WBBSE Class 8 Geography 1st Unit Test Model Question Paper | অষ্টম শ্রেণি ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মডেল প্রশ্নপত্র – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

CLASS 8 GEOGRAPHY (WBBSE)
FIRST SUMMATIVE EVALUATION
MODEL QUESTION PAPER

সিলেবাসঃ / Syllabus
১. পৃথিবীর অন্দরমহল
২. অস্থিত পৃথিবী
৩. শিলা
৪. ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক।

First Summative Evaluation
Class : VIII Sub. : Geography
Time: 30 Min.             F.M. : 15

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×2 = 2
১.১ পৃথিবীর গভীরতম গর্তটি হল—
(ক) রবিনসন (খ) কোলা
(গ) মারিয়ানা খাত।

উত্তরঃ (গ) মারিয়ানা খাত।

১.২ মধ্য মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়—
(ক) অভিসারী (খ) অপসারী
(গ) নিরপেক্ষ পাত সীমানায়

উত্তরঃ (খ) অপসারী

২. শূন্যস্থান পূরণ করো : 1×2 = 2

২.১ চুনাপাথর রূপান্তরিত হয়ে পরিণত হয় ____________।

উত্তরঃ মার্বেলে।

২.২ __________কে বজ্রপাতের দেশ বলে।

উত্তরঃ ভুটান।

৩. শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করো : 1×2 = 2

৩.১ সিয়াল ও সীমার মাঝে আছে মোহোবিযুক্তি রেখা। (অশুদ্ধ)

(উত্তরঃ কনরাড বিযুক্তি রেখা।)

৩.২ ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি হল ব্যারেন। (শুদ্ধ)

৪. এক কথায় উত্তর দাও : 1×2=2

৪.১ কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায় ?

উত্তরঃ পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়।

৪.২ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় কোন স্কেলে ?

উত্তরঃ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়।

৫. সংক্ষেপে উত্তর দাও: (যেকোনো দুটি) : 2×2= 4

৫.১ জীবাশ্ম কাকে বলে ?

উত্তরঃ অনেক সময় উদ্ভিদ বা প্রাণীর দেহ পলির মধ্যে প্রোথিত হয়ে ধীরে ধীরে প্রস্তরীভূত হয় এবং পাথরের মধ্যে তার ছাপ থেকে যায় । উদ্ভিদ বা প্রাণীর ছাপ যুক্ত সেই প্রস্তরকে জীবাশ্ম বলে। পাললিক শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায়।

৫.২ SAARC কী ?

উত্তরঃ সার্ক হল দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর পুরো নাম ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা’ (South Asian Association for Regional Co-operation)| ১৯৭৯ সালে এই সংস্থা গড়ে তোলার বিষয়ে সর্বপ্রথম উদ্যোগ নেন স্বাধীন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অবশেষে ১৯৮৫ সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় মোট ৭টি দেশ নিয়ে এই সংস্থা আত্মপ্রকাশ করে। এর সদস্য রাষ্ট্রগুলি হল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ ৷

৫.৩ ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে ?

উত্তরঃ ভূমিকম্পের কেন্দ্রে ভূ তরঙ্গ উৎপত্তি হওয়ার পর ভূপৃষ্ঠের যে স্থানে সর্বপ্রথমে এসে পৌঁছায়, তাকে ভূমিকম্পের উপকেন্দ্ৰ বলে। এই উপকেন্দ্রে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি হয় এবং সেখান থেকে দূরত্ব অনুসারে তীব্রতা ক্রমশ কমতে থাকে।

৬. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3×1 = 3

৬.১ পাতালিক ও উপ-পাতালিক শিলার পার্থক্য লেখো।

• পাতালিক শিলা—

(i) ভূপৃষ্ঠের অনেক নিচে বহু বছর ধরে ধীরে ধীরে শীতল হয়ে যে সব উদবেধী আগ্নেয়শিলার সৃষ্টি হয়, তাদের পাতালিক শিলা বলে। যেমন– গ্রানাইট, ডায়োরাইট, গ্যাব্রো প্রভৃতি।

(ii) এইরুপ শিলা বহু বছর ধরে ধীরে ধীরে শীতল হয়ে কঠিন হয়।

(iii) এরুপ শিলার দানাগুলি অপেক্ষাকৃত বড় হয়৷ উদা:- গ্রানাইট, গ্যাব্রো, ডায়োরাইট প্রভৃতি।

• উপপাতালিক শিলা—

(i) উপপাতালিক – ভূপৃষ্ঠের অল্প নিচে ধীরে ধীরে শীতল হয়ে যে উদবেধী আগ্নেয়শিলার সৃষ্টি হয়, তাকে উপপাতালিক শিলা বলে। যেমন– ডোলেরাইট, পরফাইরি প্রভৃতি।

(ii) এইরুপ শিলা পাতালিক শিলা অপেক্ষা দ্রুত জমাট বাঁধে৷

(iii) এরুপ শিলার দানাগুলি অপেক্ষাকৃত ছোটো হয়৷

উদাহরণ– ডোলেরাইট, পরফাইরি, গ্রানোপার প্রভৃতি।

৬.২ বাংলাদেশের কৃষি ভিত্তিক শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।

This Post Has One Comment

Leave a Reply