পঞ্চম শ্রেণি গণিত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ | WBBSE Class 5 Math 3rd Unit Test Model Question Paper with Answer Set-1

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) MATH (WBBSE)
MODEL QUESTION PAPER

পঞ্চম শ্রেণি গণিত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ | WBBSE Class 5 Math 3rd Unit Test Model Question Paper with Answer Set-1

📌 1. পঞ্চম শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পঞ্চম শ্রেণি
বিষয় : গণিত
পূর্ণমান : ৫০ সময় : ১.৩০ মিনিট

১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১x১০=১০

(ক) অঙ্কে লেখো: বাহান্ন হাজার দুই শত উনত্রিশ।

উত্তরঃ ৫২২২৯

(খ) > বা < চিহ্ন বসাও :

৪২০৫০ [   ] ৬২০০৫

(গ) ৬, ১, ২, ৫, ৮ এক অঙ্কের এই পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো।

উত্তরঃ ১২৫৬৮

(ঘ) ১১ : ১০০০ = কত ?

উত্তরঃ ০.০১১

(ঙ) .০০৭ ও .৭ -এর মধ্যে কোনটা ছোটো ও কোনটা বড়ো ?

উত্তরঃ ছোট – .০০৭, বড়ো – .৭

(চ) বর্গক্ষেত্রের পরিসীমা = কত ?

উত্তরঃ (৪ x বাহুর দৈর্ঘ্য)

(ছ) এক সমকোণের মান কত ?

উত্তরঃ ৯০°

(জ) নীচের কোণ দুটির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ লেখো : = ৮৯°, ৮১°, ১৩৫°

উত্তরঃ ৮১°

(ঝ) সঠিক উত্তরটি ‘✓’ চিহ্ন দাও: একটি আয়তঘন হল (জলের পাইপ / পেনসিল / বাক্স / মার্বেল)।

উত্তরঃ বাক্স

(ঞ) শূন্যস্থান পূরণ করো :

ইঁটের দুটি তল একটি প্রান্তরেখা বা ধারে মিশেছে। ইঁটের এইরকম _______ টি ধার আছে।

উত্তরঃ ১২

২। যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও : ৫x৬=৩০

(ক) দেবব্রতবাবু তাঁর ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান। তাঁর মাসিক খরচ ১২২৭০ টাকা হলে, মাসিক আয় কত?

(খ) একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা ২১২ মিটার এবং দৈর্ঘ্য ৬২ মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত?

(গ) বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ২০০ জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য ১০ দিনের খাবার মজুত ছিল। আরও ৫০ জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এল। শিক্ষার্থীদের ওই মজুত খাদ্যে কত দিন চলবে ?

(ঘ) রামু গোরুর গাড়ি চেপে ২৪০ মিনিটে ২৪ কিমি পথ যায়। সে গোরুর গাড়ি চেপে ১০ কিমি কত সময়ে যাবে ?

(ঙ) ১৪-০৯ মিটার লম্বা বাঁশের ৪.২ মিটার কাদায়, ৩.০১ মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে?

(চ) সরল করো :

৬ ÷ [১ + ৪ ÷ {১ + ৩ ÷ (১ + ৪ ÷ ২)}]

(ছ) হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে ১/৪ অংশ, দ্বিতীয় দিনে ১/১২ অংশ ও তৃতীয় দিনে অংশের ৪/৭ অংশ কাজ হয়েছে। তিন দিনে মোট কত অংশের কাজ হয়েছে ? কত অংশ কাজ বাকি আছে ?

(জ) ৯৫৬৬৯ সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির ‘নয় হাজার পাঁচ শত ঊনসত্তর’ লিখেছে। সে কত বেশি বা কম লিখেছে ?

৩। চিত্রসহ সংজ্ঞা লেখো (যে-কোনো দুটি):
৪x২=৮

(ক) বিষমবাহু ত্রিভুজ।

(খ) সমকোণী চৌপল।

(গ) স্থূলকোণ।

৪। ৪.৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ২

Leave a Reply