2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
MATH QUESTION PAPER
SET-2
WBBSE Class 5 Math Second Unit Test Model Question Paper with Answer Set-2 | পঞ্চম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২
📌 পঞ্চম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 5 All Subject Question Paper
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি : পঞ্চম বিষয় : গণিত
পূর্ণমান : ২০ সময় : ৪০ মিনিট
১। নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও : ১×৬=৬
(ক) একটি অপ্রকৃত ভগ্নাংশ লেখো।
উত্তরঃ `frac(১৭){৩}`
(খ) ‘BODMAS’ শব্দটিতে S-এর অর্থ কী ?
উত্তরঃ S শব্দটির অর্থ Substraction অর্থাৎ বিয়োেগ।
(গ) বিন্দু কাকে বলে ?
উত্তরঃ যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই অর্থাৎ কোনো বিস্তার নেই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে।
(ঘ) আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা = _____ + ________।
উত্তরঃ আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা = দৈর্ঘ্য + প্রস্থ।
(ঙ) কথায় লেখো : ৩০০+৭০+`frac৯{১০}` + `frac৪{১০০}`
উত্তরঃ ৩৭০.৯৪ = তিন শত সত্তর দশমিক নয় চার।
(চ) ৭-এর বর্গ কত ?
উত্তরঃ ৭-এর বর্গ ৪৯
২. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ২×৪=৮
(ক) বিয়োগ করো : `৩\frac২{১৫}` – `২\frac৫{৬}`
উত্তরঃ
`৩\frac২{১৫}` – `২\frac৫{৬}`
= `frac(৪৭){১৫}` – `frac(১৭){৬}`
= `frac(৯৪ – ৮৫){৩০}`
= `frac৯{৩০}`
= `frac৩{১০}`
(খ) একটি বর্গাকার বাগানের একটি বাহুর দৈর্ঘ্য ২১ মিটার হলে, মাঠটির পরিসীমা কত ?
উত্তরঃ বর্গাকার বাগানের ১টি বাহুর দৈর্ঘ্য = ২১ মিটার
বর্গাকার বাগানের পরিসীমা = ৪×১টি বাহুর দৈর্ঘ্য = ৪ × ২১ = ৮৪ মিটার।
অতএব, মাঠের পরিসীমা ৮৪ মিটার।
(গ) সরল করো : ৮ – [৫ – {৩ – (২ – ১)}] – ২ (পৃ: ১৩৭)
উত্তরঃ
৮ – [৫ – {৩ – (২ – ১)}] – ২
= ৮ – [৫ – {৩ – ১}] – ২
= ৮ – [৫ – ২] – ২
= ৮ – [৫ – ২] – ২
= ৮ – ৩ – ২
= ৫ – ২
= ৩
(ঘ) ছোটো থেকে বড়ো সাজাও : ০.২৭৩, ০.৭৩২, ০.৩৭২, ০.৮২ (পৃ: ১৫৫)
০.২৭৩ = `frac(২৭৩){১০০০}`
০.৭৩২ = `frac(৭৩২){১০০০}`
০.৩৭২ = `frac(৩৭২){১০০০}`
০.৮২ = `frac(৮২০){১০০০}`
ছোটো থেকে বড়ো সাজিয়ে পাই,
`frac(২৭৩){১০০০}` < `frac(৩৭২){১০০০}` < `frac(৭৩২){১০০০}` < `frac(৮২০){১০০০}`
০.২৭৩ < ০.৩৭২ < ০.৭৩২ < ০.৮২
(ঙ) সরলরেখা ও রশ্মির একটি পার্থক্য লেখো।
উত্তরঃ সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই। কিন্তু রশ্মির একদিকে একটি প্রান্তবিন্দু আছে।
৩। যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৩×২=৬
(ক) চৌবাচ্চায় `frac৩{৮}` লিটার জল জল ছিল। কিন্তু পরে সেখান থেকে থেকে `frac৮{২৫}` লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় `frac৫{১৬}` লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে ? (পৃ: ১০৪)
উত্তরঃ `frac৩{৮}` + `frac৮{২৫}` – `frac৫{১৬}`
= `frac(৬+৫){১৬}` – `frac৫{১৬}`
= `frac(১১){২৫}` – `frac৫{১৬}`
= `frac(২৭৫ – ১২৮){৪০০}`
= `frac(১৪৭){৪০০}`
অতএব, চৌবাচ্চায় জল আছে `frac(১৪৭){৪০০}` লিটার।
(খ) একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল ১০২৪ বর্গমিটার। ওই পার্কের পরিসীমা নির্ণয় করো। (পৃ: ১২৮)
উত্তরঃ বর্গাকার পার্কের ক্ষেত্রফল = ১০২৪ বর্গমিটার
বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য = `\sqrt{১০২৪}`
= √২×২×২×২×২×২×২×২×২×২
= `\sqrt{২×২×২×২×২}`
= ৩২ মিটার।
বর্গাকার পার্কের পরিসীমা = ৪×একটি বাহুর দৈর্ঘ্য।
= ৪×৩২
= ১২৮ মিটার।
(গ) সরল করো : (১২ × ৩ × ৪ ÷ ৮ ÷ ৩) + (২ ÷ ২ × ২) (পৃ: ১৪০)
উত্তরঃ
(১২ × ৩ × ৪ ÷ ৮ ÷ ৩) + (২ ÷ ২ × ২)
= (৩৬ × ৪ ÷ ৮ ÷ ৩) + (১ × ২)
= (১৪৪ ÷ ৮ ÷ ৩) + ২
= (১৮ ÷ ৩) + ২
= ৬ + ২
= ৮ উত্তর।