WBBSE Class 7 History 3rd Unit Test Question Paper Set-3 | সপ্তম শ্রেণি ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION
CLASS 7 (VII) WBBSE
HISTORY QUESTION PAPER

WBBSE Class 7 History 3rd Unit Test Question Paper Set-3 | সপ্তম শ্রেণি ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-৩

📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper

Set-3

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০ সময় : ২.২০ মিনিট

Bangalpur Jyotirmoyee Girl’s High School (H. S)
3rd Summative Evaluation-2023
Class – VII ★ Sub – History
Time 2.30 hrs. F.M – 70

১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ 1×9=9

(ক) উত্তর-পূর্ব ভারতে ভক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন – (শ্রীমও শঙ্করদেব / ধর্মপাল / দেবপাল)।

(খ) সুলতান আলাউদ্দীন খলজির আমলে তৈরী হয় – (কুতুবমিনার / তাজমহল / আলাই দরওয়াজা)।

(গ) আদিনা মসজিদ নির্মিত হয়েছিল মালদহের (পান্ডুয়া / গৌড় / বিষ্ণুপুরে)।

(ঘ) মহাভারতের ফারসি অনুবাদ হল- (হজমনামা / তুতিনামা / রজমনামা)।

(ঙ) মারাঠারা নিজেদের (স্বরাজ্য / মনসব / শিবাজী) গঠনের স্বপ্ন দেখেছিল।

(চ) পুরন্দরের চুক্তি অনুযায়ী শিবাজী মুঘলদের (২১টি / ২২টি / ২৩টি) দূর্গ ছেড়ে দিতে বাধ্য হন।

(ছ) ইংরেজি ‘Government’ এর সমান শব্দ হল (শাসন / শাসিত / সরকার)।

(জ) (গজুরাট / দিল্লী / বাংলা) – জয়ের স্মৃতিতে আকবর বানিয়ে ছিলেন বুলন্দদরওজা।

(ঝ) কোন কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে – (মিনিয়েচার / ক্যালিগ্রাফি / তসভির)।

২। শূন্যস্থান পূরণ করঃ 1×4=4

(ক) শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা হলেন __________।

(খ) _________ জৌনপুরি রাগ তৈরী করেন।

(গ) ‘হিন্দু পাদ পাদশাহির’ আদর্শ প্রচার করেন __________।

(ঘ) শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয় ___________।

৩। ঠিক না ভূল লেখঃ 1×4=4

(ক) ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ।

(খ) যে সব সুফিয়া ইসলামীয় আইন মেনে চলত তাদের বলা হত ‘বা-শরা।

(গ) চৈতন্যচরিতামৃত’ বইটির রচয়িতা মালাধার বসু।

(ঘ) ১৬৭৫ খ্রীঃ রায়গড় দুর্গে শিবাজীর অভিষেক হয়েছিল।

৪। বেমানান শব্দটি খুজে বের করো : 1×3=3

(ক) ইংল্যান্ড, ভুটান, জাপান, ভারত।

(খ) অষ্টপ্রধান, বর্গি, মাবলে, খালসা।

(গ) ভারতনাট্টম, কথাকলি, ভাগ্যচন্দ্র, কথক।

৫। ডানদিকের সঙ্গে বামদিক মেলাও: 1×4=4

বামদিক ডানদিক
(ক) আবুল ফজল নিয়ম।
(খ) শাহজাহান ফারসি
(গ) বিধান আকবরনামা
(ঘ) সরকার তাজমহল

৬। এককথায় উত্তর দাও 10টি : 1×10=10

(ক) পুরন্দরের সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয়?

(খ) সৎনামিরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করেছিল ?

(গ) নবম শিখ গুরুর নাম কী ?

(ঘ) মাবলে বা মাওয়ালি কি ?

(ঙ) ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন ?

(চ) ‘শিরিন কলম’ নামে কে পরিচিত ছিলেন ?

(ছ) ‘তুজুক-ই-বাবরি’ কার আত্মজীবনি ?

(জ) ‘ক্যালিগ্রাফি’ কি ?

(ঝ) ‘কিলারাই পিথোরা’ শহরটি কে প্রতিষ্ঠা করেন ?

(ঞ) ‘চারমিনার’ কোথায় অবস্থিত ?

(ট) ‘লঙ্গরখানা’ কার সময়ে চালু হয় ?

(ঠ) ‘মুন্তাখাব-উৎ-তওয়ারিখ’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন ?

(ড) ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?

৭। যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: 2×5=10

(ক) ভারতে ধ্রুপদি নৃত্যে নবীনতম নৃত্য কোনটি ? কিভাবে এই নৃত্যের বিকাশ ঘটে ?

(খ) মধ্যযুগের ভারতে ভক্তিবাদী সাধক সাধিকা কারা ?

(গ) ‘শিবায়ন’ কী ? এর থেকে বাংলায় কৃষক জীবনের কী পরিচয় পাওয়া যায় ?

(ঘ) শিখদের ‘পঞ্চ-ক’ বলতে কী বোঝায় ?

(ঙ) পেশোয়া বলতে কী বোঝায় ?

(চ) সুফিবাদ ও ভক্তিবাদের মধ্যে দুটি পার্থক্য লেখ।

(ছ) সংবিধান বলতে কি বোঝায় ?

৮। টিকা লেখো দুটি : 2×4=8

(ক) খালসা
(খ) দীন-ই-ইলাহী
(গ) কবীর
(ঘ) পশ্চিমবঙ্গের স্বায়ত্ত্বশাসন।

৯। যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও : 3×6=18

(ক) ভারতকে কেন যুক্তরাষ্ট্রীয় ও গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় ? পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত গুলির কাজ কী কী ?

(খ) মুঘল যুগের শেষ দিকে জায়গীরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরী হয়েছিল ?

(গ) বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল ?

(ঘ) মুঘল চিত্র শিল্পের উন্নতিতে মুঘল বাদশাহদের ভূমিকা কেমন ছিল ?

(ঙ) শিবাজির নেতৃত্বে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল ?

📌আরও পড়ুনঃ

📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply