ANNUAL EXAMINATION
CLASS 7 (VII) WBBSE
BENGALI QUESTION PAPER
WBBSE Class 7 Bengali 3rd Unit Test Question Paper Set-2 | সপ্তম শ্রেণি বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-২
📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper
Set-2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : বাংলা
পূর্ণমান : ৭০ সময় : ১.৪০ মিনিট
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যটি লেখঃ 1×6=6
(ক) পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান- (নদীর উপর / মাটির উপর / জলের উপর)।
(খ) বিপ্লবী হরিদাস দত্ত (পুলিশ / খালাসি / গাড়োয়ান) এর ছদ্মবেশে পিস্তল চুরি করেন।
(গ) “হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে”- (জাতের বজ্জাতি / বইটই / ভারততীর্থ) কবিতার অংশ।
(ঘ) (বরেন দত্ত / বরেন মল্লিক / বরেন চৌধুরী)-র পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েছিলেন পটলবাবু।
(ঙ) দিন ফুরোলে কবিতায় কথকদের বাপ মায়েরা মুচ্ছো যাবেন (স্কুলে না গেলে / সকালবেলায় পড়তে না বসলে / সন্ধ্যে হলে ও খেলার মাঠ ছেড়ে বাড়ি না ফিরলে)
(চ) বইটই কবিতার কবি (শঙ্খ ঘোষ / প্রেমেন্দ্র মিত্র / রবীন্দ্রনাথ ঠাকুর)।
২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও দু একটি শব্দেঃ 1×6=6
(ক) ভারতবর্ষকে পদানত করতে যে সব বিদেশী শক্তি অতীতে এসেছিল সে রকম দুটি বিদেশী শক্তির নাম লেখ।
(খ) সেলো, কিসের আওয়াজে সবচেয়ে বেশী ভয় পেতো ?
(গ) জাদু কাহিনী গল্পে ইংল্যান্ডের যে বিখ্যাত যাদুকর এর নাম আছে তার নাম লেখ।
(ঘ) টই কোথায় লুকিয়ে থাকে ?
ঙ) কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন ?
(চ) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে নাটকটি তোমাদের পাঠ্য বইতে আছে তার নাম কি?
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোন 4টি) 2×4=8
(ক) শান্তি নিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির মনে কেমন অনুভূতি হয় ?
(খ) কাশীর জেলে পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল ?
(গ) “এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি’- এখানে কোন দুই স্কুলের কথা বলা হয়েছে ?
(ঘ) ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে- ভারত তীর্থ কবিতা থেকে এমন একটি পংক্তি উদ্ধৃত করো।
(ঙ) “দিন ফুরোলে” কবিতায়- কথকদের সন্ধ্যেবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা কেন মনে হয়েছে ?
(চ) “আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়” বক্তা কে ? তার কোন কথায় নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছে ?
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাওঃ (যে কোন 4টি) 5×4=20
(ক) ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে সেলো, ভার্নের ব্যাট বল কেন, কোথায় ফেলে দিয়েছিল ও শেষ পর্যন্ত তাদের বিবাদ কী ভাবে মিটে গেল ? 2+3
(খ) “সমরেশ দা কোথায় গেছে?” কার লেখা কোন গল্পের অংশ ? সমরেশদা কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল ?
(গ) “ধন্যি আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়ে ছিলেন প্রায়”- বক্তা কে ? তিনি কার উদ্দেশ্যে একথা বলেছিলেন ? কোন ঘটনার ফলে তার এমন মন্তব্য ? 2+3
(ঘ) “জাদু কাহিনী” গল্পে লেখকের নাম ও তাঁর বিদ্যালয়ের নাম লেখ। এই গল্পে লেখকের বিদ্যালয়ে যিনি জাদু দেখাতে এসেছিলেন তার নাম কি ? লেখকের প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন তা লেখো। 2+1+2
(ঙ) “কালিম্পং-এ টেলিফোন ছিলনা- এই উপলক্ষ্যে তার প্রথম উদ্বোধন” – কার লেখা কোন গদ্যাংশের অংশ ? কোন বিশেষ উপলক্ষ্যে কী ভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো ? 2+1+2
(চ) “আছে সে ভাগ্যে লিখা”- ভাগ্যে কী লিখা আছে ? সেই লিখন পাঠ করে কবি তাঁর মনে মনে কি শপথ গ্রশণ করে ছিলেন ? 2+3
৫। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ (যে কোন ৫টি) 1×5=5
(ক) ধাতু প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে (কৃৎ / তদ্ধিত / বিদেশী) প্রত্যয় বলে।
(খ) ধাতু বা শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন শব্দের মধ্যে যে স্বরের পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের ধারাকে একত্রে (উৎকর্ষ / অপকর্ষ / অভিকর্ষ) বলে।
(গ) বাক্যে ক্রিয়ার সঙ্গে যে পদ করণ সম্বন্ধে অন্বিত তাকে (কর্তৃ / কর্ম / করণ) কারক বলে।
(ঘ) সে এখন বিদেশে আছে- (ভাবাধিকরণ / স্থানাধিকরণ / বিষয়াধিকরণ)।
(ঙ) কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে (প্রযোজ্য কর্তা / প্রযোজক কর্তা / সমধাতুজ কর্তা) বলে।
(চ) কোন কাজ আগে শুরু হয়ে এখন শেষ হয়েছে বোঝাতে (ক্ত / ক্তি / তব্য) প্রত্যয় যুক্ত হয়।
৬। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোন ৫টি) 5×1=5
(ক) যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে কি শব্দ বলে ?
(খ) শব্দ প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি প্রত্যয় বলে ?
(গ) রাখাল গরু চরায় – কি কর্তা ?
(ঘ) সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও।
(ঙ) একটি গৌণ কর্মের উদাহরণ দাও।
(চ) তাল পাতার বাঁশি কি সম্বন্ধ তা’ লেখ।
৭।
৭.১ এক কথায় প্রকাশ করঃ (যেকোন ২টি)
2×1=2
(ক) রাত্রিকালীন যুদ্ধ
(খ) কুকুরের ডাক
(গ) ঐক্যের অভাব।
৪.২ বাগধারা নির্ণয় করঃ (যে-কোন ২টি)
2×1=2
(ক) কূপমণ্ডুক
(খ) ফাটা কপাল
(গ) একাই একশো।
৮। নিম্নলিখিত যেকোন একটি বিষয় অবলম্বন করে একটি চিঠি লেখ। 6
(ক) অতিরিক্ত মাইক ব্যবহারের ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠিত হয়ে উঠেছে – এর প্রতিকার চেয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে একটি চিঠি লেখ।
(খ) তোমার বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।
৯। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোন ২টি) 2×2=4
(ক) সোনাটিয়ার পিসেমশাই কি চাকরি করতেন ?
(খ) জাদুকর সোনা টিয়াকে কি দিয়েছিল?
(গ) যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কি ছিল?
১০। যে কোন ২টি প্রশ্নের যথাযথ উত্তর দাও: 3×2=6
(ক) হোটেল ওলা আসলে কে? কিভাবে তার আসল পরিচয় প্রকাশ পেল? 1+2
(খ) হোটেলওলার জন্ম দিনের উৎসব কেমন হয়েছিল সংক্ষেপে লেখ। 3
(গ) মাকু কীভাবে কাঁদতে পারল ? 3
📌আরও পড়ুনঃ
📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here