অর্থনৈতিক পরিবেশ
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি বিষয় : ভূগোল
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ৪০
বিভাগ – ‘ক’
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো : [১×৮ = ৮]
১.১ বৃষ্টিপাত সবচেয়ে কম হয়—
(ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
(খ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
(গ) তুন্দ্রা জলবায়ু অঞ্চলে
(ঘ) মৌসুমী জলবায়ু অঞ্চলে।
১.২ বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হলো—
(ক) ট্রপোস্ফিয়ার
(খ) মেসোস্ফিয়ার
(গ) পারমাণবিক অক্সিজেন স্তর
(ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার।
১.৩ ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে 24 ঘণ্টায় জোয়ার হয়—
(ক) একবার (খ) দু’বার (গ) তিনবার
(ঘ) কোনােটিই সঠিক নয়
১.৪ মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ অবস্থান করে—
(ক) ৬০° কোণে (খ) ১৮০° কোণে
(গ) ৪৫° কোণে (ঘ) ৯০° কোণে।
১.৫ বেঙ্গুয়েলা স্রোত হলো আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত—
(ক) ঊর্ধ্বগামী শীতল স্রোত
(খ) নিম্নগামী উয় স্রোত
(গ) নিম্নগামী শীতল স্রোত
(ঘ) ঊর্ধ্বগামী উষ্ণ স্রোত।
১.৬ একটি জায়িদ ফসলের উদাহরণ হলো—
(ক) বাদাম (খ) আউশ ধান (গ) গম
(ঘ) বোরো ধান।
১.৭ ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ হলো—
(ক) পাট শিল্প
(খ) জাহাজ নির্মাণ শিল্প
(গ) ইঞ্জিনিয়ারিং শিল্প
(ঘ) পেট্রোরসায়ন শিল্প।
১.৮ পার্বত্য অঞ্চলের রেলপথে যোগাযোগ কম হবার কারণ হলো—
(ক) স্বল্প গভীর মাটিস্তর
(খ) রাস্তায় ছোটো ছোটো বাঁকের আধিক্য
(গ) গাছপালার আধিক
(ঘ) উচ্চ ঢালবিশিষ্ট ভূপ্রকৃতি।
বিভাগ – ‘খ’
২.১ বাক্যটি সত্য হলে ‘ঠিক’ ও অসত্য হলে “ভুল” লেখো: [১×২ = ২]
২.১.১ অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলি চলত বাণিজ্য বায়ুর প্রভাবে।
২.১.২ কলকাতা একটি সমুদ্র বন্দর।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : [১×২ = ২]
২.২.১ সমুদ্র বায়ু _______ বেলা প্রবাহিত হয়।
২.২.২ ভরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য ________ অবস্থান করে।
২.৩ স্তম্ভ মেলাও : [১×৩ = ৩]
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ আমেদাবাদ | (ক) উত্তর নিরক্ষীয় স্রোত |
২.৩.২ পৃথিবীর আবর্তন গতি | (খ) আউটসোর্সিং |
২.৩.৩ তথ্যপ্রযুক্তি শিল্প | (গ) বস্ত্রশিল্প |
২.৪ একটি বা দুটি শব্দে উত্তর দাও : [ ১×১ = ১]
উত্তর গোলার্ধের কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাতের লেখচিত্রের উত্তল আকৃতির মধ্যভাগ বিশিষ্ট উষ্ণতারেখা ও আর্দ্র শীতকাল কোন জলবায়ুকে সূচিত করে ?
বিভাগ – ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো : [২×৪ = ৮]
৩.১ জলীয় বাষ্প বায়ুমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান– বক্তব্যটির স্বপক্ষে দুটি যুক্তি দাও।
অথবা,
ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবৃষ্টি সৃষ্টি হওয়ার দুটি শর্ত উল্লেখ করো।
৩.২ মগ্নচড়ার গুরুত্ব উল্লেখ করো।
অথবা,
জোয়ার ভাটা কাকে বলে ?
৩.৩ ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে।
অথবা,
কাঁচামালভিত্তিক শিল্প কাকে বলে?
৩.৪ অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম হওয়ার দুটি কারণ উল্লেখ করো।
অথবা,
পুনঃরপ্তানী বন্দর কাকে বলে?
বিভাগ – ‘ঘ’
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : [৩×২ = ৬]
৪.১ তিনটি বিষয়ের ভিত্তিতে ক্রান্তীয় ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
অথবা,
ভূমধ্যসাগরীয় ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করো।
৪.২ নদীতে বান আসার তিনটি কারণ লেখো।
অথবা,
মহাদেশের উপকূলবর্তী স্থানের জলবায়ু কীভাবে সমুদ্রস্রোত দ্বারা প্রভাবিত হয়, তা সংক্ষেপে ব্যাখ্যা করো।
বিভাগ – ‘ঙ’
৫. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন আবশ্যিক নয়) [৫×২ = ১০]
৫.১ বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে অক্ষাংশ ও উচ্চতার ভূমিকা ব্যাখ্যা করো।
অথবা,
কর্কটীয় ও মকরীয় অঞ্চলে প্রবাহিত নিয়ত বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো।
৫.২ ভারতের বড়ো শহর বা নগরগুলি দ্রুত নগরায়নের কারণে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে নিজের ভাষায় তার বিবরণ দাও।
অথবা,
ভারতীয় জনজীবনে পরিবহণের মাধ্যম হিসাবে রেলপথের গুরুত্ব নিরূপণ করো।
Pingback: WBBSE Class 10 All Subject Unit Test Question Papers - Prosnodekho -