অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর | WBBSE Class 8 Bengali Question Answer – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

 

অষ্টম শ্রেণি

বাংলা পাঠ্য বিষয়ে কিছু কথা:
ছাত্র-ছাত্রীদের পড়া শুরু করার আগে পাঠ্যসূচি বা সিলেবাস সম্পর্কে সম্যক ধারণা থাকা একান্ত প্রয়োজন। বছরে তোমাদের তিনটে পর্যায়ে পরীক্ষা হয়। মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত অষ্টম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা এবং শিক্ষাবর্ষে পাঠ পরিকল্পনার পাঠক্রম ও সম্ভাব্য সময়সূচী তিনটি পর্বে ভাগ করে দেওয়া হলো। প্রতিটি পাঠের পাশে পাঠ্যসূচি ও প্রশ্নোত্তর এই দুটি কলাম আছে। প্রশ্নোত্তর অংশে ক্লিক করলে কাঙ্খিত পৃষ্ঠায় যাওয়া যাবে। প্রতিটি পাঠের অতিরিক্ত প্রশ্নোত্তর এবং হাতে-কলমে প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই সাইটটি নিয়মিত অনুসরণ করলে আশা করি বাংলা সহায়িকা বইয়ের দরকার হবে না।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
পাঠ আলোচনা প্রশ্নোত্তর
বোঝাপড়া প্রশ্নোত্তর
অদ্ভুত আতিথেয়তা প্রশ্নোত্তর
চন্দ্রগুপ্ত প্রশ্নোত্তর
বনভোজনের ব্যাপার প্রশ্নোত্তর
সবুজ জামা প্রশ্নোত্তর
চিঠি প্রশ্নোত্তর
পরবাসী প্রশ্নোত্তর
পথচলতি প্রশ্নোত্তর
একটি চড়ুই পাখি প্রশ্নোত্তর
ছোটদের পথের পাঁচালী প্রশ্নোত্তর
ভাষাচর্চা প্রশ্নোত্তর
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
দাঁড়াও প্রশ্নোত্তর
পল্লীসমাজ প্রশ্নোত্তর
ছন্নছাড়া প্রশ্নোত্তর
গাছের কথা প্রশ্নোত্তর
হাওয়ার গান প্রশ্নোত্তর
কী করে বুঝব প্রশ্নোত্তর
পাড়াগাঁর দু-পহর ভালোবাসি প্রশ্নোত্তর
নাটোরের কথা প্রশ্নোত্তর
গড়াই নদীর তীরে প্রশ্নোত্তর
ছোটদের পথের পাঁচালী প্রশ্নোত্তর
ভাষাচর্চা (তৃতীয় অধ্যায়) প্রশ্নোত্তর
নির্মিতি (দ্বিতীয় অধ্যায়) প্রশ্নোত্তর
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
জেলখানার চিঠি প্রশ্নোত্তর
স্বাধীনতা প্রশ্নোত্তর
আদাব প্রশ্নোত্তর
শিকল পরার-গান প্রশ্নোত্তর
হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রশ্নোত্তর
ঘুরে দাঁড়াও প্রশ্নোত্তর
সুভা প্রশ্নোত্তর
পরাজয় প্রশ্নোত্তর
মাসি পিসি প্রশ্নোত্তর
টিকিটের অ্যালবাম প্রশ্নোত্তর
লোকটা জানলই না প্রশ্নোত্তর
ছোটদের পথের পাঁচালী প্রশ্নোত্তর
ব্যাকরণ প্রশ্নোত্তর
প্রশ্নদেখো ওয়েবসাইটে সমস্ত বিষয়ের প্রশ্নোত্তর ধাপে ধাপে আপলোড করা হবে। উপরে উল্লেখিত সাইটটি ইংরেজিতে সঠিক বানানে টাইপ করে সরাসরি ব্লগ ভিজিট করলে ছাত্র-ছাত্রী বেশি উপকৃত হবে।

This Post Has One Comment

Leave a Reply