FIRST SUMMATIVE EVALUATION
CLASS 6 GEOGRAPHY (WBBSE)
MODEL QUESTION PAPER
Set-2
পাঠ্যসূচী/সিলেবাস—
১. আকাশ ভরা সূর্য তারা
২. পৃথিবী কি গোল
৩. তুমি কোথায় আছো
৪. পৃথিবীর আবর্তন
১০.ভারতের সাধারণ পরিচয়
১০. ভারতের ভূপ্রকৃতি ও নদনদী
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি বিষয় ভূগোল
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ১৫
1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×4=4
(ক) মহাকাশে দীর্ঘসময় ধরে হেঁটেছিলেন—
(a) নীল আর্মস্ট্রং
(b) সুনিতা উইলিয়ামস
(c) এডুইন অলড্রিন
(d) ভ্যালেন্তিনা তেরেসকোভা
উত্তরঃ (b) সুনিতা উইলিয়ামস।
(খ) চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে গোলাকার পৃথিবীর ধারণার কথা বলেন—
(a) পিথগোরাস (b) অ্যারিস্টটল
(c) গ্যালিলিও (d) এরাটোসথেনিস
উত্তরঃ (b) অ্যারিস্টটল।
(গ) ভারতের প্রমাণ দ্রাঘিমা হল—
(a) 23°30′ উত্তর (b) 88°30′ পূর্ব
(c) 82°30′ পূর্ব (d) 83°30′ উত্তর
উত্তরঃ (c) 82°30′ পূর্ব
(ঘ) সুর্যই সৌরজগতের কেন্দ্রে আছে, একথা প্রথম বলেন—
(a) গ্যালিলিও (b) টলেমি
(c) এরাটোসথেনিস (d) কোপারনিকাস
উত্তরঃ (d) কোপারনিকাস।
2. শূন্যস্থান পুরণ করো : 1×3=3
(ক) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ছেদবিন্দুই হল কোনো স্থানের _________।
উত্তরঃ অবস্থান।
(খ) নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ __________ কিমি/ঘণ্টা।
উত্তরঃ ১৬৭৪ কিমি।
(গ) _________ সূর্য মাথার ওপর লম্বভাবে কিরণ দেয়।
উত্তরঃ দুপুর বেলায়।
3. নিম্নলিখিত যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 1×4=4
(ক) পৃথিবীতে মোট কটা অক্ষরেখা আছে ?
উত্তরঃ ১৮০ টা।
(খ) পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সবদিকই দক্ষিণদিক হবে ?
উত্তরঃ পৃথিবীর একেবারে উত্তর মেরুতে দাঁড়ালে সব দিক দক্ষিণ দিক হবে।
(গ) সুর্য বা অন্য তারা কেন পুব আকাশে আগে দেখা যায় ?
উত্তরঃ পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্বে পাক খাচ্ছে, তাই সূর্য, তারা পুব আকাশে আগে দেখা যায়।
(ঘ) মহাবৃত্ত কাকে বলে ?
উত্তরঃ নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ এই দুটি সমান ভাগে ভাগ করেছে। এজন্য নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে।
(ঙ) পৃথিবীর গড় ব্যাসার্ধ কত কিলোমিটার ?
উত্তরঃ ৬৪০০ কিমি।
(চ) কোন্ গ্রহের কোনো উপগ্রহ নেই ?
উত্তরঃ বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই।
4. নিম্নলিখিত যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 2×2=4
(ক) গোলাকার পৃথিবীপৃষ্ঠ থেকে আমরা পড়ে যায় না কেন ?
উত্তরঃ আকৃতিগতভাবে পৃথিবী গোলাকার এবং প্রচণ্ড গতিতে আবর্তন করে চলেছে। তাই আপাতভাবে আমাদের পড়ে যাওয়াটাই স্বাভাবিক বলে মনে হয়। কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি মানুষসহ প্রতিটি বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে এবং এর ফলে সবকিছু পৃথিবীর সঙ্গে যুক্ত থাকা অবস্থায় আবর্তন করছে । এজন্যই আমরা ছিটকে পড়ে যাই না ।
(খ) নিরক্ষরেখা বা বিষুবরেখা বলতে কী বোঝ ?
উত্তরঃ নিরক্ষরেখা বা বিষুবরেখা বলতে কোন গ্রহের মেরুগুলো থেকে সমান দূরে অবস্থিত গ্রহপৃষ্ঠ প্রদক্ষিণকারী একটি কাল্পনিক বৃত্তকে বোঝায়। সহজ ভাষায় এটি একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর মাঝ বরাবর এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে দুরত্বে কল্পনা করা হয় এবং যা পৃথিবীকে দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধে ভাগ করে।
(গ) পৃথিবীর আবর্তন গতি বলতে কী বোঝ ?
উত্তরঃ পৃথিবী তার নিজের মেরুদণ্ডের বা অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে সম্পূর্ণ ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে প্রায় 24 ঘণ্টা বা 1 দিন, পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে।
Pingback: WBBSE Class 6 Unit Test | All Subject Question Papers- Prosnodekho -