WBBSE Class 5 Amader Poribesh First Unit Test Set-4 | আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
Class 6 Amader Poribesh (WBBSE)
SCHOOL QUESTION PAPER

Set-4

সিলেবাস: Syllabus
1. মানব দেহ
2. ভৌত পরিবেশ (মাটি, জল, জীব বৈচিত্র)

JIAGANJ S.N.G. HIGH SCHOOL (H.S)
First Summative Evaluation- 2023
Class-V AMADER PARIBESH
F.M.-10      Time : 20 Mints

১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×৪=৪

১.১ সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয়—(ভিটামিন -A / ভিটামিন E / ভিটামিন K / ভিটামিন-D)।

উত্তরঃ ভিটামিন-D

১.২ কাঁধ থেকে কনুই পর্যন্ত বড়ে হাড়টির নাম হল – (ফিমার / হিউমেরাস / ভাটিব্রা কশেরুকা)।

উত্তরঃ হিউমেরাস

১.৩ হূৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে তা হল- ( থার্মোমিটার / স্টেথোস্কোপ / ব্যারোমিটার / ফটোমিটার)।

উত্তরঃ স্টেথোস্কোপ

১.৪ যক্ষ্মার জীবাণু আবিষ্কৃত হয় প্রায় = (১০০ / ১৩০ / ২০০ /২৫০) বছর আগে।

উত্তরঃ ১৩০

২. শূন্যস্থান পূরণ করো : ১x৪=৪

২.১ যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটা হল …………….।

উত্তরঃ দোয়াঁশ মাটি।

২.২ সারা শরীরে রক্ত ছড়িয়ে দেবার পাম্প হল ………………..।

উত্তরঃ হৃৎপিণ্ড।

২.৩ অতিবেগুনি রশ্মি ত্বকের ……………..
ঘটায়।

উত্তরঃ ক্যানসার।

২.৪ যক্ষ্মা রোগের প্রতিষেধক হল ………………।

উত্তরঃ BCG টাকা।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১×২=২

৩.১ চামড়ার রং কালো হয় কেন ?

উত্তরঃ ত্বকে মেলানোসাইট বলে এক ধরণের কোষ থাকে। এদের থেকে নিঃসৃত মেলানিন নামের রঞ্জক বা পিগমেন্টের জন্য ত্বক ও চুলের রঙ কালো হয়।

৩.২ গণ্ডারের খড়্গ কী ?

উত্তরঃ গন্ডারের খড়্গ তৈরি হয় keratin protein থেকে, যেটা মানুষের চুল আর নখ তৈরি করে। গন্ডারের কাছে তার খড়্গ খুব জরুরি, ওটা তার আত্মরক্ষায় সাহায্য করে। কিন্তু মানুষের কাছে আসলে গন্ডারের খড়্গ কোনও কাজে আসে না।

This Post Has One Comment

Leave a Reply