2ND SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
WBBSE Class 8 Geography Second Unit Test Question Paper With Answer Set-1 | অষ্টম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১
📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper
Set-1
সিলেবাস/Syllabus—
(১) ৪র্থ অধ্যায় : চাপ বলয় ও বায়ু প্রবাহ।
(২) ৫ম অধ্যায় : মেঘ-বৃষ্টি।
(৩) ৯ম অধ্যায় : উত্তর আমেরিকা।
(৪) ১০ম অধ্যায় : দক্ষিণ আমেরিকা
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : 25 সময় : 50 মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×৩=৩
(i) ঘূর্ণবাতে বায়ুপ্রবাহ হয় – কেন্দ্রমুখী / কেন্দ্র বহির্মুখী / উভয়মুখী / অধোমুখী ।
উত্তরঃ কেন্দ্রমুখী।
(ii) ‘চিরবসন্তের দেশ’ বলা হয়– (কুইটো / চিলি / পেরু / প্যাটাগোনিয়া) কে।
উত্তরঃ কুইটো।
(iii) চিলির ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে রোজমেরি, ল্যাভেন্ডার প্রভৃতি গাছের ঝোপঝাড়কে বলে— (ক্যাম্পোস / সেলভা / ম্যাটোরাল / তৈগা)।
উত্তরঃ ম্যাটোরাল।
২. (i) শূন্যস্থান পূরণ করো : ২×১=২
(a) বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় _________ যন্ত্রের সাহায্যে।
উত্তরঃ হাইগ্রোমিটার।
(b) ওরিনাকো নদীর অববাহিকায় অবস্থিত সমভূমিটি __________ নামে পরিচিত।
উত্তরঃ ল্যানোস সমভূমি।
(ii) ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও : ১×৫=৫
ক- স্তম্ভ | খ- স্তম্ভ |
(a) ফিলাডেলফিয়া | (i) মাংস শিল্প |
(b) পেনসিলভেনিয়া | (ii) জাহাজ নির্মাণ কেন্দ্র |
(c) ভারমিলিয়ান | (iii) রবার শিল্প |
(d) শিকাগো | (iv) লৌহ আকরিক |
(e) অ্যাক্রন | (v) কয়লা |
উত্তরঃ
(a) ফিলাডেলফিয়া (ii)
(b) পেনসিলভেনিয়া (v)
(c) ভারমিলিয়ান (iv)
(d) শিকাগো (i)
(e) অ্যাক্রন (iii)
৩. নীচের প্রশ্নগুলির অনধিক ৩০টি শব্দে উত্তর দাও : ২×২=৪
(i) প্রতিবাত ঢাল কাকে বলে ?
উত্তরঃ উত্তর পর্বতের যে ঢালে উঘ্ন ও আর্দ্র বায়ু বাধা পেয়ে ঢাল বরাবর উপরের দিকে ওঠে এবং শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, তাকে প্রতিবাত ঢাল বলে। যেমন—ভারতের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকের ঢাল।
(ii) কাকে ও কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় ?
