WBBSE Class 7 Bengali Annual Exam Question Paper Set-1 | সপ্তম শ্রেণি বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-১

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION
CLASS 7 (VII) WBBSE
BENGALI QUESTION PAPER

WBBSE Class 7 Bengali Annual Exam Question Paper Set-1 | সপ্তম শ্রেণি বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-১

📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : বাংলা
পূর্ণমান : ৭০      সময় : ১.৪০ মিনিট

মাঠপলসা উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২২
বিষয়- বাংলা

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও (যেকোন ১০টি) : ১×১০=১০

১.১ কবি রবীন্দ্রনাথ ঠাকুর (পদ্মা/ আত্রাই / শিলাবতী) নদীর উপর বোটে করে ভেসে
বেড়াচ্ছিলেন।

১.২ হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি (ঈশ্বরেরে / নরদেবতারে / পরমেশ্বরেরে)।

১.৩ দুকড়িবালাদেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন- (নিবারণ ঘটক / হিতেন ব্যানার্জী / অমরেন্দ্র চ্যাটার্জী) এর কাছে।

১.৪ মাইকেল অ্যান্টনি (ইংল্যান্ড / ফ্রান্স / ব্রাজিলের) কবি ছিলেন।

১.৫ কেই বা খুলে দেখছে (রঙের / টাকার / গয়নার) বাক্স।

১.৬ দিব্যেন্দুবাবু (মিষ্টি / জিলিপি / ছানাবড়া) খেতে ভালোবাসে।

১.৭ পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসাবে বলেছিলেন (ওঃ / আঃ / উঃ)।

১.৮ ননীবালা দেবীর বিবাহ হয় (নয় / দশ / এগারো) বছর বয়সে।

১.৯ নেবুর পাতায় করমচা হে বৃষ্টি (ইতালিতে / স্পেনে / লন্ডনে) যা।

১.১০ চিন্তাশীল নাটকটি (জীবনানন্দ দাশ / রবীন্দ্রনাথ ঠাকুর / নজরুল ইসলাম) এর লেখা।

১.১১. টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম (টুলু / দিব্যেন্দু / গিরীণ)।

২। সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোন পাঁচটি) : ২×৫=১০

২.১ গাধার কান গল্পে কোন দুই স্কুলের ফুটবল খেলার কথা বলা হয়েছে ?

২.২ পটলবাবু কোন পরিচালকের সিনেমায় কিসের ভূমিকায় অভিনয় করেছিলেন ?

২.৩ বাপ মায়েরা কি হলে মুচ্ছো যাবে ?

২.৪ ‘রাস্তায় ক্রিকেট খেলা’ রচনায় তিনটি ছেলের নাম কি কি ?

২.৫ ননীবালা দেবী কাকে চড় মেরেছিলেন?

২.৬. দিনুবাবু কোলকাতা কিসের জন্য গিয়েছিলেন ?

৩। চার-পাঁচটি বাক্যে উত্তর দাও (যেকোন পাঁচটি) : ৩×৫=১৫

৩.১ গাধার কান গল্পে সমরেশ কোথায় কি করতে গিয়েছিল ? তার উদ্দেশ্য সফল হয়েছিল কি ?

৩.২ পুলিশ কেন দুকড়িবালাদেবীকে গ্রেপ্তার করেছিল ? বিচারে তার কি শান্তি হয়েছিল ?

৩.৩ পাড়ায় থিয়েটারের দল গড়া আর হলো না কেন পটলবাবুর ?

৩.৪ কোলকাতা শহরটাকে কবি মোটেই পছন্দ করেন না কেন ?

৩.৫ কথাটা বড় সামান্য নয় বক্তা কে? কার কোন কথাটা সামান্য নয়?

৩.৬ আমরা কি আর দেখতে পাব ভাবছ কারা কি দেখতে পাবে না এবং কেন ?

৪। সাজিয়ে লেখ :‌ ১x৫=৫

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
৪.১ স্বাধীনতা সংগ্রামে নারী (ক) সত্যজিৎ রায়
৪.২ ভারততীর্থ (খ) শখ ঘোষ
৪.৩ গাধার কান (গ) কমলা দাশগুপ্ত
৪.৪ দিন ফুরোলে (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৪.৫ পটলবাবু ফিল্মস্টার (ঙ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

৫। সংক্ষিপ্ত উত্তর দাও : ১x৫=৫

৫.১ সোনা-টিয়ার পিসির ছেলের নাম কি ?

৫.২ হোটেলওয়ালাকে দাড়ির জোগান দিত কে?

৫.৩ সং কত টাকার লটারি জিতেছিল ?

৫.৪ মাকুকে কাঁদার কল কে বানিয়ে দিয়েছিল ?

৫.৫ সোনা-টিয়া কাকে মাকু বলে জানত ?

৬। সন্ধি বিচ্ছেদ কর (যেকোন দুটি) : ১×২=২

পরীক্ষা, দুশ্চিন্তা, বৃষ্টি

৭। বিপরীত শব্দ লেখ: ১×৩=৩

অপমান, পূণ্য, উৎসাহ

৮। পদ পরিবর্তন করো: ১×৩=৩

সন্দেহ, ব্যর্থ, সাহস

৯। সমার্থক শব্দ লেখ: ১×২=২

সূর্য, মন

১০। শরীর অসুস্থতার জন্য বিদ্যালয়ে আসতে না পারার কারণ জানিয়ে প্রধান শিক্ষককে একখানি আবেদনপত্র লেখ। ৭

১১। যেকোন একটি বিষয়ে রচনা লেখ : ৮

(ক) পরিবেশ দূষণ ও তার প্রতিকার

(খ) বনভোজন

(গ) তোমার দেখা একটি মেলা

📌আরও পড়ুনঃ

📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply