FIRST SUMMATIVE EVALUATION
HISTORY MODEL QUESTION PAPER
CLASS 10 WBBSE
Set-4
সিলেবাসঃ
প্রথম অধ্যায়ঃ ইতিহাসের ধারণা
দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার : বৈশিষ্ট্য ও a
মূল্যায়ন
তৃতীয় অধ্যায়ঃ প্রতিরোধ ও বিদ্রোহ
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2022
দশম শ্রেণি ইতিহাস ও পরিবেশ
সময় ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান- ৪০
বিভাগ – ‘ক’
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×10
(i) ‘ভারতমাতা’ চিত্রশিল্পটির রূপকার—
(a) গগনেন্দ্রনাথ ঠাকুর (b) অবনীন্দ্রনাথ ঠাকুর (c) রবীন্দ্রনাথ ঠাকুর (d) রথীন্দ্রনাথ ঠাকুর।
(ii) ‘জীবনের ঝরাপাতা’ এই আত্মজীবনীটির লেখক হলেন— (a) রবীন্দ্রনাথ ঠাকুর (b) আশাপূর্ণা দেবী (c) সরলা দেবী চৌধুরানি (d) বিপিন পাল।
(iii) ‘নীলদর্পণ” নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন—
(a) বিদ্যাসাগর (b) মাইকেল মধুসূদন দত্ত (c) দীনবন্ধু মিত্র (d) রামমোহন রায়।
(iv) ‘সমাচার দর্পণ’ হল একটি— (a) ষাণ্মাসিক পত্রিকা (b) সাপ্তাহিক পত্রিকা (c) ত্রৈমাসিক পত্রিকা (d) মাসিক পত্রিকা।
(v) ‘মেঘনাদবধ কাব্য’টির রচয়িতা— (a) নবীনচন্দ্র সেন (b) রবীন্দ্রনাথ ঠাকুর (c) মাইকেল মধুসূদন দত্ত (d) বিদ্যাসাগর।
(vi) ‘দেশীয় ভাষা সংবাদপত্র আইন’ প্রণয়ন করেছিলেন— (a) লর্ড লিটন (b) লর্ড রিপন (c) ওয়ারেন হেস্টিংস (d) কর্নওয়ালিস।
(vii) কোল বিদ্রোহ প্রথম দেখা গিয়েছিল— (a) মেদিনীপুর জেলায় (b) কাঁথি শহরে (c) ছোটোনাগপুর অঞ্চলে (d) দক্ষিণ ২৪ পরগনায়।
(viii) পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন— (a) করমশাহ (b) সিধু (c) দুর্জয় সিংহ (d) দেবী চৌধুরাণী।
(ix) বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন— (a) দেবী সিংহ (b) দুদু মিঞা (c) কানু (d) মির নিশার আলি (তিতুমির)।
(x) বাংলার নানাসাহেব বলে পরিচিত ছিলেন— (a) দিগম্বর বিশ্বাস (b) তিতুমির (c) রামরতন রায় (d) বিশ্বনাথ সর্দার।
বিভাগ – ‘খ’
2. একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও :
(i) অজন্তার গুহাচিত্রগুলি কোন্ যুগে তৈরি ?
(ii) ‘নববিধান ব্রাহ্মসমাজ’ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
3 . নিম্নলিখিত বিবৃতিটির সঙ্গে কোন্ বিকল্প ব্যাখ্যাটি সবথেকে মানানসই লেখো : ১×২=২
(i) বিবৃতি : ব্যক্তিগত চিঠিপত্র থেকে ইতিহাসের নানা তথ্যসূত্র জানা যায়—
ব্যাখ্যা : (a) চিঠিপত্র হল ব্যক্তিজীবনের প্রতিচ্ছবি।
ব্যাখ্যা : (b) চিঠিপত্র হল ব্যক্তিজীবন ও সমকালীন জীবনযাত্রার প্রতিচ্ছবি।
ব্যাখ্যা : (c) চিঠিপত্র হল সমকালীন আচার আচরণের প্রতিচ্ছবি।
(ii) বিবৃতি : নীলকর সাহেবরা ‘বেএলাকা’ চাষে বেশি উৎসাহী ছিল—
ব্যাখ্যা : (a) বে এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না।
ব্যাখ্যা : (b) বে এলাকা চাষে কৃষকদের সুবিধা হতো।
ব্যাখ্যা : (c) বে এলাকা চাষে শান্তি বজায় থাকত।
4. নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সত্য / মিথ্যা নির্বাচন করো : ১×২=২
(i) ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ গ্রন্থটির রচয়িতা স্বামী বিবেকানন্দ।
(ii) ‘হুল’ নামে ভিল বিদ্রোহ পরিচিত ছিল।
বিভাগ – ‘গ’
5. দু-তিনটি বাক্যে উত্তর লেখো : (যে-কোনো চারটি) ২×৪=৮
(i) ‘কথাকলি’ কথাটির অর্থ কী ? এই নৃত্যকলা কোথায় প্রচলিত ?
(ii) ‘এশিয়াটিক সোসাইটি’ কে, কবে কেন স্থাপন করেন?
(iii) স্বামী বিবেকানন্দ রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখো।
(iv) সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো।
(v) ‘রায়তি’ বা ‘দাদনী’ বলতে কী বোঝো ?
বিভাগ – ‘ঘ’
6. নীচের প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো দুটি) ৪×২=৮
(i) নারী ইতিহাসের প্রয়োজনীয়তা লেখো।
(ii) চার্লস উডের শিক্ষা-সংক্রান্ত প্রতিবেদন শিক্ষার ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ কেন ?
(iii) ঊনবিংশ শতকে আদিবাসী ও উপজাতি মানুষদের বিদ্রোহের কারণগুলি কী কী ছিল ?
বিভাগ – ‘ঙ’
7. যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখো : (বারো-পনেরোটি বাক্যে) ৮×১=৮
(i) স্থানীয় ইতিহাস চর্চার বিভিন্ন দিক বিশ্লেষণ করো।
(ii) ঊনবিংশ শতকের বাংলায় নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা কী ছিল ?
(iii) বাংলার ওয়াহাবি আন্দোলন এবং তিতুমির এর ভূমিকা পর্যালোচনা করো।
Pingback: WBBSE Class 10 All Subject Unit Test Question Papers - Prosnodekho -