উত্তরঃ উত্তর-আমেরিকার প্রেইরি তৃণভূমিকে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ বলা হয়। কারণ—
» ফরাসি শব্দ ‘প্রেইরি’-র অর্থ ‘বিস্তীর্ণ তৃণভূমি’। এই তৃণভূমির দিগন্ত বিস্তৃত সমতল ভূপ্রকৃতি, উর্বর চারনোজেম মাটি, অনুকূল শ্রেষ্ঠ জলবায়ু, পর্যাপ্ত বৃষ্টিপাত প্রভৃতি কারণে পৃথিবীর অন্যতম কৃষিসমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। এই অঞ্চলের প্রধান ফসল হল গম। বসন্তকালীন ও শীতকালীন দুই ধরনের গমই এখানে প্রচুর পরিমাণে চাষ হয় ৷ মোট কথা এই দুই ঋতুতে প্রেইরি অঞ্চলে এত পরিমাণে গম
উৎপন্ন হয় যে একে ‘পৃথিবীর রুটির ঝুড়ি” বলা হয়।
৪. নীচের প্রশ্নগুলির অনধিক ৫০টি শব্দে উত্তর দাও : ৩×২=৬
(i) সেলভা অরণ্যে ‘চিরগোধূলি অঞ্চল’ সৃষ্টি হয়েছে কেন ?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজন নদীর অববাহিকার নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমির উপরিভাগে চাঁদোয়ার ন্যায় আচ্ছাদন সৃষ্টি হওয়ায় দিনের বেলাতেও এই বনভূমির অনেক জায়গায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ফলে দিনের বেলাতেও এই অরণ্যাঞ্চলে এক আবছা অন্ধকারময় পরিবেশ বিরাজ করে। তাই একে চির গোধূলি অঞ্চল বলা হয়। এই অরণ্যাঞ্চলের গাছগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করার জন্যই চাঁদোয়ার ন্যায় আচ্ছাদন ও চির গোধূলি অঞ্চল সৃষ্টি হয়েছে।
(ii) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে অনুবাত ঢালে কম বৃষ্টিপাত হয় কেন ?
উত্তরঃ সাধারণত জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময়
পর্বতে বাধা পেলে, পর্বতের গা বেয়ে ওপরে ওঠে এবং প্রসারিত ও শীতল হয়। এরফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়। একে বলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত ঢালে বা অনুবাত ঢালে পৌঁছায় তখন বায়ুতে জলীয় বাষ্প কমে যায় । তা ছাড়া ওপর থেকে নীচে নামে বলে বায়ুর উষ্ণতাও বেড়ে যায় । এজন্য বিপরীত ঢালে বৃষ্টিপাত কম হয় এবং ওই এলাকাটিকে বলে বৃষ্টিচ্ছায় অঞ্চল।
৫. নীচের যে-কোনো একটি প্রশ্নের অনধিক ৮০টি শব্দে উত্তর দাও : ৫×১=৫
৫.১ সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় কীভাবে সৃষ্টি হয়েছে ? সমচাপরেখা বলতে কী বোঝো ? ৩+২
উত্তরঃ অবস্থান : উভয় গোলার্ধের ৪০° অক্ষরেখা থেকে মেরু (90°) পর্যন্ত অঞ্চলে এই দুটি উচ্চচাপ বলয় অবস্থান করে।
উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণ—
» সূর্যরশ্মির পতনকোণ : এখানে সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে কিরণ দেওয়ায় উয়তা খুবই কম থাকে, এমনকি গ্রীষ্মকালেও উষ্ণতা হিমাঙ্কের (O°C) নীচে থাকে। ফলে, এই অঞ্চলের শীতল ভারী অধিক ঘনত্বযুক্ত বায়ু উচ্চচাপের সৃষ্টি করে।
» জলীয় বাষ্পের স্বল্পতা : সৌরতাপের অভাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় শুষ্ক বায়ু ভারী হয় ।
» পৃথিবীর আবর্তন বেগ : এই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতির বেগ কম থাকায় বায়ু বিক্ষিপ্ত হয় না। ফলে, বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়।
» বায়ুর নিমজ্জন : আবর্তন গতির জন্য মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বিক্ষিপ্ত বায়ু এই অঞ্চলে শীতল ও ভারী হয়ে নীচে নেমে এসে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি করে।
» সমচাপরেখা : বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে (যেমন— জানুয়ারি ও জুলাই) পৃথিবীর যেসব স্থানে একই রকম বায়ুর চাপ থাকে, সেইসব স্থানগুলিকে মানচিত্রে এক-একটি কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করে যেসব বক্ররেখা তৈরি হয়, তাদের সমপ্রেষ বা সমচাপরেখা (Isobar) বলে।
৫.২ বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো।
৫.৩ পৃথিবীপৃষ্ঠে প্রবাহিত নিয়তবায়ু সম্পর্কে ব্যাখ্যা করো।