WBBSE Class 7 Math Second Unit Test Model Question Paper with Answer Set-4 | সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

CLASS 7 MATH UNIT TEST

WBBSE Class 7 Math Second Unit Test Model Question Paper with Answer Set-4 | সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪

📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper

Set-4

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
বিষয় : গণিত      সপ্তম শ্রেণি
সময় : ৫০ মিনিট                পূর্ণমান : ২৫

1. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
1×4=4

(i) 0.997 – দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমানে লেখো।

(ii) (x+y)² = x² +14x + k হলে, k = কত ?

(iii) ত্রিভুজের ASA শর্তটি কী ?

(iv) x² + `frac1(4)`x এর সঙ্গে নীচের যে যে সংখ্যাটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ 4 সংখ্যামালা হবে তা হল-
(a) `frac1(64)` (b) –`frac1(64)` (c) `frac1(8)` (d) কোনোটিই নয়

(v) একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে লিখি।

2. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: 4×2=8

(i), হিসাব করে দেখি `frac(35){42}` কে কোন্‌ ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে।

(ii) 8xy (x² + y²) – এর মান লিখি যখন x + y = 5 এবং x − y = 1

(iii) 0.75 এর সাথে কোন্ দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে তা নির্ণয় করি ?

(iv) (25 – 4x²) = (5 + ax) (5 – ax) হলে a-এর ধনাত্মক মান কত হবে হিসাব করি।

(v) `frac3(14)` কে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান লিখি।

3. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
4×1=4

(i) ABC একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার `\angleBAC` = 90°, BC = 8 সেমি. এবং `\angleACB` = 45° ;

(ii) ABC একটি ত্রিভুজ আঁকি যার BC = 5.5 সেমি., `\angleABC` = 60° ও `\angleACB`=30°;

4. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 3×3=9

(i) a² + b² = 5ab হলে দেখাও যে, `fraca²(b²)+fracb²(a²)`= 23

(ii) x = `fraca(b)+fracb(a)` এবং y = `fraca(b)–fracb(a)` হলে দেখাই যে, x⁴ + y⁴–2x²y² = 16.

(iii) একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দৈর্ঘ্য দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেণ্ডে অতিক্রম করেছে, হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি।

(iv) আমাদের স্কুলে নাচ, গান, আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতার অনুষ্ঠান হবে। আমি ও সাহানা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর একটি তালিকা তৈরি করলাম।

আমি একটি দ্বিস্তম্ভ লেখাচিত্রের মাধ্যমে দুই শ্রেণির ছাত্রছাত্রীদের কোন বিষয়ে বিশেষ আগ্রহ তা দেখাই।
📌আরও পড়ুনঃ

📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ Click Here

📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ Click Here

📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ Click Here

📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪ Click Here

📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫ Click Here

📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৬ Click Here

📌আরও পড়ুনঃ

সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

Leave a Reply