WBBSE Class 5 Math Second Unit Test Model Question Paper with Answer Set-3 | পঞ্চম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
MATH QUESTION PAPER

SET-3

WBBSE Class 5 Math Second Unit Test Model Question Paper with Answer Set-3 | পঞ্চম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩

📌 পঞ্চম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 5 All Subject Question Paper

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি : পঞ্চম     বিষয় : গণিত
পূর্ণমান : ২০          সময় : ৪০ মিনিট

১. সঠিক উত্তর টি নির্বাচন করো : ১×৫=৫

(ক) বর্গক্ষেত্রের প্রতিটি কোনের মান– (০°/ ৪৫° /৯০° / ১৮০°)।

উত্তরঃ ৯০°

(খ) ১টি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায় (১টি / ২টি /৪ টি / অসংখ্য)।

উত্তরঃ অসংখ্য।

২. শূন্যস্থান পূরণ করো :

(ক) আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর ________________ ।

উত্তরঃ সমান ও সমান্তরাল

(খ) ২টাকা২০ পয়সা = ___________।

উত্তরঃ ২২০ পয়সা।

(গ) `frac৩(৭)` = `frac(){২১}` = `frac৬()`

উত্তরঃ ৯, ১৪

৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ১×৪=৪

(ক) `frac৩(৫)` ও `frac৪(২৫)` এর মধ্যে কোনটি বড় ?

উত্তরঃ ৫ ও ২৫ এর ল.সা.গু = ২৫

∴ `frac৩(৫)` = `frac(৩×৫){৫×৫}` = `frac(১৫){২৫}`

∴ `frac৪(২৫)` = `frac(৪×১){২৫×১}` = `frac৪(২৫)`

সুতরাং বড় ভগ্নাংশ সংখ্যা = `frac৩(৫)`

(খ) অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো : `৩\frac৫(৭)` = ?

উত্তরঃ `frac(২৬){৭}`

(গ) একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য ১৫ মি। জমিটির ক্ষেত্রফল কত ?

উত্তরঃ বর্গাকার জমির ক্ষেত্রফল = বাহুঙ্ × বাহু

∴ ক্ষেত্রফল = ১৫×১৫ বর্গ মিটার = ২২৫ বর্গ মিটার।

(ঘ) দশমিক ভগ্নাংশে পরিণত করো : `২\frac৩(৫)` = কত ?

উত্তরঃ `২\frac৩(৫)` = ১৩ ÷ ৫ = ২.৬

(ঙ) সমরেখ বিন্দু কাকে বলে ?

উত্তরঃ তিন বা ততোধিক বিন্দু যখন একই সরলরেখায় অবস্থান করে, তখন সেই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে।

৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ২×৩=৬

(ক) একটি বাঁশের `frac১(৫)` অংশ লাল ও `frac২(৩)` অংশে সবুজ রং করা হয়েছে। বাঁশটির মোট কত অংশ রঙ করা হয়েছে ?

উত্তরঃ

রং করা হয়েছে = `frac১(৫)` + `frac২(৩)` অংশ

= `frac(৩+১০){১৫}`

= `frac(১৩){১৫}`

∴ বাঁশটির মোট `frac(১৩){১৫}` অংশ রং করা হয়েছে।

(খ) ছোট থেকে বড় হিসেবে সাজাও : ০.০৭, ০.৭, ১.০১

উত্তরঃ

০.০৭ = ০.০৭×১০০ = ৭

০.৭ = ০.৭×১০০ = ৭০

১.০১ = ১.০১×১০০ = ১০১

∴ ছোট থেকে বড়, ০.০৭ < ০.৭ < ১.০১

(গ) সমান্তরাল সরলরেখা কাকে বলে ? চিত্র দাও।

উত্তরঃ একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে, তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে।

A _______________ B

C _______________ D

৫. যে-কোন ২টি প্রশ্নের উত্তর দাও: `২\frac১(২)`×২ = ৫

(ক) সরল করো : ৩[৮ – {৫ – ২(২ – `\overline{২\div১}`)}] (পৃ: ১৩৮)

উত্তরঃ

৩[৮ – {৫ – ২(২ – `\overline{২\div১}`)}]

= ৩[৮ – {৫ – ২(২ – ১)}]

= ৩[৮ – {৫ – ২×১}]

= ৩[৮ – {৫ – ২}]

= ৩[৮ – ৩]

= ৩×৫

= ১৫ উত্তর।

(খ) একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা ২০০মি এবং দৈর্ঘ্য ৬০ মি। ওই মাঠটির ক্ষেত্রফল কত ? (পৃ: ১২৮)

উত্তরঃ

আয়তকার ক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য+প্রস্থ)

∴ ২ (দৈর্ঘ্য + প্রস্থ)= ২০০

∴ দৈর্ঘ্য+ প্রস্থ = ২০০ ÷ ২ = ১০০

∴ প্রস্থ = (১০০ – ৬০) = ৪০

∴ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × গ্রন্থ

= ৬০x৪০

= ২৪০০ বর্গ মি.

∴ নির্ণেয় ক্ষেত্রফল = ২৪০০ বর্গ মি.

(গ) প্রথম দিন রাস্তার `frac৫(১২)` অংশ এবং দ্বিতীয় দিনে রাস্তার `frac৭(১৮)` অংশ মেরামত হয়েছে। রাস্তার আর কত শংশ মেরামত করতে বাকী আছে ? (পৃ: ৯৯)

উত্তরঃ

মনেকরি, মোট রাস্তা = ১ অংশ

প্রথম দুই দিনে মেরামত হয়,
`frac৫(১২)` + `frac৭(১৮)`

`frac(১৫ + ১৪){৩৬}`

`frac(২৯){৩৬}`

∴ বাকী আছে,
১ – `frac(২৯){৩৬}`

= `frac(৩৬ – ২৯){৩৬}`

= `frac৭{৩৬}` অংশ

Leave a Reply