WBBSE Class 6 Geography Annual Exam Question Paper Set-4 | ষষ্ঠ শ্রেণি ভূগোল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) GEOGRAPHY (WBBSE)
GEOGRAPHY QUESTION PAPER

WBBSE Class 6 Geography Annual Exam Question Paper Set-4 | ষষ্ঠ শ্রেণি ভূগোল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৪

📌 1. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here

Set-4

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০        সময় : ২.৩০ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×18=18

(ক) পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হল- (a) 90টি (b) 179টি (c) 180টি (d) 360টি

উত্তরঃ (b) 179টি

(খ) ওজোনস্তরের ক্ষতি করে- (a) CFC (b) CO₂ (c) SO₂ (d) সবগুলিই

উত্তরঃ (a) CFC

(গ) সর্বোচ্চ অক্ষরেখার মান হল-
(a) 180° (b) 90° (c) 89° (d) 0°

উত্তরঃ (c) 89°

(ঘ) পৃথিবীর আবর্তন বেগ থেমে গেলে
(a) পৃথিবীর অর্ধেক অংশে দিন হবে
(b) পৃথিবীর অর্ধেক অংশে রাত হবে
(c) (a) ও (b) উভয়েই
(d) পৃথিবী পুরো অন্ধকারে ঢেকে যাবে।

উত্তরঃ (c) (a) ও (b) উভয়েই

(ঙ) আবহাওয়া—
(a) 30-35 বছরের গড় জলবায়ু
(b) প্রতিদিন বদলায় না
(c) বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়
(d) উপরের কোনোটিই নয়।

উত্তরঃ (c) বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়

(চ) জ্বর হলে সাধারণত থার্মোমিটারের যে স্কেলে তাপমাত্রা মাপা হয়। সেটি হল- (a) সেন্টিগ্রেড (b) ফারেনহাইট (c) সিক্স-এর থার্মোমিটার (d) হাইগ্রোমিটার।

উত্তরঃ (b) ফারেনহাইট

(ছ) অ্যাসিড বৃষ্টি হল- (a) বায়ুদূষণের কারণ (b) বায়ুদূষণের ফল (c) এর সঙ্গে বায়ুদূষণের কোনো সম্পর্ক নেই (d) কোনোটিই নয়

উত্তরঃ (b) বায়ুদূষণের ফল

(জ) ছায়াবৃত্ত—
(a) পৃথিবীপৃষ্ঠে নির্দিষ্ট স্থানে অবস্থান করে
(b) ছায়াবৃত্তের অবস্থান পরিবর্তনশীল
(c) ছায়াবৃত্তের গঠন অনিশ্চিত
(d) উপরের কোনোটিই নয়।

উত্তরঃ (b) ছায়াবৃত্তের অবস্থান পরিবর্তনশীল

(ঝ) শব্দের তীব্রতা মাপার একক হল—
(a) সাইলেন্স বোর্ড (b) ডেসিবল মিটার (c) ল্যাকটোমিটার (d) ডেসিবল।

উত্তরঃ (d) ডেসিবল।

(ঞ) হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণি নয়– (a) হিমাদ্রি (b) হিমাচল (c) সহ্যাদ্রি (d) শিবালিক।

উত্তরঃ (c) সহ্যাদ্রি

(ট) কাবেরী নদীর উৎস হল—
(a) ত্রিম্বক উচ্চভূমি (b) ব্রহ্মগিরি (c) মহাবালেশ্বর (d) অমরকন্টক শৃঙ্গ

উত্তরঃ (b) ব্রহ্মগিরি

(ঠ) ম্যানগ্রোভ উদ্ভিদ হল—
(a) আম (b) সুন্দরী (c) বাঁশ (d) বট

উত্তরঃ (b) সুন্দরী

(ড) আঁধি ভারতের যে অংশে দেখা যায়–
(a) পূর্ব অংশে (b) মধ্য অংশে (c) পশ্চিম অংশে (d) উত্তর অংশে

উত্তরঃ (c) পশ্চিম অংশে

(ঢ) একটি তন্তুজাতীয় ফসল হল—
(a) তুলো (b) রবার (c) কফি (d) মিলেট

উত্তরঃ (a) তুলো

(ণ) ভারতের যে রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না—
(a) পশ্চিমবঙ্গ (b) ঝাড়খণ্ড (c) ওড়িশা (d) হিমাচল প্রদেশ।

উত্তরঃ (d) হিমাচল প্রদেশ।

(ত) পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল— (a) ভারতে (b) ব্যাবিলনে (c) আমেরিকায় (d) চিনে।

