WBBSE Class 7 Math Second Unit Test Model Question Paper with Answer Set-2 | সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

CLASS 7 MATH UNIT TEST

WBBSE Class 7 Math Second Unit Test Model Question Paper with Answer Set-2 | সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২

📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper

Set-2

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
বিষয় : গণিত     সপ্তম শ্রেণি
সময় : ৫০ মিনিট          পূর্ণমান : ২৫

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 1×3=3

(i) √3 = 5.567764………. অসীম দশমিক সংখ্যাকে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমানে প্রকাশ করো।

উত্তরঃ 5.568

(ii) সঠিক উত্তরটি নির্বাচন করো : (x + 7)² = x² +14x + k হলে, k-এর মান হবে– (a) 14, (b) 49, (c) 7, (d) কোনোটিই নয়।

উত্তরঃ (b) 49

(iii) দুটি ত্রিভুজ কখন সর্বসম হয়– তার একটি শর্ত লেখো।

উত্তরঃ (১) বাহু বাহু বাহু বা S-S-S (২) বাহু-কোণ-বাহু বা S-A-S

2. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 4×2=8

(i) একটি ট্রেন ঘণ্টায় 48 কিমি বেগে 15 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে। 240 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে ?

উত্তরঃ 33 সেকেন্ড

(ii) আমাদের বিদ্যালয়ের 30 মিটার হলঘরের মেঝে রং করতে 150 টাকা মজুরি খরচ হয়েছে। যদি হলঘরটির প্রস্থ 5 মিটার কম হত তবে মজুরি খরচ পড়ত 120 টাকা। হলঘরটির প্রস্থ কত ?

উত্তরঃ 25 মিটার

(iii) `(\sqrt16 + \sqrt36)`-এর চেয়ে `(\sqrt25 + \sqrt81)` কত বেশি হিসাব করি।

উত্তরঃ 4

3. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6

(i) 4p²q² + 28pqr + 49r² -কে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো কখন, p = 2, q = –1 r = 3

উত্তরঃ 289

(ii) সূত্রের সাহায্যে মান নির্ণয় করো : (a + b + c)² – (a – b + c)²

উত্তরঃ 4b(a+c)

(iii) x + y = 5 এবং x – y = 1 হলে, 8xy(x² + y²)-এর মান নির্ণয় করো।

উত্তরঃ 624

4. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4

(i) ABC একটি ত্রিভুজ আঁকো যার BC= 5.5 সেমি, `\angleABC` = 60° ও `\angleACB` = 30°

(ii) PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার `\anglePQR` = 90°, PQ = 6 সেমি ও QR = 4 সেমি।

5. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4

(i) 2019 থেকে 2023 এই পাঁচ বছরে দুটি গ্রামে সাক্ষরের সংখ্যা নীচে দেওয়া হল। এই তথ্য দ্বি-স্তম্ভ লেখর মাধ্যমে প্রকাশ করো :

(ii)উক্ত তালিকা থেকে একটি দ্বি-স্তম্ভ লেখচিত্র তৈরি করো।


📌আরও পড়ুনঃ

📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ Click Here

📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ Click Here

📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ Click Here

📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪ Click Here

📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫ Click Here

📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৬ Click Here

📌আরও পড়ুনঃ

সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

This Post Has One Comment

  1. Ayan Sasmal

    Very good

Leave a Reply