2ND SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
WBBSE Class 8 Geography Second Unit Test Question Paper Set-3 | অষ্টম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩
📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper
Set-3
সিলেবাস/Syllabus—
(১) ৪র্থ অধ্যায় : চাপ বলয় ও বায়ু প্রবাহ।
(২) ৫ম অধ্যায় : মেঘ-বৃষ্টি।
(৩) ৯ম অধ্যায় : উত্তর আমেরিকা।
(৪) ১০ম অধ্যায় : দক্ষিণ আমেরিকা
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : 25 সময় : 50 মিনিট
BARUIPUR GRILS’ HIGH SCHOOL
2nd Summative Evaluation – 2022
Subject: Geopgraphy Full Marks: 25
Class: VIII Time: 50 min.
1. পূর্ণবাক্যে উত্তর দাও: 5×1=5
(a) একটি আগ্নেয় শিলার উদাহরণ দাও।
(b) চুনাপাথরের পরিবর্তিত রূপ কি ?
(c) কোন বায়ুকে বাণিজ্যবায়ু বলা হয় ?
(d) রকি পার্বত্য অঞ্চলের একটি স্থানীয় বায়ুর নাম লেখো।
(e) কোন মেঘ থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় ?
2. শূন্যস্থান পূরণ করো : 5×1=5
(i) নিরক্ষীয় অঞ্চলে …………… বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়।
(ii) ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল ………………।
(iii) ১৯৭৩ সালে গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা …………. আন্দোলন করেন।
(iv) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল ……………..।
(v) …………… আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ।
3. দু-এক কথায় উত্তর দাও : 1+2+2
(a) কোন অরণ্য ‘গোধূলি’ অঞ্চল নামে পরিচিত ?
(b) ‘Canopy’ কী ?
(c) এস্টেনশিয়া কী ?
4. পৃথিবীর চাপবলয়গুলির চিহ্নিত চিত্র এঁকে দেখাও। 5
5. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ছবি এঁকে বুঝিয়ে লেখ। 5