WBBSE Class 5 Amader Poribesh First Unit Test Set-2 | পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
Class 6 Amader Poribesh (WBBSE)
MODEL QUESTION PAPER

Set-2

সিলেবাস: Syllabus
1. মানব দেহ
2. ভৌত পরিবেশ (মাটি, জল, জীব বৈচিত্র)

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৩
পঞ্চম শ্রেণি (আমাদের পরিবেশ)
পূর্ণমান : ১০          সময় : ২০ মিনিট

১. সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি) : ১×৩=৩

(ক) তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখো।

উত্তরঃ আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হলো দুধে লেবুর রস মেশালে দুধ কেটে ছানা হয়ে যায়।

(খ) নখের কাজ কী ?

উত্তরঃ নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায় একে
বাঁওড় বলে।

(গ) বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন ?

উত্তরঃ মেলানিনের অভাবে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়।

(ঘ) অস্থিসন্ধি কাকে বলে ?

উত্তরঃ দুটি হাড় যেখানে মিলিত হয় সেই স্থানকে অস্থি সন্ধি বলে।

২. সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো দুটি) : ১×২=২

(ক) নীচের যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি হলা—
(ক) আয়না
(খ) স্টেথােস্কোপ
(গ) আতশকাচ
(ঘ) দুরবিন

উত্তরঃ (গ) আতশকাচ

(খ) স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন (রেনে লিনেক / বিধানচন্দ্র রায় / গ্যালিলিয়ো / নিউটন)।

উত্তরঃ রেনে লিনেক

(গ) যক্ষ্মার জীবাণু আবিষ্কৃত হয় প্রায়— (১০০ / ১৩০ / ২০০ / ২৫০) বছর আগে।

উত্তরঃ ১৩০ বছর আগে।

(ঘ) কলকাতার জলাভূমি কোন্ নদীর অংশ ? (বিদ্যাধরী / মাতলা / গোদাবরী)।

উত্তরঃ বিদ্যাধরী

৩. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো তিনটি)। ১×৩=৩

(ক) নখের রং গোলাপি হয় __________
এর জন্য।

উত্তরঃ রক্ত।

(খ) শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য __________ থাকে।

উত্তরঃ অ্যাসিড।

(গ) অতিবেগুনি রশ্মি ত্বকের __________
ঘটায়।

উত্তরঃ ক্যান্সার।

(ঘ) টিকটিকির ল্যাজ কেটে গেলে আবার ___________।

উত্তরঃ গজায়।

৪. যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। ২×১=২

(ক) কী ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো ?

উত্তরঃ যে মাটির জল ধারণ ক্ষমতা বেশি সেই মাটিতে ধান চাষ ভালো হয় যেমন—
এঁটেল মাটি ও দোয়াশ মাটি ।

(খ) চিংড়ি কী ধরনের প্রাণী ?

উত্তরঃ চিংড়ি আর্থ্রোপোডা পর্বের এক ধরনের জলজ অমেরুদন্ডী প্রাণী।

(গ) মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখো।

উত্তরঃ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম
হলো রেডিয়াস এবং আলনা।

(ঘ) পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী করনীয় ?

উত্তরঃ পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরে গরু-মোষ ইত্যাদি স্নান করানো, বাড়ির আবর্জনা ফেলা, কাপড় কাঁচা, বাসন মাজা, মলমুত্র পরিত্যাগ করা, পলিথিন ইত্যাদি ফেলা নিষিদ্ধ করতে হবে।

This Post Has One Comment

Leave a Reply