ANNUAL EXAMINATION
CLASS 7 (VII) WBBSE
BENGALI QUESTION PAPER
WBBSE Class 7 Bengali Annual Exam Question Paper Set-1 | সপ্তম শ্রেণি বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-১
📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper
Set-1
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : বাংলা
পূর্ণমান : ৭০ সময় : ১.৪০ মিনিট
মাঠপলসা উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২২
বিষয়- বাংলা
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও (যেকোন ১০টি) : ১×১০=১০
১.১ কবি রবীন্দ্রনাথ ঠাকুর (পদ্মা/ আত্রাই / শিলাবতী) নদীর উপর বোটে করে ভেসে
বেড়াচ্ছিলেন।
১.২ হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি (ঈশ্বরেরে / নরদেবতারে / পরমেশ্বরেরে)।
১.৩ দুকড়িবালাদেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন- (নিবারণ ঘটক / হিতেন ব্যানার্জী / অমরেন্দ্র চ্যাটার্জী) এর কাছে।
১.৪ মাইকেল অ্যান্টনি (ইংল্যান্ড / ফ্রান্স / ব্রাজিলের) কবি ছিলেন।
১.৫ কেই বা খুলে দেখছে (রঙের / টাকার / গয়নার) বাক্স।
১.৬ দিব্যেন্দুবাবু (মিষ্টি / জিলিপি / ছানাবড়া) খেতে ভালোবাসে।
১.৭ পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসাবে বলেছিলেন (ওঃ / আঃ / উঃ)।
১.৮ ননীবালা দেবীর বিবাহ হয় (নয় / দশ / এগারো) বছর বয়সে।
১.৯ নেবুর পাতায় করমচা হে বৃষ্টি (ইতালিতে / স্পেনে / লন্ডনে) যা।
১.১০ চিন্তাশীল নাটকটি (জীবনানন্দ দাশ / রবীন্দ্রনাথ ঠাকুর / নজরুল ইসলাম) এর লেখা।
১.১১. টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম (টুলু / দিব্যেন্দু / গিরীণ)।
২। সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোন পাঁচটি) : ২×৫=১০
২.১ গাধার কান গল্পে কোন দুই স্কুলের ফুটবল খেলার কথা বলা হয়েছে ?
২.২ পটলবাবু কোন পরিচালকের সিনেমায় কিসের ভূমিকায় অভিনয় করেছিলেন ?
২.৩ বাপ মায়েরা কি হলে মুচ্ছো যাবে ?
২.৪ ‘রাস্তায় ক্রিকেট খেলা’ রচনায় তিনটি ছেলের নাম কি কি ?
২.৫ ননীবালা দেবী কাকে চড় মেরেছিলেন?
২.৬. দিনুবাবু কোলকাতা কিসের জন্য গিয়েছিলেন ?
৩। চার-পাঁচটি বাক্যে উত্তর দাও (যেকোন পাঁচটি) : ৩×৫=১৫
৩.১ গাধার কান গল্পে সমরেশ কোথায় কি করতে গিয়েছিল ? তার উদ্দেশ্য সফল হয়েছিল কি ?
৩.২ পুলিশ কেন দুকড়িবালাদেবীকে গ্রেপ্তার করেছিল ? বিচারে তার কি শান্তি হয়েছিল ?
৩.৩ পাড়ায় থিয়েটারের দল গড়া আর হলো না কেন পটলবাবুর ?
৩.৪ কোলকাতা শহরটাকে কবি মোটেই পছন্দ করেন না কেন ?
৩.৫ কথাটা বড় সামান্য নয় বক্তা কে? কার কোন কথাটা সামান্য নয়?
৩.৬ আমরা কি আর দেখতে পাব ভাবছ কারা কি দেখতে পাবে না এবং কেন ?
৪। সাজিয়ে লেখ : ১x৫=৫
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
৪.১ স্বাধীনতা সংগ্রামে নারী | (ক) সত্যজিৎ রায় |
৪.২ ভারততীর্থ | (খ) শখ ঘোষ |
৪.৩ গাধার কান | (গ) কমলা দাশগুপ্ত |
৪.৪ দিন ফুরোলে | (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর |
৪.৫ পটলবাবু ফিল্মস্টার | (ঙ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায় |
৫। সংক্ষিপ্ত উত্তর দাও : ১x৫=৫
৫.১ সোনা-টিয়ার পিসির ছেলের নাম কি ?
৫.২ হোটেলওয়ালাকে দাড়ির জোগান দিত কে?
৫.৩ সং কত টাকার লটারি জিতেছিল ?
৫.৪ মাকুকে কাঁদার কল কে বানিয়ে দিয়েছিল ?
৫.৫ সোনা-টিয়া কাকে মাকু বলে জানত ?
৬। সন্ধি বিচ্ছেদ কর (যেকোন দুটি) : ১×২=২
পরীক্ষা, দুশ্চিন্তা, বৃষ্টি
৭। বিপরীত শব্দ লেখ: ১×৩=৩
অপমান, পূণ্য, উৎসাহ
৮। পদ পরিবর্তন করো: ১×৩=৩
সন্দেহ, ব্যর্থ, সাহস
৯। সমার্থক শব্দ লেখ: ১×২=২
সূর্য, মন
১০। শরীর অসুস্থতার জন্য বিদ্যালয়ে আসতে না পারার কারণ জানিয়ে প্রধান শিক্ষককে একখানি আবেদনপত্র লেখ। ৭
১১। যেকোন একটি বিষয়ে রচনা লেখ : ৮
(ক) পরিবেশ দূষণ ও তার প্রতিকার
(খ) বনভোজন
(গ) তোমার দেখা একটি মেলা
📌আরও পড়ুনঃ
📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here