WBBSE Class 5 Math Second Unit Test Model Question Paper with Answer Set-4 | পঞ্চম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
MATH QUESTION PAPER

SET-4

WBBSE Class 5 Math Second Unit Test Model Question Paper with Answer Set-4 | পঞ্চম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪

📌 পঞ্চম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 5 All Subject Question Paper

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি : পঞ্চম বিষয় : গণিত
পূর্ণমান : ২০ সময় : ৪০ মিনিট

১. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ১×৫=৫

১.১ `frac৭(৯)` ও `frac(১১){৯}` এর মধ্যে কোনটি বড়ো ?

উত্তরঃ `frac(১১){৯}`

১.২ ৬ টাকা ৫ পয়সা = কত টাকা ?

উত্তরঃ আমরা জানি, ১ টাকা = ১০০ পয়সা।

∴ ৬ টাকা × ১০০ পয়সা = ৬০০ পয়সা + ৫ পয়সা = ৬০৫ পয়সা।

১.৩ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো : `frac(৩৮){৭}`

উত্তরঃ ৩৮ ÷ ৭ = `৫\frac(৩){৭}`

১.৪ স্থানীয় মানে বিস্তার করো : ৩০৭.০৭

উত্তরঃ ৩০০+৭+`frac৭(১০০)`

১.৫ শূন্যস্থান পূরণ করো : `frac২(৭)` = `frac(){১৪}` = `frac৬()`

উত্তরঃ ৪, ২১

১.৬ একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬ সেমি হলে তার ক্ষেত্রফল কত ?

উত্তরঃ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু × বাহু
= ১৬ সেমি × ১৬ সেমি = ২৫৬ সেমি।

১.৭ সমবিন্দু সরলরেখা কাকে বলে ?

উত্তরঃ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা সমবিন্দু সরলরেখা।

২. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪

২.১ ছোট থেকে বড়ো সাজাও : ০.৭১, ০.৩৩, ০.৮৯

উত্তরঃ

০.৭১ = `frac(৭১){১০০}`

০.৩৩ = `frac(৩৩){১০০}`

০.৮৯ = `frac(৮৯){১০০}`

ছোট থেকে বড় সাজিয়ে পাই, ০.৩৩ < ০.৭১ < ০.৮৯

২.২ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো : `frac(২৪৮){২৬৪}`

উত্তরঃ `frac(২৪৮){২৬৪}` = `frac(৬২){৬৬}`

২.৩ `frac(৩){৪}` ভগ্নাংশটির দুটি সমতুল্য ভগ্নাংশ লেখো।

উত্তরঃ `frac(৩×২){৪×২}` = `frac(৬){৮}`, `frac(৩×৩){৪×৩}` = `frac(৯){১২}`

২.৪ একটি বাড়ির `frac(৬){৭}` অংশ রং করা হয়েছে। কত অংশ রং করা বাকি আছে ? (পৃ: ১০১)

উত্তরঃ ধরি, সম্পূর্ণ বাড়িটি ১ অংশ অর্থাৎ পুরো বাড়িটিই রং করতে হবে। রং করা হয়েছে `frac(৬){৭}`

রং করতে বাকি আছে,

১ – `frac(৬){৭}`

=`frac(৭–৬){৭}`

=`frac(১){৭}` অংশ।

২.৫ বিয়োগফল নির্ণয় করো: `frac(২৩){৪}` – `১\frac(৯){১৪}`

উত্তরঃ

`frac(২৩){৪}` – `১\frac(৯){১৪}`

=`frac(২৩){৪}` – `frac(২৩){১৪}`

=`frac(৩২২ – ৯২){৫৬}`

=`frac(২৩০){৫৬}`

=`৪\frac(৬){৫৬}` উত্তর।

৩. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×৩=৯

৩.১ সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য ২৮ মিটার এবং পরিসীমা ১০৮ মিটার। দ্বিতীয়টির প্রস্থ ২১ মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত ? দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য কত ? (পৃ: ১২৮)

উত্তরঃ

প্রথমটির জমির পরিসীমা = ১০৪ মিটার, দৈর্ঘ্য = ২৮ মিটার।

(জমিটির প্রস্থ জানার জন্য হলে তার অর্ধসীমা বার করতে হবে)

অর্ধপরিসীমা = ১০৪ ÷ ২ মিটার = ৫২ মিটার।

প্রস্থ = অর্ধ পরিসীমান – দৈর্ঘ্য = ৫২ – ২৮ মিটার = ২৪ মিটার।

দুটি জমির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ২৮ × ২৪ = ৬৭২ মিটার।

দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য = ক্ষেত্রফল ÷ প্রস্থ = ৬৭২ বর্গমিটার – ২১ মিটার = ৩২ মিটার।

৩.২ সরল করো : ৬ × ৫ × ৪ ÷ ৮ ÷ ৫ × ৭ (পৃ: ১৪০)

উত্তরঃ

৬ × ৫ × ৪ ÷ ৮ ÷ ৫ × ৭

= ১২০ ÷ ৮ ÷ ৫ × ৭

= ১৫ ÷ ৫ × ৭

= ৩ × ৭

= ২১

৩.৩ সিরাজ বাগানের ৬/১৭ অংশে ফুলের চারা লাগিছে, মনিকা ৩/৩৪ অংশে ফুলের চারা লাগিছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে ? (পৃ: ৯৯)

উত্তরঃ

সিরাজ ফুলের চারা লাগিছে, `frac৬(১৭)`

মনিকা ফুলের চারা লাগিছে,`frac৩(৩৪)`

(ভর দুটি কে সমানসংখ্যায় নিয়ে আসতে হবে)

১৭ ও ৩৪ এর ল.সা.গু = ৩৪

`frac৬(১৭)` = `frac(৬×২){১৭×২}` = `frac১২(৩৪)`

`frac৩(৩৪)` = `frac(৩×১){৩৪×১}` = `frac৩(৩৪)`

সুতরাং সিরাজ বেশি ফুলের চারা লাগিছে।

`frac৬(১৭)` – `frac৩(৩৪)`

`frac(১২ – ৩){৩৪}`

`frac(৯){৩৪}`

সুতরাং সিরাজ `frac(৯){৩৪}` অংশ বেশি ফুলের চারা লাগিয়েছে।

৩.৪ রেখা কয় প্রকার ও কী কী ? প্রত্যেকের একটি করে বৈশিষ্ট্য লেখো। ১+১+১ (পৃ: ১৬৫)

উত্তরঃ রেখা দুই প্রকার। সরলরেখা ও বক্ররেখা।

সরলরেখার বৈশিষ্ট্য– একটি বিন্দু থেকে ওপর একটি বিন্দু যেতে কোন দিক পরিবর্তন করতে হয় না।

বক্ররেখার বৈশিষ্ট্য— একটি বিন্দু থেকে ওই রেখা বরাবর অপর বিন্দুতে যেতে ক্রমাগত দিক পরিবর্তন হয়।

Leave a Reply