WBBSE Class 7 History 3rd Unit Test Question Paper Set-4 | সপ্তম শ্রেণি ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION
CLASS 7 (VII) WBBSE
HISTORY QUESTION PAPER

WBBSE Class 7 History 3rd Unit Test Question Paper Set-4 | সপ্তম শ্রেণি ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-৪

📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper

Set-4

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন– ২০২৩
সপ্তম শ্রেণিবিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০               সময় : ২.২০ মিনিট

১. বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো : (যে কোনো দশটি) : ১x১০=১০

(ক) কবিরের দুই পংক্তির কবিতাগুলিকে বলা হয় (ভজন / কথকথা / দোহা)।

(খ) (নানক / কবীর / মীরাবাঈ) ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা।

(গ) জাহাঙ্গিরের আমলে শিখ গুরু (জয়সিংহ / অর্জুন / হিমু) কে প্রাণদন্ড দেওয়া হয়।

(ঘ) কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন
(ভীম / রামপাল / প্রথম মহীপাল)।

(ঙ) (মহম্মদ-বিন-কাশিম / বাবর / কুতুবউদ্দিন আইবক) দিল্লিতে সুলতানি
শাসন প্রতিষ্ঠা করেন।

(চ) শিবাজির আটজন মন্ত্রীকে বলা হত (অষ্ট প্রধান / অষ্টবসু/ অষ্টরত্ন)।

(ছ) (ভারতের / জাপানের / ইংল্যান্ডের) সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান।

(জ) অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটা (ব্লক / জেলা / পৌরসভা)।

(ঝ) দীন-ই-ইলাহি প্রবর্তন করেন (বাবর/ আকবর / শাহজাহান)।

(ঞ) (1665 / 1630 / 1680) খ্রিষ্টাব্দে শিবাজি পুরন্দরের সন্ধি সাক্ষর করতে বাধ্য হন।

(ট) লক্ষণ সেনের রাজ সভার কবি ছিলেন– (জয়দেব / শ্রীনিবাস / সর্বানন্দ)।

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো দশটি) ১x১০

(ক) কবে ভারতীয় সংবিধান কার্যকর হয় ?

(খ) মহাভারতের ফারসি অনুবাদের নাম কী ?

(গ) সুফিদের গুরুকে কী বলা হয় ?

(ঘ) কে মহাভারত বাংলায় অনুবাদ করেন ?

(ঙ) “শ্রীকৃষ্ণ কীর্তন” কে রচনা করেন ?

(চ) তানসেন কোন্ সম্রাটের দরবারে সংগীত পরিবেশন করতেন ?

(ছ) কাকে “চিরাগ-ই-দিল্লি” বলা হয় ?

(জ) কোন্ ইংরেজ দূত প্রথম মুঘল দরবারে এসেছিলেন ?

(ঝ) মুঘল আমলে সুবা বলতে কী বোঝায়‌ ?

(ঞ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

(ট) লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল ?

(ঠ) “হর্ষচরিত” কে রচনা করেন ?

৩. বেমানান শব্দটি খুঁজে বার করো: (যে কোনো পাঁচটি) ১×৫=৫

(ক) সুবা, সরকার, পরগনা, বাদশাহ

(খ) আগ্রা, দিল্লী, ফতেপুর সিক্রী, কলকাতা

(গ) হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলমান, সুলতান

(ঘ) পুনে, কোঙ্কন, আগ্রা, বিজাপুর

(ঙ) গোপাল, দিব্বোক, ধর্মপাল, দেবপাল

(চ) পানিপথ, খানুয়া, ঘর্ঘরা, বিলগ্রাম

৪. নীচের বিবৃতিগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে ঠিক এবং যেটি ভুল তার পাশে ভূল শব্দটি লেখো। (যে কোনো পাঁচটি) : ১×৫=৫

(ক) ভারতের সংবিধান হল লিখিত সংবিধান।

(খ) ভারতে প্রাচীনকালে তালপাতার ওপরে লেখা হত।

(গ) কুতুবমিনার নির্মান করেন সম্রাট আকবর।

(ঘ) মহেশ দাসের নাম হয়েছিল বীরবল।

(ঙ) ধর্মপালের পিতার নাম দেবপাল।

(চ) “অকবর নামা” রচনা করেন অলবিরুনি।

৫. নীচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও : (যে কোনো পাঁচটি) : ৩×৫=১৫

(ক) সরকারের কাজ কী কী ?

(খ) শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণ কী ছিল ?

(গ) সিল সিলা কাকে বলে ? চিশতি সুফিদের জীবন যাপন কেমন ছিল ?

(ঘ) টাকা লেখোঃ দীন-ই-ইলাহি।

(ঙ) দাক্ষিনাত্য ক্ষত বলতে কী বোঝ ?

(চ) মাৎস্যন্যায় কী ?

(ছ) ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল ?

৬. নীচের প্রশ্নগুলি বিশদেঃ (১০০-১২০) টি শব্দের মধ্যে উত্তর দাওঃ (যে কোন পাঁচটি) ৫×৫=২৫

(ক) সরকারের কটি ভাগ ? এই ভাগগুলি কোনটি কী কাজ করে ? বিচার বিভাগকে কেন আলাদা রাখা হয় ?

(খ) শিবাজী কীভাবে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ?

(গ) পাল ও সেনযুগের বাংলার বাণিজ্য ও কৃষির সম্বন্ধে যাহা জান লেখ।

(ঘ) মধ্যযুগে ভারতে দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো।

(ঙ) মুঘল সম্রাট আকবরের কৃতিত্ত্ব আলোচনা করো।

(চ) সুলতানি যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করো।

(ছ) শেরশাহ রাজস্ব সংস্কারের ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করেন ? টোডরমলীয় রাজস্ব ব্যবস্থা কাকে বলা হয় ?

📌আরও পড়ুনঃ

📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply