WBBSE Class 6 Geography Annual Exam Question Paper Set-3 | ষষ্ঠ শ্রেণি ভূগোল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) GEOGRAPHY (WBBSE)
GEOGRAPHY QUESTION PAPER

WBBSE Class 6 Geography Annual Exam Question Paper Set-3 | ষষ্ঠ শ্রেণি ভূগোল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৩

📌 1. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here

Set-3

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০         সময় : ২.৩০ মিনিট

1. বহুবিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তর দাও : 1×18=18

1.1 নিরক্ষরেখার মান কত ? (a) 0º, (b) 90°, (c) 180°

1.2 বিষুব রেখা পৃথিবীকে ভাগ করেছে- (a) পূর্ব-পশ্চিম গোলার্ধে, (b) উত্তর-দক্ষিণ গোলার্ধে, (c) উত্তর-পশ্চিম গোলার্ধে।

1.3 গ্রীষ্মকালে পশ্চিম ভারতে যে ধুলিঝড় দেখা যায় তার নাম – (a) লু, (b) আঁধি, (c) কালবৈশাখী।

1.4 মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল- (a) শরৎকাল, (চ) শীতকাল, (c) বর্ষাকাল।

1.5 সংরক্ষিত অরণ্য- (a) জলদাপাড়া, (b) কোর্ডামা, (c) কাজিরাঙা।

1.6 উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের প্রধান গাছ- (a) ফণিমনসা, (b) সুন্দরী, (c) পাইন।

1.7 ক্লোরোফ্লুরো কার্বনের সংকেত হল – (a) KFC, (b) CFC, (c) CPC

1.8 তাজমহল নষ্ট হওয়ার কারণ – (a) অ্যাসিড বৃষ্টি, (b) যানবাহনের ধোঁয়া, (c) সূর্যের অতি বেগুনী রশ্মি।

1.9 পৃথিবীর একটি ছোটো মডেল বা প্রতিরূপ হল- (a) পৃথিবীর মানচিত্র, (b) গ্লোব, (c) কৃত্রিম উপগ্রহ থেকে তোলা পৃথিবীর ছবি।

1.10 ভারতবর্ষের প্রধান ভাষা হল – (a) বাংলা, (b) তামিল, (c) হিন্দি।

1.11 পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের কোন্ রাজ্যের প্রধান ভাষা বাংলা – (a) অসম, (b) ত্রিপুরা, (c) মনিপুর।

1.12 পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি যার ওপর আঁকা হয়েছিল তা হল – (a) বেলে পাথর, (b) চুনাপাথর, (c) কাদাপাথর।

1.13 বানিহাল হল একটি- (a) পর্বতশৃঙ্গ, (b) হিমবাহ, (c) গিরিপথ।

1.14 পৃথিবীর তৃতীয উচ্চতম পর্বত শৃঙ্গ হল (a) কাঞ্চনজঙ্ঘা, (৮) ধবলগিরি, (c) অন্নপূর্ণা।

1.15 শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলে- (a) তরাই, (b) তাল, (c) দুন।

1.16 গঙ্গানদীর প্রবাহ পথে গড়ে ওঠা একটি শহর হল- (a) বারাণসী, (b) গুয়াহাটি, (c) শ্রীনগর।

1.17 মাকালু হল একটি — (a) গিরিপথ, (b) পর্বত শৃঙ্গ, (c) উপত্যকা।

1.18 ডেসিবেল মিটারের সাহায্যে পরিমাপ করা হয় – (a) শব্দের তীব্রতা, (b) শব্দের স্থায়িত্ব, (c) শব্দের উৎস।

2. অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ 1×6=6

2.1 একটি গ্রীন হাউস গ্যাসের নাম লেখো।

2.2 ভারতের বৃহত্তম হিমবাহের নাম লেখো।

2.3 ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম লেখো।

2.4 কালো মাটিতে কোন ফসল ভালো জন্মায় ?

2.5 কোন্ সালে বন্য প্রাণী সংরক্ষণ আইন ভারতে চালু হয় ?

2.6 কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপাহয় ?

3. শূন্যস্থান পূরণ করো : 1×6=6

3.1 বায়ুর উষ্ণতা মাপকযন্ত্র হল ………………।

3.2 পশ্চিমবঙ্গের প্রধান নদী হল ………………।

3.3 পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হল ………………।

3.4 মৌসুমী কথার অর্থ হল ………………।

3.5 পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ ……………. নামে পরিচিত।

3.6 পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ………………..।

4. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক উত্তর দাও : 2×4=8

4.1 নিরক্ষরেখা কাকে বলে ?

4.2 শব্দদূষণের ফলে কী কী হয় ?

4.3 কালবৈশাখী কাকে বলে ?

4.4 জলবায়ু কাকে বলে ?

5. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও : 3×4=12

5.1 আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো।

5.2 অ্যালবেডো কাকে বলে ?

5.3 বায়ু দুষণের ফলাফল গুলি লেখো।

5.4 মানচিত্র কয় প্রকার ও কী কী ?

6. ব্যাখ্যামূলক উত্তর দাওঃ 5×3=15

6.1 মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো।

6.2 অরণ্য আমাদের বন্ধু- ব্যাখ্যা করো।

6.3 অ্যাসিড বৃষ্টির প্রভাবে কী কী হয় ?

7. ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলির অবস্থান প্রতীক ও চিহ্নসহ বসাওঃ 1×5=5

(a) লোকটাক হ্রদ, (b) লাডাক, (c) কলকাতা, (d) চিল্কা হ্রদ, (e) উচ্চতম পর্বত শৃঙ্গ।

📌আরও দেখুনঃ

1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply