CLASS 7 MATH UNIT TEST
WBBSE Class 7 Math Second Unit Test Model Question Paper with Answer Set-3 | সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩
📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper
Set-3
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
বিষয় : গণিত সপ্তম শ্রেণি
সময় : ৫০ মিনিট পূর্ণমান : ২৫
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×3=3
(i) 5.214273-এর চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান (a) 5.2143, (b) 5.2142, (c) 5.2144, (d) 5.2145
(ii) 3x + y থেকে 5x-y বিয়োগ করলে হবে–
(a) 2x-y, (b) 2x + y, (c) -2x + 2y, (d) কোনোটিই নয়।
(iii) একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা x টি, বাহুর সংখ্যা y টি, কোণের সংখ্যা ২ টি হলে, x, y, z-এর মধ্যে সম্পর্ক–
(a) x = y = z, (b) x > y = z, (c) x = y > z, (d) x > y > z
2. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: 4×2=8
(i) 0.4-এর বর্গের সঙ্গে 0.3-এর বর্গ যোগ করলে যে যোগফল পাব তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে নিখ করো।
(ii) 100 মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লেখো।
(iii) মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো।
3. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(i) a² + b² = 5ab হলে দেখাও যে, `frac(a²){b²}+frac(b²){a²}`= 23
(ii) সূত্রের সাহায্যে সরল করো : (a-2b)²-2(a-2b) (2a – b) + (2a – b)
(iii) (c-3)² = c² + kc +9 হলে, k-এর মান কত হবে লেখো।
4. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4
(i) একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহুদুটির অন্তর্ভুক্ত কোণ 100°
(ii) PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার `\anglePQR` = 90°, PQ = 6 সেমি, QR = 4 সেমি।
5. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
(i) আমার শ্রেণির ছাত্রছাত্রীদের সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন্ রং-টা পছন্দ তার তালিকা দেওয়া হল। চিত্র অঙ্কন করো :
ছাত্রছাত্রীর সংখ্যা | রঙ |
৫ | সাদা |
১৫ | লাল |
১৫ | সবুজ |
৫ | নীল |
১০ | কালো |
(ii) বইমেলায় দুই বছরে নিম্নলিখিত সংখ্যক পড়ার বই ও গল্পের বই প্রকাশিত হয়েছে :
বছর | ২০১৫ | ২০১৬ |
পড়ার বই | ৫০০ | ৭০০ |
গল্পের বই | ৬৫০ | ৯০০ |
উপরোক্ত তথ্যগলিকে দ্বিস্তম্ভ লেখর মাধ্যমে প্রকাশ করো।
📌আরও পড়ুনঃ
📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ Click Here
📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ Click Here
📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ Click Here
📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪ Click Here
📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫ Click Here
📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৬ Click Here
📌আরও পড়ুনঃ
সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here