পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ | WBBSE Class 5 Amader Poribesh 3rd Unit Test Model Question Paper with Answer Set-1

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) AMADER PORIBESH
MODEL QUESTION PAPER (WBBSE)

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ | WBBSE Class 5 Amader Poribesh 3rd Unit Test Model Question Paper with Answer Set-1

📌 1. পঞ্চম শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পঞ্চম শ্রেণি
বিষয় : আমাদের পরিবেশ
পূর্ণমান : ৫০           সময় : ১.৩০ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১x১০=১০

১.১ হৃৎপিণ্ডের শব্দ যে-যন্ত্রে বোঝা যায় তা হল-
(ক) থার্মোমিটার
(খ) ব্যারোমিটার
(গ) ফোটোমিটার
(ঘ) স্টেথোস্কোপ

উত্তরঃ (ঘ) স্টেথোস্কোপ

১.২ পরিবেশবান্ধব পরিবহণ হল-
(ক) রেলগাড়ি
(খ) মোটরসাইকেল
(গ) বাস
(ঘ) সাইকেল

উত্তরঃ (ঘ) সাইকেল

১.৩ ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে-নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হল-
(ক) জলঙ্গী নদী
(খ) মহানন্দা
(গ) গোদাবরী
(ঘ) জলঢাকা

উত্তরঃ (ঘ) জলঢাকা

১.৪ হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়-
(ক) ১৮৫৪ সালে
(খ) ১৮৫২ সালে
(গ) ১৮৫৫ সালে
(ঘ) ১৮৫৩ সালে

উত্তরঃ (ক) ১৮৫৪ সালে

১.৫ কলকাতায় রিকশা আসে-
(ক) ১৯১১ সালে
(খ) ১৯০০ সালে
(গ) ১৯০১ সালে
(ঘ) ১৮৫৫ সালে

উত্তরঃ (খ) ১৯০০ সালে

১.৪ “পথের পাঁচালী” সিনেমাটি বানিয়েছিলেন-
(ক) তরুণ বন্দ্যোপাধ্যায়
(খ) সত্যজিৎ রায়
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) ঋত্বিক ঘটক

উত্তরঃ (খ) সত্যজিৎ রায়

১.৫ বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়-
(ক) ১ অক্টোবর
(খ) ১৫ জুন
(গ) ১ মে
(ঘ) ১৫ জুলাই

উত্তরঃ (ক) ১ অক্টোবর

১.৬ কাগজ প্রথম তৈরি হয়-
(ক) চিনে
(খ) ভারতে
(গ) পাকিস্তানে
(ঘ) নেপালে

উত্তরঃ (ক) চিনে

১.৭ বৃহস্পতি গ্রহের ওপর একটি ধূমকেতু পড়েছিল-
(ক) ১৯৯৫ সালে
(খ) ১৯৯৪ সালে
(গ) ১৯৯৩ সালে
(ঘ) ১৯৯২ সালে

উত্তরঃ (খ) ১৯৯৪ সালে

১.৮ ‘শুমেকার লেভি’ নামের ধূমকেতু যে-গ্রহের ওপর আছড়ে পড়েছিল তা হল-
(ক) বুধ
(খ) পৃথিবী
(গ) বৃহস্পতি
(ঘ) শনি

উত্তরঃ (গ) বৃহস্পতি

২। নীচের প্রশ্নগুলির অল্প কথায় উত্তর দাও। ১ × ১৫ = ১৫

(ট) রেলইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে ?

উত্তরঃ চিত্তরঞ্জন।

(গ) ধোঁয়াতে কোন্ বিষাক্ত গ্যাস থাকে ?

উত্তরঃ কার্বন মনোক্সাইড।

(ঙ) প্যাপিরাস কী ?

উত্তরঃ নিজে করো 

(চ) পৃথিবীর নিজস্ব ঘোরার পথকে কী বলে ?

উত্তরঃ কক্ষপথ।

(খ) পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী ?

উত্তরঃ কয়লা।

(ছ) কোন্ তিথিতে মরা কোটাল হয় ?

উত্তরঃ নিজে করো 

(ঢ) পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে ?

উত্তরঃ নিজে করো 

(জ) সুনামি কী ?

উত্তরঃ নিজে করো 

(ঝ) পশ্চিমবঙ্গের কোথায় কয়লাখনি আছে ?

উত্তরঃ রানিগঞ্জ।

(ঞ) কয়লার ধোঁয়ায় কী গ্যাস উৎপন্ন হয় ?

উত্তরঃ নিজে করো 

(ঘ) পানসি কী ?

উত্তরঃ নিজে করো 

(ঠ) একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো।

উত্তরঃ বায়ুশক্তি।

(ড) গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয় ?

উত্তরঃ নিজে 

(ক) আমাদের দেশে কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে ?

উত্তরঃ ১৮৫৩ সালে।

(ণ) চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে কত সময় লাগে ?

উত্তরঃ নিজে করো 

৩। শূন্যস্থান পূরণ করো। ১ x ১০ = ১০

(ছ) সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ____________।

উত্তরঃ নিজে করো 

(ঞ) প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে ____________।

উত্তরঃ নিজে করো 

(গ) মুখ্য জোয়ারের মূল কারণ ________ আকর্ষণ।

উত্তরঃ নিজে করো 

(চ) টেলিস্কোপ তৈরি করেছিলেন _____________।

উত্তরঃ

(ঘ) কয়লা, পেট্রোলিয়াম দুটিকেই বলে ____________।

উত্তরঃ

(ক) কয়লার উপাদানটি হল _________।

উত্তরঃ কার্বন।

(ঝ) ঘি-এর শিশির গায়ে থাকে ________ ছাপ।

উত্তরঃ

(ঙ) ___________ আমাদের সব শক্তির উৎস।

উত্তরঃ সূর্য।

(খ) _________ পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়।

উত্তরঃ কয়লা।

(জ) চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় _________ লক্ষ কিলোমিটার দূরে।

উত্তরঃ

৪। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ২x৫=১০

(ঙ) শ্বাসমূল ও ঠেসমূল কী ?

(গ) জলচক্র কাকে বলে ?

(চ) চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো।

(ঘ) ধূমকেতু কী ?

(ক) অ্যাসিড বৃষ্টি কী ?

(খ) জীবাশ্ম জ্বালানি কী ?

৫। যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

(ক) কয়লা কীভাবে সৃষ্টি হয় ? এর থেকে কী কী উপজাত দ্রব্য পাওয়া যায়? ৩+২

(খ) সূর্যগ্রহণের একটি চিত্র আঁকো। জল চক্র কাকে বলে ? ৩+২

Leave a Reply