উত্তরঃ (b) ব্যাবিলনে

(থ) মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলে—(a) জিয়োগ্রাফি (b) বায়োগ্রাফি (c) কার্টোগ্রাফি (d) সোশিয়োলজি

উত্তরঃ (c) কার্টোগ্রাফি

২। নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও।

৩.১ শূন্যস্থান পূরণ করো : 1×5=5

(ক) সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা
…………….. এর মধ্যে থাকে।

উত্তরঃ 65 ডেসিবেল

(খ) ভারতবর্ষ ………… গোলার্ধে অবস্থিত।

উত্তরঃ উত্তর

(গ) সাধারণ ঘড়িতে রাত 12টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে ………… দেখা যাবে।

উত্তরঃ 00:00

(ঘ) গোয়ানিজরা ভারতের ……….. রাজ্যে বসবাস করে।

উত্তরঃ গোয়া

(ঙ) বর্ষাকালে (জুন-সেপ্টেম্বর) ভারতে প্রধানত …………… বায়ু প্রবাহিত হয়।

উত্তরঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমী

৩.২ নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও‌ : 1×7=7

(ক) বায়ুপ্রবাহের কারণ কী‌ ?

উত্তরঃ বায়ুপ্রবাহের কারণ হলো বায়ুর চাপের পার্থক্য।

(খ) সমোষ্ণরেখার একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ সমোষ্ণরেখাগুলি স্থলভাগের উপর পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে।

(গ) SO₂-এর বাসায়নিক নাম লেখো।

উত্তরঃ SO₂-এর বাসায়নিক নাম সালফার ডাই অক্সাইড।

(ঘ) স্বাভাবিক উদ্ভিদ কী ?

উত্তরঃ মানুষের বিনা পরিচর্যায় প্রকৃতির উপর নির্ভর করে জন্মানো গাছপালাকেই স্বাভাবিক উদ্ভিদ বলে।

(ঙ) আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উত্তরঃ আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি।

(চ) মানচিত্র দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাতকে কি বলে ?

উত্তরঃ মানচিত্র দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাতকে বলে স্কেল।

(ছ) ষাটের দশকে কৃষিক্ষেত্রে যে বিরাট পরিবর্তন এসেছিল, তা কী নামে পরিচিত ?

উত্তরঃ ষাটের দশকে কৃষিক্ষেত্রে যে বিরাট পরিবর্তন এসেছিল, তা সবুজ বিপ্লব নামে পরিচিত।

৪। যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 2×4=8

৪.১ দ্রাঘিমারেখার দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ (1) দ্রাঘিমারেখাগুলি প্রত্যেকটি হয় কাল্পনিক অর্ধবৃত্ত।

(2) প্রতিটি দ্রাঘিমার দৈর্ঘ্য সমান হয়।

৪.২ শব্দদূষণের কয়েকটি উৎস লেখো।

উত্তরঃ শব্দদূষণের কয়েকটি উৎস হলো- বাজি, পটকা ফাটানোর তীব্র শব্দ। জোরে মাইক বাজানোর শব্দ, মোটর গাড়ির এয়ার হর্ণের তীব্র আওয়াজ, যানবাহন চলাচলের শব্দ, বিমান ওঠা-নামার শব্দ, একটানা জেনারেটর চালানোর শব্দ, কলকারখানার মেশিন চলার শব্দ ইত্যাদি।

৪.৩ ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো।

উত্তরঃ ভূপ্রকৃতি অনুসারে ভারতকে পাঁচটি প্রধান বিভাগে ভাগ করা যায়। যথা– (1) উত্তরের পার্বত্য অঞ্চল (2) উত্তরের সমভূমি অঞ্চল (3) উপদ্বীপীয় মালভূমি অঞ্চল (4) উপকূলীয় সমভূমি অঞ্চল এবং 5. দ্বীপ অঞ্চল।

৪.৪ টীকা লেখো। -অভয়ারণ্য।

উত্তরঃ অভয়ারণ্য হলো এমন বনাঞ্চল, যেখানে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের প্রজনন ও আবাস নিরাপদ রাখতে শিকারিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

৪.৫ আদিবাসী বলতে তুমি কী বোঝো ?

