WBBSE Class 10 Life Science Second Unit Test Question Paper | দশম শ্রেণি জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
Class-X (Ten)
LIFE SCIENCE & ENVIRONMENT F.M. 40 Time : 1 Hr. 30 mints

Set-1

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন : 40
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন:10
মূল্যায়নের মাস : আগস্ট মাস

পাঠ্যক্রম/Syllabus—
2. জীবনের প্রবাহমানতা : (b) জনন (c) সপুষ্পক উদ্ভিদের যৌন জনন (d) বৃদ্ধি ও বিকাশ।
3. বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ।
4. অভিব্যক্তি ও অভিযোজন।

বিভাগ—ক

1. বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো (যে কোনো পাঁচটি) : 1×5=5

(i) বহু বিভাজন দেখা যায় (ঈস্ট / প্লাসমোডিয়াম / হাইড্রা / মিউকর) -এর দেহে।

(ii) জোড়কলম করা যায় (আদা / পাথরকুচি / আম / ধান ) গাছে।

(ii) জলপরাগী ফুল হল (ধান / হাইড্রিলা / আম / শিমুল)।

(iv) (ডারউইন / মেণ্ডেল / বেটসন / মরগ্যান)-কে সুপ্রজননবিদ্যার জনক বলা হয়।

(v) ক্যাকটাসের কণ্টক (কাণ্ড / পাতা / মূল / ফুল ) – এর রূপান্তর।

(vi) এক সংকর জননের ফিনোটাইপিক অনুপাত হল (1:2:1 / 3:1 / 9:3:3:1 / 4:1)1

(vi) আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ হল – (ইকুয়াস / মেসোহিপ্পাস / ইওহিপ্পাস)।

বিভাগ – ‘খ’

2. একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো (যে কোনো দশটি) : 1×10=10

(i) যৌন জননের একক কোনটি ?

(ii) ফুলের কোন্ অংশ থেকে বীজ উৎপন্ন হয় ?

(iii) ‘অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র’-এর প্রবক্তা কে ?

(iv) মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো।

(v) কোন্ প্রাণীর দ্বিপ্রকোষ্ঠ যুক্ত হৃদপিণ্ড আছে ?

(vi) নিষেকের পর ডিম্বাশয় কিসে পরিণত হয় ?

(vii) বৃদ্ধির প্রথম দশা কোনটি ?

(viii) গিনিপিগের একটি প্রকট বৈশিষ্ট্যের উল্লেখ করো।

(ix) অযৌন জনন সম্পন্নকারী একটি উদ্ভিদের নাম লেখো।

(x) ‘কোয়াসারভেট মডেল’-এর প্রবক্তা কে ?

(xi) কোন্ উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় ?

(xii) পপুলেশনে একটি সাধারণ জিনঘটিত রোগের উদাহরণ দাও।

বিভাগ-‘গ’

3. যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
2×5=10

(i) চার্লস ডারউইন লিখিত একটি বিখ্যাত বই-এর নাম লেখো।

(ii) সমবৃত্তীয় অঙ্গ বলতে কী বোঝো ?

(iii) পায়রার দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।

(iv) অভিসারী বিবর্তন বলতে কী বোঝো ?

(v) অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে ?

(vi) জনুক্রম বলতে কী বোঝো ?

(vii) স্বপরাগযোগ কাকে বলে ?

(viii) দ্বিসংকর জনন কাকে বলে ?

বিভাগ-‘ঘ’

[নীচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও] 3×5=15

(i) অঙ্গজ জনন কাকে বলে ? উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকারের অঙ্গজ জননের বর্ণনা দাও। 2+3

(ii) স্বাধীন সঞ্চারণ সূত্রটি লেখো। মেণ্ডেলের একসংকর জননের পরীক্ষা উদাহরণসহ বোঝাও। 2+3

(iii) জীবাশ্ম কাকে বলে ? জীবাশ্ম কীভাবে জৈব বিবর্তনকে সমর্থন করে তা একটি উদাহরণ সহ বুঝিয়ে দাও। 2+3

(iv) নিষেক কী ? নিষেক পদ্ধতিসহ নতুন উদ্ভিদ গঠন সম্পর্কে আলোচনা করো। 2+3

(vi) অযৌন ও যৌন জননের দুটি পার্থক্য লেখো। ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। 2+(1½+1½)

This Post Has One Comment

Leave a Reply