THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) QUESTION PAPER
PORIBESH O BIGGAN (WBBSE)
WBBSE Class 6 Poribesh O Biggan Annual Exam Question Paper Set-2 | ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-২
📌 1. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here
Set-2
বারদ্রোণ হাই স্কুল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২৩
শ্রেণি – যষ্ঠ বিষয়- পরিবেশ ও বিজ্ঞান
সময়- ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান – ৭০
1. সঠিক উত্তর নির্বাচন করো : (দশটি)
10×1=10
(a) আমাদের শ্বাসকার্যে সাহায্য করে– (i) নাইট্রোজেন, (ii) অক্সিজেন, (iii) হাইড্রোজেন।
(b) জলের সংকেত – (i) CO₂ (ii) HCI, (iii) H₂O
(c) S.I পদ্ধতিতে ভরের একক- (i) গ্রাম, (ii) কিলোমিটার, (iii) কিলোগ্রাম।
(d) থার্মোমিটার -এর সাহায্যে পরিমাপ করা হয়- (i) উষ্ণতা, (ii) তাপ, (iii) ভর।
(e) কোনটি চৌম্বক পদার্থ ? – (ⅰ) লোহা, (ii) তামা, (iii) অ্যালুমিনিয়াম।
(f) জাঁতি কোন্ শ্রেণীর লিভার ?- (i) প্রথম শ্রেণী, (ii) দ্বিতীয় শ্রেণী, (iii) তৃতীয় শ্রেণী।
(g) তিমি শ্বাসকার্য চালায় – (ⅰ) ফুলকার সাহায্যে, (ⅱ) ফুসফুসের সাহায্যে, (ii) ত্বকের সাহায্য
(h) পাস্কাল কোন্ রাশির একক ? (i) বল, (ii) চাপ, (iii) ক্ষেত্রফল।
(i) ডেঙ্গু হয় – (i) কিউলেক্স মশা, (ii) ইডিস মশা, (iii) অ্যানোফিলিস মশার কামড়ে।
(j) সোডিয়াম -এর চিহ্ন – (i) S, (ii) Na, (iii) SO
(k) আম একটি – (i) ব্যক্তবীজী, (ii) গুপ্তবীজী উদ্ভিদ।
2. শূণ্যস্থান পূরণ করো : 1×5=5
(a) মৌচাক __________ দিয়ে তৈরী।
(b) চাষের জমি থেকে পাওয়া বর্জ্য ___________।
(c) ‘বাংলার কীটপতঙ্গ’ বইটির লেখক ____________।
(d) ব্যাকটিরিয়ার রাজ্যর নাম হলো ____________।
(e) বাঘের বিজ্ঞানসম্মত নাম _____________।
3. স্তম্ভ দুটির সম্পর্ক স্থাপন করো : 1×5=5
A | B |
(i) চিংড়ি | (a) কলার খোসা |
(ii) পারদ | (b) পরিস্রাবন |
(iii) জৈবভঙ্গুর বর্জ্যপদার্থ | (c) অমেরুদন্ডী |
(iv) নুনডাল | (d) তিমি |
(v) ব্লোহোল | (e) ধাতু |
4. সংক্ষিপ্ত উত্তর দাওঃ (দশটি) 2×10=20
(a) CO₂ থেকে কী কী জানা যায় ?
(b) আলোক বর্ষ কী ? এটি প্রাথমিক না লব্ধ একক ?
(c) যান্ত্রিক শক্তি কয় প্রকার ও কী কী ? উদাহরণ দাও।
(d) কয়লা পোড়ালে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয় ?
(e) নততল কী ? এর কাজ কী ?
(f) জলের রেশম কী ? এদের রেশম বলে কেন ?
(g) দইয়ের সাজা কী ? এটি কী কাজে লাগে ?
(h) সালিম আলি কী জন্য বিখ্যাত ?
(i) বাঘ অল্প আলোতে দেখতে পায় কেন ?
(j) কারখানা থেকে কী কী বর্জ্য পদার্থ পাওয়া যায় ?
(k) অক্সানোমিটার কী ?
(l) বলের ওপরের তলের ক্ষেত্রফল কী সূত্রের সাহায্যে মাপা হয় ?
5. নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : (দশটি) 3×10=30
(a) যোজ্যতা কাকে বলে ? অক্সিজেন ও কার্বনের যোজ্যতা কত ?
(b) আয়তন কাকে বলে ? এটি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
(c) ওজন কাকে বলে ? এর S.I একক কী ?
(d) আমরা যে বিদ্যুৎশক্তি ব্যবহার করি তা কয় প্রকার ও কী কী ?
(e) লিভার কী ? একটি দ্বিতীয় শ্রেণীর লিভার -এর রেখাচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো।
(f) ‘আচরণ বিজ্ঞান’ কাকে বলে ? ভেনে গুডাল কে জন্য বিখ্যাত ?
(g) পরিযায়ী পাখি কাদের বলে ? উদাহরণ দাও।
(h) তিমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে ?
(i) জৈবভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে ? উদাহরণ দাও।
(j) যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে তোমার দৈনন্দিন জীবনে কী কী অসুবিধা হতো ?
(k) শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে ?
(l) 4R পদ্ধতির অর্থ কী ?
📌আরও দেখুনঃ
1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here