CLASS 7 MATH UNIT TEST
WBBSE Class 7 Math Second Unit Test Model Question Paper with Answer Set-5 | সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫
📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper
Set-5
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
বিষয় : গণিত সপ্তম শ্রেণি
সময় : ৫০ মিনিট পূর্ণমান : ২৫
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×3=3
(i) x²+49 এর সঙ্গে যে বীজগোণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে সেটি হল–
(a) 14
(b) 14x
(c) 14x বা –14x
(d) 7x বা –7x
(ii) প্রদত্ত কোনটি ত্রিভুজের সর্ব সমতার শর্ত নয়–
(a) S-S-S
(b) S-S-A
(c) A-A-A
(d) R-H-S
(iii) 3486749 এর শতক স্থান পর্যন্ত আসন্ন মান হবে–
(a) 3486000
(b) 3487000
(c) 3486700
(d) 3486800
2. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 4×2=8
(i) দুটি ঋণাত্মক সংখ্যার গুনফল `frac(14){15}` এবং তাদের ভাগফল `frac35(24)` হলে, কী হবে তা নির্নয় করো।
(ii) 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে।
(iii) একটি বর্গাক্ষেত্রকার জমির ক্ষেত্রফল 6400 বর্গামিটার। প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে।
3. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(i) বর্গ নির্নয় করো 6x+3
(ii) a + `frac1(a)` = 4 হলে a² + `frac1(a²)` -এর মান কত ?
(iii) সূত্রে সাহায্যে গুন করো :
(a²+b²)(a²-b²)(a²+b²)(a²+b²)
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4
(i) ABC একটি ত্রিভুজ আকো যার BC=5.5 সেমি, `\angleABC`=60° এবং `\angleACB`=30°
(ii) একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.5 সেমি এবং সমান বাহু দুটির অন্তভূক্ত কোন 100°
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4
(i) নীচের পর্বত শৃঙ্গের উচ্চতা গুলি দেখি এবং ছক কাগজে 1 একক = 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করি।
(ii) কৃষ্ণনগরে এক কুমোরের পাঁচ মাসের পুতুল ও শোলার তৈরী পুতুলের তথ্য নিচে দেওয়া হল।
উপযুক্ত একক ধরে উপরিলিখিত তথ্যকে দ্বিখন্ডিত চিত্রের মাধ্যমে প্রকাশ করো।
📌আরও পড়ুনঃ
📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ Click Here
📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ Click Here
📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ Click Here
📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪ Click Here
📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫ Click Here
📌সপ্তম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৬ Click Here
📌আরও পড়ুনঃ
সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here