WBBSE Class 8 Geography Second Unit Test Question Paper Set-4 | অষ্টম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

WBBSE Class 8 Geography Second Unit Test Question Paper Set-4 | অষ্টম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪

📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper

Set-4

সিলেবাস/Syllabus—
(১) ৪র্থ অধ্যায় : চাপ বলয় ও বায়ু প্রবাহ।
(২) ৫ম অধ্যায় : মেঘ-বৃষ্টি।
(৩) ৯ম অধ্যায় : উত্তর আমেরিকা।
(৪) ১০ম অধ্যায় : দক্ষিণ আমেরিকা

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : 25           সময় : 50 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×4=4

(i) ‘ডোলড্রাম’ নামে পরিচিত হল–
(ক) কর্কটীয় উচ্চচাপ বলয়
(খ) সুমেরু উচ্চচাপ বলয়
(গ) নিরক্ষীয় নিম্নচাপ বলয়।

(ii) বজ্রপাতসহ ভীষণ ঝড়বৃষ্টি হয়–
(ক) কিউমুলাস মেঘে
(খ) কিউমুলোনিম্বাস মেঘে
(গ) স্ট্যাটাস মেঘে।

(iii) পাতালিক শিলার উদাহরণ হল–
(ক) ব্যাসল্ট
(খ) গ্রাফাইট
(গ) ডোলেরাইট।

(iv) পম্পাস অঞ্চলের এন্টেনশিয়া হল–
(ক) পশুচারণভূমি
(খ) চাষের জমি
(গ) কষাইখানা।

2. শূন্যস্থান পূরণ করো : 1×4=4

(i) পৃথিবীর ফুসফুস _________ অঞ্চলকে বলা হয়।

(ii) ________ শিলায় জীবাশ্ম দেখা যায়।

(iii) ____________ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়।

(iv) বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় ________ যন্ত্রের সাহায্যে।

3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (যে কোনো তিনটি) : 3×2=6

(i) পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখ।

(ii) অশ্বঅক্ষাংশ কাকে বলে ?

(ⅲ) ঘূর্ণবাত কাকে বলে ?

(iv) পম্পাস অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে লেখ।

4. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (যে কোনো দুটি) : 3×2=6

(i) সেলভা অরণ্য সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

(ii) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কীভাবে ঘটে লেখ।

(iii) স্থলবায়ু ও সমুদ্রবায়ু কাকে বলে চিত্রসহ লেখ।

5. প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত চিহ্ন ও প্রতীকসহ চিহ্নিত করো : 1×5=5

(i) পম্পাস তৃণভূমি অঞ্চল

(ii) পানামা খাল

(iii) আন্দিজ পর্বতমালা।

(iv) ম্যাগেলান প্রণালী

(v) আমাজন নদী

Leave a Reply