CLASS 7 PORIBESH O BIGGAN UNIT TEST
WBBSE Class 7 Poribesh O Bigyan Second Unit Test Model Question Paper with Answer Set-3 | সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩
📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper
Set-3
সপ্তম শ্রেণি
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ২৫ সময় : ৫০ মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×6=6
১.১ অপ্রভ বস্তুটি হলো—
(ক) মোমবাতির শিখা
(খ) সূর্য
(গ) চাঁদ
(ঘ) জোনাকি।
উত্তরঃ (গ) চাঁদ।
১.২ যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হল—
(ক) দেয়াল
(খ) কাগজ
(গ) কাপড়
(ঘ) আয়না
উত্তরঃ (ঘ) আয়না
১.৩ নিচের কোন খনিজ পদার্থের চুম্বকত্ব আছে ?
(ক) বক্সাইট
(খ) ম্যাগনেটাইট
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) ডলোমাইট
উত্তরঃ (খ) ম্যাগনেটাইট
১.৪ তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো—
(ক) প্লাস্টিক
(খ) চিনেমাটি
(গ) কাঠ
(ঘ) তামা
উত্তরঃ (ঘ) তামা
১.৫ যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হল—
(ক) সূর্য
(খ) বায়ুপ্রবাহ
(গ) জীবাশ্ম জ্বালানি
(ঘ) জৈব গ্যাস
উত্তরঃ (গ) জীবাশ্ম জ্বালানি
১.৬ রূপান্তরিত অর্ধবায়বীয় কান্ড দেখা যায় যে উদ্ভিদের সেটি হল—
(ক) আলু
(খ) কচুরিপানা
(গ) বেল
(ঘ) কুমড়ো
উত্তরঃ (খ) কচুরিপানা
১.৭ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো—
(ক) কয়লা
(খ) পেট্রোল
(গ) ডিজেল
(ঘ) গোবর গ্যাস।
উত্তরঃ (ঘ) গোবর গ্যাস।
১.৮ উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গা যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হলো—
(ক) মূলত্র অল
(খ) বর্ধনশীল অঞ্চল
(গ) স্থায়ী অঞ্চল
(ঘ) মূলরোম অঞ্চল।
উত্তরঃ (ঘ) মূলরোম অঞ্চল।
2. সংক্ষিপ্ত উত্তর দাও : 1x 5 = 5
(i) আলোক মাধ্যম কাকে বলে ?
উত্তরঃ যে স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে, তাকে আলোক মাধ্যম বলে। যেমন-বায়ু, জল, কাচ ইত্যাদি।
(ii) পৃথিবীর চৌম্বকত্ব কে প্রমাণ করেন ?
উত্তরঃ 1600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড. গিলবার্ট বলেন যে, পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক।
(iii) ফিলামেন্ট কী ?
উত্তরঃ বালবের ভিতরে যে অংশটা জ্বলে ওঠে তাকে ফিলামেন্ট বলে।
(iv) ডিম্বক কাকে বলে ?
উত্তরঃ অপরিপক্ক ও অপরিণত বীজকে ডিম্বক বলে।
(v) সূচিছিদ্র ক্যামেরার প্রতিকৃতি উলটো পড়ে কেন ?
উত্তরঃ আলো সরলরেখায় চলাচল করে বলে।
(vi) LED পুরো নাম কী?
উত্তরঃ Light Emitting Diode.
(vii) জৈব গ্যাস কী ?
উত্তরঃ জৈব বর্জ্য বা জৈব উৎসজাত পাওয়া জিনিস থেকে যা উৎপন্ন হয় তাকে জৈব গ্যাস বলে।
৩. দুটি তিনটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো একটি) : 2×1=2
(i) অনেক উঁচু দিয়ে পাখি উড়ে গেলে তার ছায়া মাটিতে পড়ে না কেন ?
উত্তরঃ পাখি যখন অনেক উঁচু দিয়ে উড়ে যায়, তখন পাখি ও ভূ-পৃষ্ঠের মাঝের দূরত্ব বেড়ে যায়। এই অবস্থায় পাখির প্রচ্ছায়া ক্রমশ সরু হয়ে ভূ-পৃষ্ঠের অনেক উপরে একটি বিন্দুতে পরিণত হয়। ফলে অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া পাখির ছায়া মাটিতে পড়ে না।
(ii) সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ হয় কেন ?
উত্তরঃ সিনেমার পর্দা সাদা করা হয়। কারণ, সাদা পর্দা আপতিত আলো কে শোষণ করে না। ফলে সাদা পর্দা থেকে সব রঙের আলো সমানভাবে প্রতিফলিত হয়, তাই পর্দার উপর ছবির উজ্জ্বলতা বজায় থাকে। সিনেমার পর্দা অমসৃণ করা হয়। কারণ অমসৃণ পর্দা থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং প্রতিফলিত রশ্মিগুলি চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে সিনেমা হলের যেকোনো জায়গা থেকে প্রতিটি দর্শক পর্দায় ছবিকে সমানভাবে দেখতে পায়।
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও : 3 x 4 = 12
(i) ‘পৃথিবী নিজেই একটি বিশাল চুম্বুক-আলোচনা করো।
উত্তরঃ পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক। তার একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে। এর ফলেই
(১) চুম্বক শলাকার দিগ্দর্শী ধর্ম দেখা যায় এবং কম্পাসের দিকনির্ণয় ক্ষমতার ব্যবহার করা যায়। (২) পরিযায়ী পাখি এবং পরিযায়ী কিছু কচ্ছপ পৃথিবীর চৌম্বকক্ষেত্রকে অনুসরণ করে উয় শীতের দিনে স্থানান্তরিত হয়। এই ভূ চৌম্বক ক্ষেত্র না থাকলে দিকনির্ণায়ক ব্যবস্থা কার্যকারিতা হারিয়ে ফেলত। (৩) মহাবিশ্ব থেকে একধরনের মহাজাগতিক রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে। এদের অধিকাংশই হল তড়িৎযুক্ত কণিকা। ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে। ফলে মেরু অঞ্চল ঘিরে দুটি বিকিরণ বলয় তৈরি হয় এবং মেরু জ্যোতি উৎপন্ন হয়। ভূ চৌম্বকত্ব না থাকলে এটি সৃষ্টি হত না।
(ii) জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎশক্তির প্রভাব আলোচনা করো।
উত্তরঃ তড়িৎ শক্তির ও জীবজগতের সম্পর্ক বেশ গভীর। সমস্ত জীবের দেহের তরলে তড়িৎযুক্ত নানান ধরণের পরমাণু আর পরমাণু জোট থাকে। এই সব তড়িৎযুক্ত কণার জন্য জীবদেহের তরল তড়িৎ পরিবাহী হয়। জেলিফিশ, ইলেকট্রিক ইল প্রভৃতি মাছের দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে। এরা যথেষ্ট তীব্র তড়িৎ তৈরি করতে পারে। হৃৎপিন্ডের পেশিতে থাকে তড়িৎ উদ্দীপনা তৈরির উপাদান। এদের তৈরি তড়িৎ উদ্দীপনা হৃৎস্পন্দন তৈরি করে যা সারা দেহে বিদ্যুৎ তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক তরঙ্গও তড়িতিয়। মস্তিষ্কের স্নায়ুকোশের মাধ্যমে বিভিন্ন তথ্য তড়িৎ উদ্দীপনার সাহায্যেই পরিবাহিত হয়। ফলে আমরা পেশির সংকোচন-প্রসারণ, চলাফেরা নানা কাজ করতে পারি। জীবেরা উত্তেজনায় সাড়া দেয়।
(iii) বীজের সংজ্ঞা লেখো। একটি করে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী বীজের নাম লেখো।
উত্তরঃ ফুলের স্ত্রী-স্তবকের গোড়ার দিকের ফোলা অংশটি ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে থাকে এক বা একাধিক ডিম্বক। পরাগসংযোগ ও তারপর ধারাবাহিক কতকগুলি জটিল ঘটনার ফলে ডিম্বাশয় ও ডিম্বক উদ্দীপ্ত হয়। এর পর নানারকম পরিবর্তনের মাধ্যমে পরিণত ও পরিপক্ক হয়ে ডিম্বক বীজে পরিণত হয়। সুতরাং পরিণত ও পরিপক্ক ডিম্বকই বীজ। একবীজপত্রী বীজ হল ধান এবং দ্বিবীজপত্রী বীজ হল মটর।
(iv) পেট্রো-উদ্ভিদ বলতে কী বোঝ ? প্রোডিউসার গ্যাস কাকে বলে ?
উত্তরঃ ইউফরবিয়েসি, ইউরিক্যাসি গোত্রের তরল হাইড্রোকার্বন উৎপাদনকারী উদ্ভিদগুলিকে পেট্রো-উদ্ভিদ বলে। যেমন-জাট্রোকা। কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণকে প্রোডিউসার গ্যাস বলা হয়। এটি কৃত্রিম উপায়ে উৎপন্ন একটি জ্বালানি গ্যাসও বটে।
(v) বিভিন্ন শক্তি খরচের জন্য কি কলকারখানা বন্ধ হয়ে যাবে ? এখনকার শিল্পগুলি কা হবে ?
উত্তরঃ বিভিন্ন শক্তির অতিরিক্ত খরচের জন্য কলকারখানা বন্ধ হয়ে গেলে কারখানা নির্ভর শিল্পগুলিও বন্ধ হবে। ফলে সভ্যতা ধ্বংসের পথে এগিয়ে যাবে। তাই এখনকার শিল্পগুলি বাঁচাতেও সমগ্র সভ্যতা টিকিয়ে রাখতে বিকল্প শক্তির উৎসের সন্ধান করতে হবে। যা এই ক্রমবর্ধমান শক্তি চাহিদা মেটাতে সক্ষম হবে।
📌আরও পড়ুনঃ
📌সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ Click Here
📌সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ Click Here
📌সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ Click Here
📌সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪ Click Here
📌সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫ Click Here
📌সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৬ Click Here
📌আরও পড়ুনঃ
সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here