WBBSE Class 8 Geography Second Unit Test Question Paper Set-5 | অষ্টম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

WBBSE Class 8 Geography Second Unit Test Question Paper Set-5 | অষ্টম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫

📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper

Set-5

সিলেবাস/Syllabus—
(১) ৪র্থ অধ্যায় : চাপ বলয় ও বায়ু প্রবাহ।
(২) ৫ম অধ্যায় : মেঘ-বৃষ্টি।
(৩) ৯ম অধ্যায় : উত্তর আমেরিকা।
(৪) ১০ম অধ্যায় : দক্ষিণ আমেরিকা

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : 25           সময় : 50 মিনিট

১. সম্পূর্ণ বাক্যে উত্তর দাও : ১×১০=১০

(ক) নিরক্ষীয় শান্তবলয় এর অপর নাম কী ?

(খ) 40° দক্ষিণ অক্ষরেখা বরাবর সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে কী বলা হয় ?

(গ) কোন মেঘ দেখতে পেঁজা তুলোর মতো ?

(ঘ) বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

(ঙ) উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কী ?

(চ) উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটির নাম কী ?

(ছ) কর্ডিলেরা শব্দটির অর্থ কী ?

(জ) পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ-এর নাম কী ?

(ঝ) গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর অববাহিকায় দেখা যায় ?

(ঞ) কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় ?

২. শূন্যস্থান পূরণ করো : ১×৫=৫

(ক) আয়নবায়ুর অপর নাম __________।

(খ) ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম হল __________।

(গ) স্ট্র্যাটোকিউমুলাস মেঘের আরেক নাম ___________।

(ঘ) জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হল ___________।

(ঙ) পর্বতের ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল নামে পরিচিত।

৩. সঠিক বাক্যের পাশে ✓ এবং ভুল বাক্যের পাশে X চিহ্ন দাও : ১x৪=৪

(ক) শিকাগো পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র।

(খ) নায়াগ্রা জলপ্রপাত কলোরাডো নদীর ওপর সৃষ্ট।

(গ) যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো- ওই বায়ুর শিশিরাঙ্ক।

(ঘ) রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ু হল চিনুক।

৪. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দুটি) : ৩×২=৬

(ক) হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির তিনটি কারণ লেখো। ৩

(খ) কোন কোন শিল্পে কানাডা বিশ্বে উল্লেখযোগ্য স্থান অধিকার করে ? কানাডীয় শিল্ডের অপর নাম কী ? ২+১=৩

(গ) নিয়ত বায়ু কাকে বলে ? নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি ? ১+২=৩

Leave a Reply