WBBSE Class 5 Amader Poribesh First Unit Test Set-1 | আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
Class 6 Amader Poribesh (WBBSE)
MODEL QUESTION PAPER

Set-1

সিলেবাস: Syllabus
1. মানব দেহ
2. ভৌত পরিবেশ (মাটি, জল, জীব বৈচিত্র)

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৩
পঞ্চম শ্রেণি (আমাদের পরিবেশ)
পূর্ণমান : ১০          সময় : ২০ মিনিট

১. সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি) : ১×৩=৩

(ক) বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন ?

উত্তরঃ মেলানিনের অভাবে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় ।

(খ) নখের কাজ কী ?

উত্তরঃ নখের কাজ হলো আঙুলকে বাঁচানো এবং ছোট জিনিস ধরা ।

(গ) আস্থসন্ধি কাকে বলে ?

উত্তরঃ দুটি হাড় যেখানে মিলিত হয় সেই স্থানকে অস্থি সন্ধি বলে।

(ঘ) বাঁওড় কী ?

উত্তরঃ নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায় একে বাঁওড় বলে।

২. সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো দুটি)। ) ১×২=২

(ক) যক্ষ্মা রোগের চিকিৎসার নাম- (ROT / BOT / DOT)।

উত্তরঃ DOT

(খ) একটি রাসায়নিক সারের নাম হল (কম্পোস্ট / ফসফেট / গোবর সার)।

উত্তরঃ ফসফেট।

(গ) কলকাতার জলাভূমি কোন্ নদীর অংশ ? – (বিদ্যাধরী / মাতলা / গোদাবরী)।

উত্তরঃ বিদ্যাধরী‌

৩. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো তিনটি)। : ১×৩=৩

(ক) মাটি সরে যাওয়াকে বলে ________।

উত্তরঃ ভূমিক্ষয়৷

(খ) শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য _________ থাকে ৷

উত্তরঃ অ্যাসিড।

(গ) ________ নাকি প্রথম পোষ মেনেছিল।

উত্তরঃ কুকুর।

(ঘ) টিকটিকির ল্যাজ কেটে গেলে আবার _____________ ।

উত্তরঃ গজায়।

৪. যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। ২×১=২

(ক) কী কী কারণে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে ?

উত্তরঃ
১. অত্যাধিক চামড়ার ব্যবহারের ফলে পশুপাখি যথেষ্ট পরিমাণে মারা পড়ে এবং তাদের সংখ্যা কমে যায়।

২. চামড়ার বেশি ব্যবহারের ফলে জল ও বায়ু দূষণ হয়।

৩. চামড়ার কারখানা থেকে বাতাসে অতিরিক্ত দুর্গন্ধ ছড়ায়। এ সমস্ত কারণে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে।

(খ) বাড়িতে কীভাবে ORS তৈরি করা যায় ?

উত্তরঃ এক গ্লাস জল ফুটিয়ে ঠান্ডা করে তাতে এক চামচ চিনি ও এক চিমটে লবণ ভালোভাবে মিশিয়ে ORS তৈরি করা যায়।

This Post Has One Comment

Leave a Reply