WBBSE Class 7 History 3rd Unit Test Question Paper Set-1 | সপ্তম শ্রেণি ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-১

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION
CLASS 7 (VII) WBBSE
HISTORY QUESTION PAPER

WBBSE Class 7 History 3rd Unit Test Question Paper Set-1 | সপ্তম শ্রেণি ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-১

📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০ সময় : ২.২০ মিনিট

Baharu Girls’ High School (H.S.) Annual Examination – 2022
Class VII ★ Sub- History
Full Marks-70 Time : 2.20 Hours

1. সঠিক উত্তর বেছে শুন্যস্থান পূরণ করো: 1×7=7

(ক) অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটা (ব্লক / জেলা / পৌরসভা)।

(খ) পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়- (1670 / 1665 / 1707) খ্রিস্টাব্দে।

(গ) মুঘল সম্রাটদের মধ্যে বাগানের শখ ছিল- (বাবর / আকবর / হুমায়ুন)।

(ঘ) আলাউদ্দিন খলজীর নির্মিত বিখ্যাত শহর হল– (সিরি / দিল্লী / শাহজাহানাবাদ)।

(ঙ) বিলগ্রামের যুদ্ধ হয়েছিল (1541 / 1539 / 1540) খ্রিস্টাব্দে।

(চ) ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন (সুলতান রাজিয়া / বলবন/ মাহমুদ শাহ)।

(ছ) আচার্য শীলরক্ষিতের উপযুক্ত শিষ্য (জয়দেব / দীপঙ্কর শ্রীজ্ঞান / বল্লাল সেন) ছিলেন।

2. বেমানান শব্দটির তলায় দাগ দাও : 1×7=7

(ক) খরাজ, শামস, জিজিয়া, আমির।

(খ) বাবর, আকবর, হুমায়ুন, শেরশাহ।

(গ) ওদন্তপুরী, বিক্রমশীল, নালন্দা, এলাহাবাদ।

(ঘ) কেশ, কৃপান, কলম, কব্জা।

(ঙ) তঙ্কা, মোহর, হু্ণ্ডী, জিতল।

(চ) মোহাম্মদ বিন তুঘলক, আলাউদ্দিন খিলজী, ফিরোজশাহ তুঘলক, জাহাঙ্গীর।

(ছ) অষ্ট-প্রধান, বর্গি, মাবলে, খালসা।

3. নিজের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি তোমার ঠিক বলে মনে হয় : 1×7=7

(ক) বিবৃতি : মুঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন।

ব্যাখ্যা ১ : দুর্গ বানানোর খরচ ছিল কম।
ব্যাখ্যা ২ : দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো।

(খ) বিবৃতি : মুঘল বাদশাহ আকবর বিজ্ঞান প্রসারে খুবই আগ্রহী ছিলেন।

ব্যাখ্যা ১ : বিজ্ঞানের দ্বারা জিনিসের দাম, জনসংখ্যা, খাজনার হার সুষ্ঠুভাবে রাখা হতো।
ব্যাখ্যা ২ : বিজ্ঞানের দ্বারা ফসল ফলানো যেত।

(গ) বিবৃতি : বিজয়নগর রাজ্যের কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক।

ব্যাখ্যা ১ : তিনি সুশাসক ও প্রজাপালক রাজা ছিলেন।
ব্যাখা-২ : তিনি সংগীতের প্রকৃত সমঝদার ছিলেন।

(ঘ) বিবৃতি : মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে জাঠ, বুন্দেল, সৎনামি বিভিন্ন বিদ্রোহ দেখা দেয়।

ব্যাখ্যা ১ : ঔরঙ্গজেব ছিল গোঁড়া সুন্নি ও হিন্দু রাজপুত্ বিদ্বেষী মুসলমান শাসক।
ব্যাখ্যা ২ :তিনি ছিলেন মুসলমান অনুরাগী শাসক।

(ঙ) বিবৃতি : মুঘলরা তৈমুরের বংশধর হিসাবে গর্ব করত।

ব্যাখ্যা ১ : তৈমুর ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেছিলেন।
ব্যাখ্যা ২ : তৈমুর একসময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লী দখল করেছিলেন।

(চ) বিবৃতি : হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল।

ব্যাখা ১ : তিনি রানাসঙ্গের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন।
ব্যাখ্যা ২ : তিনি শেরখানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন।

(ছ) বিবৃতি : ‘দাক্ষিণাত্য ক্ষত’ ঔরঙ্গজেব তথা মুঘল সাম্রাজ্যের পতনের একটি বড় কারণ।

ব্যাখা ১ : দীর্ঘদিন ধরে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে গিয়ে উত্তর ভারতের শাসন শিথিল হয়।
ব্যাখা ২ : দক্ষিন ভারতের মনসবদারগণ খুব শক্তিশালী হয়ে ওঠে।

4. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখ : 1×7=7

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
আলাউদ্দিন খলজী অল-রিহলা
ইবন বতুতা বাজার দর নিয়ন্ত্রণ
রুমি কৌশল শেখ নাসিরউদ্দিন
চিরাগ-ই-দিল্লী বাবর
আকবর তানসেন
জাপান বুলন্দ দরওয়াজা
মেঘমল্লার রাগ রাজতন্ত্র

5. টীকা লেখো : (যে কোন তিনটি) 3×4=12

(ক) গুরুনানক, (খ) দীন-ই-ইলাহি (গ) খানুয়ার যুদ্ধ (ঘ) নালন্দা বৌদ্ধবিহার

6. নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : 6×2=12

(ক) ইলতুৎমিশের সময়ে দিল্লীর সুলতানির সামনে প্রধান দুটি সমস্যা কী ছিল ?

(খ) নির্বাচনকে সাধারণ ভাবে কী বলে ?
ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হয় ?

(গ) কত খ্রিস্টাব্দে কে, খলিসা বাহিনী তৈরী করেন ?

(ঘ) দোহা কী ? এই দোহা কার রচনা ছিল ?

(ঙ) মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? তিনি কোন যুদ্ধের দ্বারা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা
করেন ?

(চ) কবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝ ?

7. প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও : 2×5=10

(ক) নবদ্বীপ কোন ধর্ম আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল ? এই ধর্ম প্রবর্তকের নাম কী ? মধ্যযুগের ভারতে ভক্তিসাধক-সাধিকা কারা ছিলেন ? 1+1+3

(খ) ভারতের সংবিধান কে রচনা করেছেন ? কবে এই সংবিধান কার্যকরী হয় ? বর্তমান ভারতে শাসন ব্যবস্থায় কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ? 1+1+3

8. নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও : 1×8=8

(ক) মালিক কাফুর কে ছিলেন ? ‘সিরি’ শহরের প্রতিষ্ঠাতা কে ? আলাউদ্দিন খলজির উত্তর ও দক্ষিণ ভারত অভিযান ও জয় সম্পর্কে আলোচনা করো। 1+1+3+3

অথবা,

কবে, কাদের মধ্যে তালিকোটার যুদ্ধ হয়েছিল ? বিজয়নগরে মোট কটি রাজবংশ রাজত্ব করে এবং কি কি ? বিজয়নগর রাজ্যের সঙ্গম ও সালুভ বংশের পরিচয় দাও। 2+2+4

📌আরও পড়ুনঃ

📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply