WBBSE Class 7 Poribesh O Bigyan Second Unit Test Model Question Paper with Answer Set-5 | সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

CLASS 7 PORIBESH O BIGGAN UNIT TEST

WBBSE Class 7 Poribesh O Bigyan Second Unit Test Model Question Paper with Answer Set-5 | সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫

📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper

Set-5

সপ্তম শ্রেণি
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পরিবেশ ও বিজ্ঞান
সময় : ৫০ মিনিট           পূর্ণমান : ২৫

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×6=6

(i) আয়নায় গঠিত প্রতিবিম্ব— (a) সমশীর্ষ (চ) অবশীর্ষ (c) সমকোণী (d) সদ্

উত্তরঃ (a) সমশীর্ষ

(ii) টর্চের সেলে শক্তির যে রূপান্তর ঘটে, তা হল—
(a) রাসায়নিক শক্তি বিদ্যুৎশক্তিতে
(b) বিদ্যুৎশক্তি আলোকশক্তিতে
(c) রাসায়নিক শক্তি আলোকশক্তিতে
(d) তাপশক্তি আলোকশক্তিতে

উত্তরঃ (a) রাসায়নিক শক্তি বিদ্যুৎশক্তিতে

(iii) বালবের ফিলামেন্ট তৈরি হয় যে ধাতু দিয়ে— (a) নাইক্রোম (b) ফিউজ তার (c) টিন (d) টাংস্টেন

উত্তরঃ (d) টাংস্টেন

(iv) আলু হল—
(a) পরিবর্তিত কাণ্ড
(b) পরিবর্তিত মূল
(c) অস্থানিক মূল
(d) কোনোটিই নয়

উত্তরঃ (b) পরিবর্তিত কাণ্ড

(v) লাইকেনের রং বদলায়—
(a) আকাশ মেঘলা থাকলে
(b) বাতাস বেশি দূষিত হলে
(c) রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলে
(d) বাতাস দূষণমুক্ত হলে

উত্তরঃ (b) বাতাস বেশি দূষিত হলে

(vi) লোহিত রক্তকণিকা সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে—
(a) ভিটামিন A
(b) ভিটামিন B₁
(c) ভিটামিন C
(d) ভিটামিন D

উত্তরঃ (b) ভিটামিন B₁₂

2. সংক্ষিপ্ত উত্তর দাও : 1×5=5

(i) কোন ভিটামিনের অভাবে মুখে ঘা বা মাড়ি ফোলে ?

উত্তরঃ ভিটামিন C

(ii) গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে ?

উত্তরঃ অক্সিজেন।

(iii) পাতা বা কাণ্ড থেকে যে মূল বের হয়, তাকে কী বলে ?

উত্তরঃ অস্থানিক মূল

(iv) দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো।

উত্তরঃ সৌরশক্তি ও বায়ু শক্তি

(v) 0°C উষ্ণতার বরফ এবং 0°C উষ্ণতার জল কোনটি বেশি ঠান্ডা ?

উত্তরঃ O°C উষ্ণতার বরফ

3. তড়িৎচুম্বকের চারটি ব্যবহার লেখো। 2

উত্তরঃ

১. স্পিকার, মাইক্রোফোন, কলিং বেল ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়।

২. লোহা ও ইস্পাতের ভারি জিনিস উঠানামা করার কাজে যে ক্রেন ব্যবহার করা হয় তাতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়।

৩. চোখের ভিতর লোহা বা ইস্পাতের ছোট কণা ঢুকলে তা বের করার কাজে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়।

৪. মোটর, ডায়নামো প্রভৃতি যন্ত্রে তড়িৎ-চুম্বক ব্যবহার করা হয়।

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও। 3×4=12

(i) চিত্র-সহ একটি মূলের বিভিন্ন অংশ চিহ্নিত করো।

উত্তরঃ একটি আদর্শ মলের চারটি অংশ। যথা- (১) মূলত্র অঞ্চল (২) বর্ধনশীল অঞ্চল (৩) মূলরোম অঞ্চল (৪) স্থায়ী অঞ্চল

(ii) জবাফুলের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র দাও।

উত্তরঃ

(iii) বীজ কয় প্রকার ও কী কী?

উত্তরঃ বীজ তিন প্রকার। যেমন— একবীজপত্রী বীজ, দ্বিবীজপত্রী বীজ এবং বহুবীজপত্রী বীজ।

একবীজপত্রী: বীজে একটি বীজপত্র থাকলে তাকে একবীজপত্রী বীজ বলে। যেমন– ধান, ভুট্টা ইত্যাদি।

দ্বিবীজপত্রী: বীজে দুটি বীজপত্র থাকলে তাকে দ্বিবীজপত্রী বীজ বলে। যেমন– মটর, ছোলা, কুমড়ো ইত্যাদি।

বহুবীজপত্রী: বীজে দুই-এর বেশি বীজপত্র থাকলে তাকে বহুবীজপত্রী বীজ বলে। যেমন– পাইন।
📌আরও পড়ুনঃ

📌সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ Click Here

📌সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ Click Here

📌সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ Click Here

📌সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪ Click Here

📌সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫ Click Here

📌সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৬ Click Here

📌আরও পড়ুনঃ

সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

Leave a Reply