2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
MATH QUESTION PAPER
SET-4
WBBSE Class 5 Math Second Unit Test Model Question Paper with Answer Set-4 | পঞ্চম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪
📌 পঞ্চম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 5 All Subject Question Paper
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি : পঞ্চম বিষয় : গণিত
পূর্ণমান : ২০ সময় : ৪০ মিনিট
১. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ১×৫=৫
১.১ `frac৭(৯)` ও `frac(১১){৯}` এর মধ্যে কোনটি বড়ো ?
উত্তরঃ `frac(১১){৯}`
১.২ ৬ টাকা ৫ পয়সা = কত টাকা ?
উত্তরঃ আমরা জানি, ১ টাকা = ১০০ পয়সা।
∴ ৬ টাকা × ১০০ পয়সা = ৬০০ পয়সা + ৫ পয়সা = ৬০৫ পয়সা।
১.৩ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো : `frac(৩৮){৭}`
উত্তরঃ ৩৮ ÷ ৭ = `৫\frac(৩){৭}`
১.৪ স্থানীয় মানে বিস্তার করো : ৩০৭.০৭
উত্তরঃ ৩০০+৭+`frac৭(১০০)`
১.৫ শূন্যস্থান পূরণ করো : `frac২(৭)` = `frac(){১৪}` = `frac৬()`
উত্তরঃ ৪, ২১
১.৬ একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬ সেমি হলে তার ক্ষেত্রফল কত ?
উত্তরঃ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু × বাহু
= ১৬ সেমি × ১৬ সেমি = ২৫৬ সেমি।
১.৭ সমবিন্দু সরলরেখা কাকে বলে ?
উত্তরঃ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা সমবিন্দু সরলরেখা।
২. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪
২.১ ছোট থেকে বড়ো সাজাও : ০.৭১, ০.৩৩, ০.৮৯
উত্তরঃ
০.৭১ = `frac(৭১){১০০}`
০.৩৩ = `frac(৩৩){১০০}`
০.৮৯ = `frac(৮৯){১০০}`
ছোট থেকে বড় সাজিয়ে পাই, ০.৩৩ < ০.৭১ < ০.৮৯
২.২ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো : `frac(২৪৮){২৬৪}`
উত্তরঃ `frac(২৪৮){২৬৪}` = `frac(৬২){৬৬}`
২.৩ `frac(৩){৪}` ভগ্নাংশটির দুটি সমতুল্য ভগ্নাংশ লেখো।
উত্তরঃ `frac(৩×২){৪×২}` = `frac(৬){৮}`, `frac(৩×৩){৪×৩}` = `frac(৯){১২}`
২.৪ একটি বাড়ির `frac(৬){৭}` অংশ রং করা হয়েছে। কত অংশ রং করা বাকি আছে ? (পৃ: ১০১)
উত্তরঃ ধরি, সম্পূর্ণ বাড়িটি ১ অংশ অর্থাৎ পুরো বাড়িটিই রং করতে হবে। রং করা হয়েছে `frac(৬){৭}`
রং করতে বাকি আছে,
১ – `frac(৬){৭}`
=`frac(৭–৬){৭}`
=`frac(১){৭}` অংশ।
২.৫ বিয়োগফল নির্ণয় করো: `frac(২৩){৪}` – `১\frac(৯){১৪}`
উত্তরঃ
`frac(২৩){৪}` – `১\frac(৯){১৪}`
=`frac(২৩){৪}` – `frac(২৩){১৪}`
=`frac(৩২২ – ৯২){৫৬}`
=`frac(২৩০){৫৬}`
=`৪\frac(৬){৫৬}` উত্তর।
৩. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×৩=৯
৩.১ সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য ২৮ মিটার এবং পরিসীমা ১০৮ মিটার। দ্বিতীয়টির প্রস্থ ২১ মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত ? দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য কত ? (পৃ: ১২৮)
উত্তরঃ
প্রথমটির জমির পরিসীমা = ১০৪ মিটার, দৈর্ঘ্য = ২৮ মিটার।
(জমিটির প্রস্থ জানার জন্য হলে তার অর্ধসীমা বার করতে হবে)
অর্ধপরিসীমা = ১০৪ ÷ ২ মিটার = ৫২ মিটার।
প্রস্থ = অর্ধ পরিসীমান – দৈর্ঘ্য = ৫২ – ২৮ মিটার = ২৪ মিটার।
দুটি জমির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ২৮ × ২৪ = ৬৭২ মিটার।
দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য = ক্ষেত্রফল ÷ প্রস্থ = ৬৭২ বর্গমিটার – ২১ মিটার = ৩২ মিটার।
৩.২ সরল করো : ৬ × ৫ × ৪ ÷ ৮ ÷ ৫ × ৭ (পৃ: ১৪০)
উত্তরঃ
৬ × ৫ × ৪ ÷ ৮ ÷ ৫ × ৭
= ১২০ ÷ ৮ ÷ ৫ × ৭
= ১৫ ÷ ৫ × ৭
= ৩ × ৭
= ২১
৩.৩ সিরাজ বাগানের ৬/১৭ অংশে ফুলের চারা লাগিছে, মনিকা ৩/৩৪ অংশে ফুলের চারা লাগিছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে ? (পৃ: ৯৯)
উত্তরঃ
সিরাজ ফুলের চারা লাগিছে, `frac৬(১৭)`
মনিকা ফুলের চারা লাগিছে,`frac৩(৩৪)`
(ভর দুটি কে সমানসংখ্যায় নিয়ে আসতে হবে)
১৭ ও ৩৪ এর ল.সা.গু = ৩৪
`frac৬(১৭)` = `frac(৬×২){১৭×২}` = `frac১২(৩৪)`
`frac৩(৩৪)` = `frac(৩×১){৩৪×১}` = `frac৩(৩৪)`
সুতরাং সিরাজ বেশি ফুলের চারা লাগিছে।
`frac৬(১৭)` – `frac৩(৩৪)`
`frac(১২ – ৩){৩৪}`
`frac(৯){৩৪}`
সুতরাং সিরাজ `frac(৯){৩৪}` অংশ বেশি ফুলের চারা লাগিয়েছে।
৩.৪ রেখা কয় প্রকার ও কী কী ? প্রত্যেকের একটি করে বৈশিষ্ট্য লেখো। ১+১+১ (পৃ: ১৬৫)
উত্তরঃ রেখা দুই প্রকার। সরলরেখা ও বক্ররেখা।
সরলরেখার বৈশিষ্ট্য– একটি বিন্দু থেকে ওপর একটি বিন্দু যেতে কোন দিক পরিবর্তন করতে হয় না।
বক্ররেখার বৈশিষ্ট্য— একটি বিন্দু থেকে ওই রেখা বরাবর অপর বিন্দুতে যেতে ক্রমাগত দিক পরিবর্তন হয়।