ANNUAL EXAMINATION
CLASS 8 (VIII) WBBSE
BENGALI QUESTION PAPER
WBBSE Class 8 Bengali 3rd Unit Test Question Paper Set-4 | অষ্টম শ্রেণি বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-৪
📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper
Set-4
তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন-২০২৩
শ্রেণি-অষ্টম বিষয়-বাংলা
পূর্ণমান-৭০ সময়-২ ঘণ্টা ২০ মিনিট
১। বহুবিকল্প প্রশ্নের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×১১=১১
১.১ লেখকের মতে আমাদের জেলের কষ্ট– (ক) মানসিক অপেক্ষা দৈহিক,
(খ) দৈহিক অপেক্ষা মানসিক,
(গ) দৈহিক ও মানসিক দুটোই,
(ঘ) কোনোটিই নয়
১.২ হঠাৎ বজ্রপাতের মতো নেমে এলো—
(ক) মৃত্যু, (খ) দাঙ্গা, (গ) মহামারি
১.৩ ‘স্বাধীনতা’ কবিতায় ‘স্বাধীনতা’ হ’ল— (ক) একটা শক্তিশালী বীজপ্রবাহ,
(খ) ইংরেজদের হাত থেকে মুক্তি,
(গ) অজ্ঞানতা,
(ঘ) ভীরতা
১.৪ সুভার গ্রামের নাম ছিল—
(ক) চন্ডীপুর, (খ) দুর্গাপুর, (গ) দেবীপুর, (ঘ) লক্ষীপুর।
১.৫ “ফুল ছুঁয়ে যায়”—
(ক) হাতের তালুতে, (খ) চোখের পাতায়, (গ) পায়ের আঙুলে, (ঘ) শাড়ির আঁচলে
১.৬ নাগরাজনের কাকা টিকিটের এ্যালবামটা পাঠিয়েছিল– (ক) শ্রীলঙ্কা, (খ) কাঠমান্ডু, (গ) হংকং, (ঘ) সিঙ্গাপুর থেকে।
১.৭ ক্লাবের জার্সিকে রঞ্জন ভালোবাসে–
(ক) বাবার মতো, (খ) মায়ের মতো,
(গ) ছেলের মতো, (ঘ) বন্ধুর মতো
১.৮ লোকটার দু-আঙুলের ফাঁক দিয়ে কী খসে পড়ল ?
(ক) জীবন, (খ) মুখ, (গ) পয়সা, (ঘ) আশা
১.৯ মাভৈঃ শব্দের অর্থ হ’ল–
(ক) এগিয়ে চলো, (খ) ভয় নেই, (গ) জয়ী হও
১.১০ উভয় পদের অর্থ প্রাধান্য পায়-
(ক) দ্বিগু সমাসে, (খ) দ্বন্দু সমাসে, (গ) তৎপুরুষ সমাসে, (ঘ) কোনোটিই নয়।
১.১১ ‘আমি তো এসে গেছি’, এই বাক্যের ক্রিয়ার কালটি হ’ল–
(ক) অতীত কাল,
(খ) পুরাঘটিত অতীত,
(গ) পুরাঘটিত বর্তমান,
(ঘ) ঘটমান বর্তমান
২। একটি বাক্যে উত্তর দাওঃ (যে কোন তিনটি) : ১×৩=৩
২.১ “অনেকগুলো পেট বাড়িতে”- এখানে’ পেট’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
২.২ আলাদিনের আশ্চর্য প্রদীপ কী ছিল ?
২.৩ “মোরা ফাঁসি পরে”- কী আনব ?
২.৪ কোন্ কথা শুনে শুনে কান পচে গেল?
৩। একটি বাক্যে উত্তর দাও: (যে কোন তিনটি) : ১×৩=৩
৩.১ ‘Martyrdom’ শব্দের অর্থ কী ?
৩.২ কোন ঘাট মাঝি নিরাপদ মনে করেছিল ?
৩.৩ কে সুভাকে ‘সু’ বলে ডাকত ?
৩.৪ ‘ঘোষদা একটা বড়ো খবর আছে’- কী সেই ‘বড়ো খবর’ ?
৪। সংক্ষিপ্ত উত্তর দাও : (যে কোন দুইটি) : ২x২=৪
৪.১ “মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না”- উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
৪.২ ‘মাস মাহিনার হিসেব তো নেই’- মাস মাহিনার হিসেব নেই কেন?
৪.৩ ‘বাঁদিকের বুকপকেটটা সামলাতে সামলাতে’- এখানে বাঁদিকের বুক পকেট বলতে কী বোঝানো হয়েছে ?
