WBBSE Class 6 Online Study Materials / ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনা।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণির (online) অনলাইন পড়াশোনা বিষয়ে কিছু কথা। বর্তমানে অনলাইন পড়াশোনার (Online Study) চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে। সেকথা মাথায় রেখে সমস্ত বিষয়ের Study Materials সরবরাহ করে চলেছি। তাই পশ্চিমবঙ্গের সেরা ঠিকানা হতে চলেছে Prosnodekho.com ওয়েবসাইট। অসংখ্য বাঙালি পাঠক পাঠিকাদের ভালোবাসা ও সহযোগিতায় পূর্বের প্রশ্নদেখো ওয়েবসাইটটি Prosnodekho.blogspot.com নামে সুনাম এবং সুপরিচিতি লাভ করেছে, এখনও ওয়েবসাইটটি রয়েছে। আরো ভালো পরিসেবা দেওয়ার উদ্দেশ্যে সেটি Prosnodekho.com হয়েছে। এখানে ষষ্ঠ শ্রেণির অনলাইন পড়াশোনা বিভাগে শিক্ষার্থীদের জন্য সমস্ত বিষয়ের প্রশ্নোত্তরসহ একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে Prosnodekho.com এতে অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও পাঠক-পাঠিকা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। এই ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রবর্তিত নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্নপত্রের কাঠামো অনুসরণ করা হয়েছে। ডিজিটাল যুগে পড়াশোনাকে হাতের মুঠোই পেতে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রয়াস। সাইটটি আমাদের বহু চিন্তা ভাবনার ফসল। তবুও যে সমস্ত অনিচ্ছাকৃত ভুল ত্রুটি আছে বা থাকবে পরবর্তীতে সেগুলি অবশ্যই সংশোধন করা হবে। সর্বস্তরের পাঠকদের কাছে সনির্বন্ধ অনুরোধ রইলো তাঁরা যেন গঠনমূলক সমালোচনার মাধ্যমে ওয়েবসাইটটির মান উন্নয়নে সহযোগিতা করবেন। আশা করি সকলেই উপকৃত হবেন।

Class 6 Online Study

SL No. Subject Online Study
1. Bengali Click Here
2. English Click Here
3. History Click Here
4. Geography Click Here
5. Life Science Click Here
6. Phy Science Click Here

সাইটে সমস্ত বিষয়ের আলোচনা, প্রশ্নোত্তর, মক্ টেস্ট ধাপে ধাপে আপলোড করা হবে। উপরে উল্লেখিত সাইটটি ইংরেজিতে সঠিক বানানে টাইপ করে সরাসরি ব্লগ ভিজিট করলে ছাত্র-ছাত্রী বেশি উপকৃত হবে।

Leave a Reply