ANNUAL EXAMINATION
CLASS 7 (VII) WBBSE
HISTORY QUESTION PAPER
WBBSE Class 7 History 3rd Unit Test Question Paper Set-2 | সপ্তম শ্রেণি ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-২
📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper
Set-2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০ সময় : ২.২০ মিনিট
১. একটি বাক্যে উত্তর দাওঃ (যে কোন দশটি) : ১×১০=১০
(ক) নবরত্ন কাদের বলা হত ?
(খ) খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
(গ) আকবরের অভিভাবক কে ছিলেন ?
(ঘ) দিল্লির নাম ‘হজরত-ই-দিল্লি’ হয় কেন ?
(ঙ) কোটলা শব্দের অর্থ কী ?
(চ) মুঘল রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত কে ছিলেন ?
(ছ) দিনেমার কাদের বলা হয় ?
(জ) শিখ ধর্মের প্রবর্তক কে ?
(ঝ) চারমিনার ভারতের কোথায় অবস্থিত ?
(ঞ) ভারতের তোতাপাখি কাকে বলা হয় ?
(ট) চৈতন্যদেব প্রবর্তিত ধর্ম মতটির নাম কী ?
(ঠ) ‘কিতাব-অল-হিন্দ’ নামক বইটি কে রচনা করেছিলেন?
(ড) ভারতবর্ষের সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন?
২. বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো:
১x৬=৬
(ক) তঙ্কা, মোহর, হুণ্ডি, জিতল।
(খ) নীল, গোলমরিচ, সুতিবস্ত্র, রুপো।
(গ) করওয়ানি, কসবা, বনজারা, মুলতানি।
(ঘ) পাণ্ডুয়া, বুরহানপুর, চট্টগ্রাম, গৌড়।
(ঙ) রামদাস, তেগবাহাদুর, জয়সিংহ, হরাগাবিন্দ।
(চ) কেশ, কৃপাণ, কলম, কথা।
৩। শূন্যস্থান পূরণ করো : ১×১০=১০
(ক) চেঙ্গিস খান ছিলেন- (মোঙ্গল / তুর্কি / পাঠান)।
(খ) মুঘলরা (সুলতান / খলিফা / বাদশাহ) উপাধি ব্যবহার করতেন।
(গ) ‘সড়ক-ই-আজম’ নির্মাণ করেন- (শেরশাহ / হুমায়ূন / আকবর)।
(ঘ) হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়-(১৫৭২ খ্রিঃ / ১৫৭৬ খ্রিঃ / ১৫৫৬ খ্রিঃ)।
(ঙ) আবুল ফজল ছিলেন একজন- (কবি / সাহিত্যিক / ঐতিহাসিক)।
(চ) দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল-(গঙ্গা নদী / যমুনা নদী / সিন্ধু নদী)
(ছ) মহাভারতের ফারসি অনুবাদের নাম-(হামজানামা / তুতিনামা / রজমনামা)।
(জ) তানসেন ছিলেন একজন বিখ্যাত- (ঐতিহাসিক / সংগীত শিল্পি / চিত্রশিল্পী)।
(ঝ) ‘আইন-ই-আকবরি’ গ্রন্থের রচয়িতা-(আবুলফজল / ইবন বতুতা)।
(ঞ) যুদ্ধপটু মারাঠাদের বাস ছিল পুনে এবং-(মালাবার / কোঙ্কন / বিহার) অঞ্চলে।
৪। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো:
১×৬=৬
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
সিরি | নারনৌল |
রায়গড় | শিবাজি |
হিন্দুপাদপাদশহি | উত্তর-পশ্চিম সীমান্ত |
গোলকোণ্ডা | প্রথম বাজীরাও |
সৎনামি | দাক্ষিণাত্য |
পাঠান উপজাতি | আলাউদ্দিন খলজি |
৫. দুই থেকে তিনটি বাক্যে উত্তর দাওঃ (যে কোন পাঁচটি) ২×৫=১০
(ক) বারোভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন ?
(খ) মনসবদারি প্রথার দুটি বৈশিষ্ট্য লেখো ?
(গ) ফতেহপুর সিকরি বিখ্যাত কেন ?
(ঘ) ভাস্কো-দা-গামা কত সালে ভারতে আসেন ? তিনি কোন দেশের রাজার দূত ছিলেন ?
(ঙ) সুলতানি যুগের কয়েকটি হস্তশিল্পের নাম লেখো।
(চ) কে, কোথায় আদিনা মসজিদ তৈরী করেন ?
(ছ) মুঘল আমলের দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো।
(জ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে ?
৬. টীকা লেখঃ (চার থেকে ছয়টি বাক্যে) (যে কোন চারটি) ৪x৪=১৬
(ক) পাট্টা ও কবুলিয়ত
(খ) সলহ-ই-কুল কী ?
(গ) দিল্লির লালকেল্লা
(ঘ) কবির
(ঙ) বাদশাহ আকবরের দীন-ই-ইলাহি
(চ) কীর্তন
(ছ) ভারতের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। (যে কোন চারটি)
৭। ছয় থেকে আটটি বাক্যে উত্তর দাওঃ (যে কোন দুটি) ৬×২=১২
(ক) মুঘল আমলে বাণিজ্যের প্রসার সংক্ষেপে আলোচনা করো। ৬
(খ) ভক্তিবাদী প্রচারক হিসেবে শ্রী চৈতন্যদেবের অবদান লেখো। ৬
অথবা,
সুফিবাদ কাকে বলে ? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। ২+৪
(গ) ইন্দো-ইসলামীয় স্থাপত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। ৬
(ঘ) শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান আলোচনা করো। ৬
📌আরও পড়ুনঃ
📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here