Class 7 Bengali First Unit Test Question Paper with Answer
সিলেবাস—
গদ্যঃ পাগলা গনেশ,আত্মকথা, খোকনের প্রথম ছবি, একুশের তাৎপর্য, কুতুব মিনারের কথা।
পদ্যঃ ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, একুশের কবিতা, নানান দেশে নানান ভাষা, আঁকা লেখা।
ভাষাচর্চাঃ বাংলা ভাষার শব্দ।
মাকুঃ ১ম ও ২য় অধ্যায়।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি বিষয়ঃ বাংলা
সময়-৩০ মিনিট পূর্ণমান-১৫
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x৪ = ৪
১.১ পাগলা গণেশ একটি (বিজ্ঞান / কল্পবিজ্ঞান / রূপ কথা) বিষয়ক গল্প।
উত্তরঃ কল্পবিজ্ঞান।
১.২ আশরাফ সিদ্দিকী (মুকুল / শিখা / মালঞ্চ) পত্রিকার সম্পাদক ছিলেন।
উত্তরঃ মুকুল।
১.৩ চা, চিনি, লিচু শব্দগুলি এসেছে (গ্রিক / ফরাসি / চিনা) ভাষা থেকে।
উত্তরঃ চিনা।
১.৪ একটি শংকর শব্দ হল (হাটবাজার / চুড়িদার / ঠিকানা)।
উত্তরঃ হাটবাজার।
২. একটি বাক্যে উত্তর দাওঃ ১x৭ = ৭
২.১ ‘গার্ল অ্যান্ড দ্য ডগ’ কীসের নাম ?
উত্তরঃ গার্ল অ্যান্ড দ্য ডগ’ হল রামকিঙ্কর বেইজের একটি বিখ্যাত অয়েলপেন্টিং বা তৈলচিত্রের নাম।
২.২ ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতাটি কার লেখা ?
উত্তরঃ অজিত দত্ত।
২.৩ একটি ইংরেজি শব্দের উদাহরণ দাও।
উত্তরঃ হেডমাষ্টার।
২.৪. উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে, সেই শব্দগুলির নাম কি ?
উত্তরঃ অর্ধতৎসম।
২.৫ স্বর্ণ > সোন > ________। শূন্যস্থান পূরণ করো।
উত্তরঃ সোনা।
২.৬ সোনা, টিয়া রাগ করে কোন বনে চলে গিয়েছিল ?
উত্তরঃ কালিয়ার বনে।
২.৭ মাকুকে কে তৈরী করেছিল ?
উত্তরঃ একজন ঘড়িওয়ালা।
৩. নিম্ন লিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও : ২×২ = ৪
৩.১ ‘ড্রইং শিখতে লাগল খোকন’— ‘খোকন কোথায় ড্রইং শিখতে লাগল ? আর প্রথম দিকে কী কী আকত ? ১+১
উত্তরঃ বনফুল তথা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ‘খোকনের প্রথম ছবি’ -র খোকন তার স্কুলে ড্রয়িং-এর মাস্টারমশাই-এর কাছে ড্রয়িং শিখত। প্রথমদিকে খোকন টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু ইত্যাদি আঁকত।
অথবা,
বাংলা ভাষা আন্দোলন কত তারিখে হয়েছিল ? এই আন্দোলন আমাদের মাতৃভাষার প্রতি কী স্মরণ করিয়ে দেয় ? ১+১
উত্তরঃ ২১শে ফেব্রুয়ারি। মাতৃভাষার প্রতি দায়িত্ব ও কর্তব্য।
৩.২ ‘এ মিনতি করি পদে’— কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন ? ২
উত্তরঃ কবি মাইকেল মধুসূদন দত্ত ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় নিজের মাতৃসমতুল্য বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশমাতা তাঁকে সবসময় মনে রাখেন। জীবনপথে চলতে গিয়ে যদি কোনো ভুল হয় তবুুও বঙ্গজননী যেন তাঁকে ভুলে না যান।
অথবা
টপ্পা গানের অন্যতম প্রবর্তক কে ? তাঁর প্রধান গীতি গ্রন্থের নাম কী ? ১+১
উত্তরঃ রামনিধি গুপ্ত। গীতরত্ন।
Pingback: WBBSE Class 7 Unit Test | All Subject Question Papers- Prosnodekho -