মাধ্যমিক বাংলা পাঠ্যবই সমাধান
বাংলা সিলেবাস
বি: দ্র:- ২০২১-২২ সালের মাধ্যমিক পরীক্ষায় সিন্ধুতীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, অদল – বদল, নদীর বিদ্রোহ, বাংলা ভাষায় বিজ্ঞান এবং ব্যাকরণের বাক্য ও বাচ্য থেকে কোন প্রশ্ন আসবে না।
মাধ্যমিক সিলেবাস ও ছাত্র-ছাত্রীদের জন্য কিছু কথা।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা পরিচালিত নতুন পাঠ্যসূচি চালু হয়েছিল ২০১৬ সালে এবং এই সিলেবাস অনুযায়ী দশম শ্রেণির প্রথম বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। বিদ্যালয় জীবনের অন্যান্য পরীক্ষার সঙ্গে মাধ্যমিকের বিশেষ পার্থক্য রয়েছে। যে কোনাে ছাত্র-ছাত্রীর জীবনে এই মাধ্যমিক পরীক্ষার বিশেষ গুরুত্ব থাকে, কারণ এটাই তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা সারাবছর ধরে প্রস্তুতি নিয়ে থাকো এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকলের মনেই থাকে একরাশ পরীক্ষাভীতি। ছাত্র-ছাত্রীদের পড়া শুরু করার আগে পাঠ্যসূচি বা সিলেবাস সম্পর্কে সম্যক ধারনা থাকা একান্ত প্রয়োজন। সে কথা মাথায় রেখে Prosnodekho ব্লগের যাবতীয় প্রচেষ্টা।
প্রতিটি পাঠের পাশে আলােচনা এবং প্রশ্নোত্তর এই দুটি কলাম রয়েছে। আলােচনা এবং প্রশ্নোত্তর অংশে ক্লিক করলে কাঙ্খিত পৃষ্ঠায় যাওয়া যাবে। প্রতিটি পাঠের গল্প, কবিতা, প্রবন্ধ, নাটকের বিস্তারিত আলােচনা করার চেষ্টা করা হয়েছে এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং MCQ প্রশ্ন দেওয়া হয়েছে। এই সাইটটি নিয়মিত অনুসরণ করলে আশা করি বাংলা সহায়িকা বইয়ের দরকার হবে না।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | ||
---|---|---|
পাঠ আলোচনা | প্রশ্নোত্তর | MCQ |
জ্ঞানচক্ষু | প্রশ্নোত্তর | TEST |
অসুখী একজন | প্রশ্নোত্তর | TEST |
আয় আরো বেঁধে… থাকি | প্রশ্নোত্তর | TEST |
আফ্রিকা | প্রশ্নোত্তর | TEST |
হারিয়ে যাওয়া কালি কলম | প্রশ্নোত্তর | TEST |
কোনি উপন্যাস ১ – ৩১ পৃ: | প্রশ্নোত্তর | — |
কারক ও অকারক সম্পর্ক | প্রশ্নোত্তর | TEST |
বঙ্গানুবাদ | প্রশ্নোত্তর | — |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | ||
বহুরূপী | প্রশ্নোত্তর | TEST |
অভিষেক | প্রশ্নোত্তর | TEST |
সিরাজদ্দৌলা | প্রশ্নোত্তর | TEST |
প্রলয়োল্লাস | প্রশ্নোত্তর | TEST |
পথের দাবী | প্রশ্নোত্তর | TEST |
কোনি উপন্যাস ৩২–৫০ পৃ: | প্রশ্নোত্তর | — |
সমাস | প্রশ্নোত্তর | TEST |
প্রতিবেদন | প্রশ্নোত্তর | — |
নির্বাচনী/টেস্ট পরীক্ষা সমস্ত পাঠ্যসূচী | ||
সিন্ধুতীরে | প্রশ্নোত্তর | TEST |
অদল বদল | প্রশ্নোত্তর | TEST |
বাংলা ভাষায় বিজ্ঞান | প্রশ্নোত্তর | TEST |
অস্ত্রের বিরুদ্ধে গান | প্রশ্নোত্তর | TEST |
নদীর বিদ্রোহ | প্রশ্নোত্তর | TEST |
কোনি | প্রশ্নোত্তর | — |
সংলাপ | প্রশ্নোত্তর | — |
প্রবন্ধ রচনা | — | — |
বাক্য | প্রশ্নোত্তর | TEST |
বাচ্য | প্রশ্নোত্তর | TEST |
মাধ্যমিক পরীক্ষা সমস্ত অধ্যায় |
বাংলা MCQ মক টেস্ট
বিগত বছরের সমস্ত বিষয়ের প্রশ্নঃ
যে-কোনাে পরীক্ষায় প্রশ্নের ধরণ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের ধারণা থাকাটা অত্যন্ত জরুরি। সেজন্য এই সাইটে বিগত বছরের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র দেওয়া হল বর্তমানে দশম শ্রেণির যে পাঠক্রমের ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়, সেই নতুন পাঠক্রমটি চালু হয়েছিল ২০১৬ সালে এবং এই নতুন পাঠক্রমের ভিত্তিতে প্রথম মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২০১৭ সালে। তাই আগের বছরের প্রশ্নগুলো দেখতে নিচের বোতাম ক্লিক করো।