৫। সংক্ষিপ্ত উত্তর দাও: (যে কোন দুইটি) : ২x২=৪
৫.১ “মাঝির সঙ্কেত মতো সামনের দিকে তাকিয়ে সু মজুর দেখল…..” সামনের দিকে তাকিয়ে সু মজুর কী দেখল ?
৫.২ “এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত’ ? প্রতাপের কাছে সুভা কী ভাবে মর্যাদা পেত ?
৫.৩ নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন?
৬। নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোন দুটি) : ৫x২=১০
৬.১ “বাঁধন ভয়কে করব মোরা জয়” কেন এই বাঁধন ভয় ? এই বাঁধন ভয়কে কী ভাবে জয় করার কথা কবি কবিতায় ব্যক্ত করেছেন? ১+৪=৫
৬.২ “লোকটার ইহকাল পরকাল গেল।” কোন কবির কোন্ কবিতার অংশ এটি? কথা গুলির তাৎপর্য বিশ্লেষণ করো। ১+৪=৫
৬.৩ “শতবর্ষ এগিয়ে আসে-শতবর্ষ যায়।”- মাসিপিসি কবিতায় মাসিপিসিদের জীবনের অপরিবর্তনীয়তার ছবি কীভাবে স্পষ্ট হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো।
৭। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন দুটি) : ৫x২=১০
৭.১ সুভার সঙ্গে মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো।
৭.২ “ভুলুম না ভাই এই রাতের কথা” কোন্ রাতের কথা বলা হয়েছে? “আদাব” গল্প অনুসরণে সেই ভয়াল রাতের বর্ণনা দাও।
১+৪=৫
৭.৩ রঞ্জন তার পুরোনো ক্লাবকে হারিয়েও কেন আনন্দে ফেটে পড়তে পারেনি, তা পরাজয় গল্প অবলম্বনে লেখো।
৮। অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোন দুটি) : ১×২=২
৮.১ অপু তার বাবাকে কোন বই বারবার করে কিনে আনতে বলেছিল ?
৮.২ সর্বজয়া নাপিতের বউকে কী বিক্রি করেছিল ?
৮.৩ চরকের মেলায় গিয়ে অপুর কার জন্য মন কেমন করেছিল?
৯। নীচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩x১=৩
৯.১ অজয় কে ? তার সঙ্গে অপুর কী ভাবে বন্ধুত্ব হয়েছিল ? ১+২-৩
৯.২ দুর্গার জ্বরের সময় সর্বজয়া কোন্ প্রতিবেশীকে ডেকেছিল ? কোথা থেকে কোন্ ডাক্তার দূর্গাকে দেখতে এসেছিল ? ১+২=৩
১০। নীচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫
১০.১ হরিহর বাড়িতে ফিরে আসার সময় কোন্ বাজার থেকে অপু, দুর্গা এবং সর্বজয়ার জন্য কী কী এনেছিল ? ১+১+২+১=৫
১০.২ ‘পথের পাঁচালী’ উপন্যাসে অপুর যাত্রা দেখার অভিজ্ঞতা বর্ণনা করো।
১০.৩ “মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে”- ‘মা’ কে ? কে, কাকে, কেন একথা বলেছিলেন ? ১+১+১+২=৫
১১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ৫x১=৫
১১.১ নিত্যবৃত্ত অতীতের উদাহরণ হ’ল—
(ক) করিত, (খ) করছিলেন, (গ) করিল
১১.২ ক্রিয়ার কাল নির্দেশ করো : কাল সকালে আমায় কলকাতার বাইরে যেতে হয়েছিল।
১১.৩ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো (যে কোন দুটি) : ১x২=২
স্বাধীনতা, বজ্রানল, পোলামাইয়া
১১.৪ সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো : ১x১=১
কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি, উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশেই হীন নহে, যদি উহা দ্রুতবেগে গমন করিতে পারে, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা
১২। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ৬×১=৬
১২.১ একজন শ্রেষ্ঠ বাঙালী বিজ্ঞানী,
১২.২ পথনিরাপত্তা ও আমরা
১২.৩ ছাত্রজীবনে খেলাধুলোর গুরুত্ব,
১২.৪ একটি ভ্রমনের অভিজ্ঞতা
১৩। যে কোনো একটি বিষয়ে পত্ররচনা করো : ৪×১=৪
১৩.১ সংরক্ষনের অভাবে বেহাল অবস্থা রাস্তাঘাটের একথা জানিয়ে সংবাদপত্রের সম্পাদকের নিকট চিঠি লেখো।
অথবা,
১৩.২ তোমার শহরে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার লক্ষ্যে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখো।
📌আরো দেখুনঃ
📌 অষ্টম শ্রেণি বাংলা পাঠ্যবই সমাধান | Class 8 Bengali Textbook Solution Click Here