WBBSE Class 7 Math First Unit Test Question Paper set-2 | সপ্তম শ্রেণি গণিত প্রথম ইউনিট টেস্ট সেট-২

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
MATH QUESTION PAPER
CLASS VII (WBBSE)

Set-2

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি বিষয়: গণিত
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ১৫

1.নীচর প্রশ্নগুলির উত্তর দাও: (যে-কোনো পাঁচটি) : 1×5=5

(i) 9-এর বর্গের বর্গমূল কত ?

(ii) শূন্যস্থান পূরণ করো 25 টাকার 8% = ________ টাকা।

(iii) (6) + {(+1) + (2)}-এর মান কত ?

(iv) x = 5 হলে, x² + 2x – 1 -এর মান কত হবে ?

(v) x⁰ + y⁰ + z⁰ -এর মান কত ?

(vi) 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত ?

2. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2×2=4

(i) সরলতম মান নির্ণয় করো :
{`5^{2a-b}`×`\left(25\right)^{b+c}`} + `5^{2c+2a}`

(ii) মান নির্ণয় করো : `\left(\frac{a^7}{a^5}\right)`x a² (a ≠ 0)
1
(iii) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক। দৈর্ঘ্য 4x একক হলে, প্রস্থ কত হবে ?

3. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2 = 6

(i) স্কেল ও কম্পাসের সাহায্যে 135° কোণ অঙ্কন করো।

(ii) সরল করো: (a + b)(a – b) + (b + c) (b – c) + (c – a) (c + a)

(iii) 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন ?

(iv) গ্রামবাবু তার মাসিক আয়ের 66½% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে ?


👉সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


Leave a Reply