WBBSE Class 10 Physical Science 2nd Unit Test Question Paper Set-2 | দশম শ্রেণি ভৌতবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 10 PHYSICAL SCIENCE
MODEL QUESTION PAPER

Set-2

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন : 40
মূল্যায়নের মাস : আগস্ট
অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন : 10

পাঠ্যক্রম/Syllabus—
1. রাসায়নিক গণনা
2. তাপের ঘটনাসমূহ
3. চলতড়িৎ
4. তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
5. পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন
6. ধাতুবিদ্যা

2nd Summative Evaluation
Class -X (Ten)
Sub : PHYSICAL SCIENCE
F.M. 40 Time : 1Hr: 30mts.

‘ক’-বিভাগ

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×7=7

1.1 12g কার্বনের দহনে উৎপন্ন CO₂ এর পরিমাণ (32g / 44g / 22g / 28g)।

1.2 নিম্নলিখিত কোটির উন্নতা বাড়লে কার্যত প্রসারণ হয় না ? (লোহা / নিকেল /
তামা / ইনভার)।

1.3 কোটি তড়িৎ আধানের একক ? (ভোল্ট / কুলম্ব / ওম / ওয়াট)।

1.4 বিভব প্রভেদ 10V ও প্রবাহমাত্রা 5A হলে রোধ হবে— (5Ω / 4Ω / 3Ω / 2Ω)   1

1.5 কোটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ ? (NaCl / চিনি / HCI / NaOH)।

1.6 কোন্ গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয় ? (N₂ / HCl / NH₃ / H₂S)।

1.7 গ্যালভানাইজেশনের কাজে কোন্ ধাতুটি লাগে ? (Fe / Cu / Zn / Al)।

‘খ’-বিভাগ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 1×9=9

2.1 তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও।

2.2 শূন্যস্থান পূরণ করো : গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ___________।

অথবা,

সত্য বা মিথ্যা লেখো : গ্যাসের আপাত প্রসারণ লক্ষ্য করা যায়।

2.3 STP-তে যে কোনো গ্যাসের 1 মোল অনুর আয়তন।

2.4 ওহমের সূত্রের I-V লেখচিত্রের প্রকৃতি কী ?

2.5 1 BOT = কত জুল ?

অথবা,

সত্য বা মিথ্যা লেখো: DC ভোল্টেজ ট্রান্সফরমারে কার্যকরী নয়।

2.6 তড়িৎ বিশ্লেষণে কোন্ তড়িৎদ্বারে বিজারণ ঘটে ?

অথবা,

শূন্যস্থান পূরণ করো : তড়িৎ বিশ্লেষণে তড়িৎশক্তি _________ শক্তিতে পরিণত হয়।

2.7 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন্ গ্যাস জমা হয় ?

2.8 ওলিয়াম কী ?

2.9 শূন্যস্থান পূরণ করো : ক্রায়োলাইট __________ ধাতুর আকরিক।

‘গ’-বিভাগ

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 2×3

3.1 ওহমের সূত্রটি লেখো এবং এর থেকে রোধের সংজ্ঞা দাও।

অথবা,

ভাস্বর বাতির চেয়ে CFL / LED বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো।

3.2 লাইকার অ্যামোনিয়ার বোতলটি খোলার আগে ঠান্ডা করে নেওয়া হয় কেন ?

অথবা,

H₂S এর বিজারণ ধর্ম একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও।

3.3 AI পাত্রে আচার, চাটনি ইত্যাদি রাখা উচিত নয় কেন ?

অথবা,

লোহার মরচে পড়া নিবারণের দুটি উপায় লেখো।

ঘ-বিভাগ

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3×6=18

4.1 5.1g H₂S প্রস্তুত করার জন্য কত পরিমাণ FeS-এর সঙ্গে লঘু H₂SO₄ -এর
বিক্রিয়া ঘটাতে হবে ? [Fe = 56]    3

4.2 লোহার α = 12 ×10⁻⁶/°C বলতে কী বোঝো ? কোনো কঠিন পদার্থের তাপ
পরিবাহীতা কী কী বিষয়ের উপর কীভাবে নির্ভর করে ? 1+2

অথবা,

তড়িৎ রোধের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। 3

4.3 তড়িতের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। 3

অথবা,

একটি পদার্থের রোধাঙ্ক 8×10⁻⁶² Ω.cm.। ওই পদার্থের 0.2 cm. ব্যাসার্ধেরbকত দৈর্ঘ্যের তারের রোধ 1Ω হবে ? 3

4.4 BOT কাকে বলে ? 6Ω রোধবিশিষ্ট একটি তারকে এমনভাবে টানা হল যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। অন্তিম রোধ কত হবে ? 1+2

4.5 পারদ ও খাদ্য লবণের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য ? জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়াটি লেখো।

4.6 পরীক্ষাগারে H₂S প্রস্তুতির নীতি, শমিত সমীকরণটি লেখো। H₂S শুষ্ক করতে গাঢ় H₂SO₄ ব্যবহার করা হয় না কেন ?
1+2

অথবা,

স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপগুলি সমীকরণসহ লেখো। 3

Leave a Reply