উত্তরঃ আদিবাসী বলতে বোঝায় যারা আদিকাল থেকে নিজ নিজ ভূখণ্ডে বসবাস করে আসছে এবং যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে, শাসন পদ্ধতি আছে, বিচার ব্যবস্থা আছে।

৫। যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। 3×4=12

৫.১ টীকা লেখো : অধিবর্ষ।

উত্তরঃ পৃথিবীর সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা ৩৬৫ দিন ৬ ঘণ্টা। কিন্তু ৩৬৫ দিনে এক বছর ধরা হয়। এখন ৬ ঘণ্টা সময় অতিরিক্ত থেকে যায়।

এই ৬ ঘণ্টাকে প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসে ১ দিন বাড়িয়ে ২৯ দিনে মাস ধরা হয় (৪ x ৬ ঘণ্টা = ২৪ ঘণ্টা = ১ দিন)। ওই বছরটিকে ৩৬৬ দিনে বছর ধরা হয়, একে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। সাধারণভাবে খ্রিস্টাব্দ সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তবে ওই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়।

৫.২ বায়ুদূষণ কমাতে আমরা কী করতে পারি ?

উত্তরঃ (1) গণপরিবহণের ব্যবস্থাঃ ব্যক্তিগত গাড়ির ব্যবহার বাড়লে বায়ুদূষণের পরিমাণ বাড়ে। তাই গণপরিবহণ ব্যবস্থার উন্নতি এবং ব্যবহার বাড়ালে বায়ুদূষণের মাত্রা কমে।

(2) অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবেঃ সৌরশক্তি, জোয়ারভাটা শক্তি, বায়ুশক্তির ব্যবহার বাড়াতে হবে। এতে বায়ুর দূষণ কমবে।

(3) বৃক্ষরোপণ করাঃ উদ্ভিদ একদিকে যেমন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের জোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখে, তেমনি বাতাসে ভাসমান ধূলিকণা, কার্বন কণাকে পাতায় আটকে রাখে।

৫.৩ সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন ?

উত্তরঃ জল ও স্থলভাগে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের জন্য যথাক্রমে সমুদ্র বায়ু ও স্থলবায়ু প্রবাহিত হয়। ফলে জলবায়ুর চরমভাব থাকে না। সমুদ্র-এর কাছা-কাছি স্থানের বায়ুতে গরমকালে ঠাণ্ডা ও শীতকালে হাল্কা উষ্ণতা থাকে অর্থাৎ, সমুদ্রের কাছা কাছি জায়গা গুলোতে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে, তাই সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয়।

৫.৪ সিন্ধুনদের গতিপথ আলোচনা করো।

উত্তরঃ তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে সিন্ধু নদ উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ভারতের জম্মু- কাশ্মীরে প্রবেশ করেছে এবং জম্মু ও কাশ্মীরের লাদাখ ও জাস্কর পর্বতের মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এরপর সিন্ধু নদ পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে।

৫.৫ প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র বলতে তুমি কী বোঝো ?

উত্তরঃ প্রাকৃতিক মানচিত্রঃ যেসব মানচিত্রে পাহাড়, পর্বত, মালভূমি, নদনদী, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা ইত্যাদি প্রাকৃতিক বিষয়গুলি দেখানো হয়, সেই মানচিত্রগুলিকে প্রাকৃতিক মানচিত্র বলে।

রাজনৈতিক মানচিত্রঃ যেসব মানচিত্রে বিভিন্ন দেশের অবস্থান, সীমানা, রাজ্য, জেলা ইত্যাদি দেখানো হয়, সেইসব মানচিত্রকে রাজনৈতিক মানচিত্র বলে।

৬। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 5×3=15

৬.১ পৃথিবীর তাপমণ্ডলের চিত্র অঙ্কন করো।

৬.২ ভারতের বিভিন্ন ধরনের মাটিগুলির নাম লেখো। যে-কোনো দু- ধরনের মাটির সংক্ষিপ্ত আলোচনা করো।

৬.৩ অরণ্য সংরক্ষণের দুটি উপায় লেখো। ভেষজ উদ্ভিদ হিসেবে নিম ও তুলসীর ভেষজ গুণাগুণ লেখো।

৬.৪ দুটি ধান উৎপাদক রাজ্যের নাম লেখো। ধান চাষের জন্য কী ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন ?

৭। প্রদত্ত রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো : 1×5=5

(ক) কারাকোরাম পর্বতশ্রেণি
(খ) দাক্ষিণাত্য মালভূমি
(গ) গঙ্গা নদী
(ঘ) করমণ্ডল উপকূল উপকূল
(ঙ) ভারতের মরু জলবায়ু অঞ্চল
(চ) ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যাঞ্চল।

📌আরও দেখুনঃ

1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply