ANNUAL EXAMINATION
CLASS 8 (VIII) WBBSE
HISTORY QUESTION PAPER
WBBSE Class 8 History 3rd Unit Test Question Paper Set-1 | অষ্টম শ্রেণি ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-১
📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper Click Here
Set-1
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০ সময় : ২.২০ মিনিট
DHAPDHAPI HIGH SCHOOL (H.S.)
3rd Summative Evaluation – 2022
Class VIII ★ Sub – History
F.M. – 70 Time- 2 hrs 40 minutes
বিভাগ – ‘ক’
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 1×10=10
1. স্বরাজ্য দল কে গঠন করেছিলেন ?
2. ‘খুদা-ই-খিদমদগর’ দলটি কে প্রতিষ্ঠা করেন ?
3. ‘সত্যশোধক সমাজ’ কে প্রতিষ্ঠা করেন ?
4. ‘হিন্দুমেলা’ কে প্রতিষ্ঠা করেন ?
5. গান্ধী আরউইন চুক্তি কত খ্ৰীঃ হয়েছিল ?
6. ‘সাধারণতন্ত্র দিবস’ কবে ঘোষণা করা হয় ?
7. ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ?
৪. রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন ?
9. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার ক’টি স্তর আছে ?
10. ‘পারিবারিক হিংসারোধ’ আইন কত খ্রীঃ সংবিধানে যুক্ত হয় ?
বিভাগ – ‘খ’
‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাওঃ 1×5=5
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
1. বাহাদুর শাহ | (a) নীল বিদ্রোহ |
2. রাজারামমোহন রায় | (b) বিনয় বাদল দীনেশ |
3. হিন্দু পেট্রিয়ট | (c) শেষ মুঘল সম্রাট |
4. অলিন্দ যুদ্ধ | (d) কাকোরি ষড়যন্ত্র মামলা |
5. ভগত সিং | (e) ব্রাহ্ম সমাজ |
বিভাগ – ‘গ’
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ 1×5=5
1. জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল – (বোম্বাইতে/ গোয়ায় / মাদ্রাজে)।
2. বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন (ডাফরিন / কার্জন / লর্ড মিন্টো)।
3. ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল— (রিষড়াতে / কলকাতায় / বোম্বাইতে)।
4. দেশের সম্পদ বাইরে যাওয়াকে বলে— (অবশিল্পায়ন / সম্পদের বহির্গমন / বর্গাদার ব্যবস্থা)।
5 . জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন – (বাল গঙ্গাধর তিলক / উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় / লর্ড ডাফরিন)।
বিভাগ – ‘ঘ’
শূন্যস্থান পূরণ করোঃ 1×4=4
1. ভারতে মুসলমান সমাজের আধুনিকীকরণের অভিযান শুরু করেছিলেন………………।
2. কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন ……………।
3. স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল …………. সালে।
4. ভারতে রেলপথ নির্মাণ শুরু হয়েছিল ………… খ্রীঃ।
বিভাগ – ‘ঙ’
দু’ একটি বাক্যে উত্তর দাওঃ 2×5=10
1. মহাত্মা গান্ধীর দুটি আদর্শ কী ছিল ?
2. নীল বিদ্রোহের দু’জন নেতার নাম লেখো ?
3 . নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে দু’টি পার্থক্য লেখো৷
4. কত খ্ৰীষ্টাব্দে, কত তম সংশোধনীতে সংবিধানে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কথা দুটি যুক্ত হয় ?
বিভাগ – ‘চ’
যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও : 8×3=24
1. সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিকি অধিকারগুলো কিকি ? সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যসমূহের মধ্যে চারটি কর্তব্য লেখো। 4+4
2. কৃষকদের অধিকার রক্ষায় তেলেঙ্গানা তেভাগা আন্দোলনের ভূমিকা আলোচনা করো। 8
3. টিকা লেখোঃ নৌ বিদ্রোহ ও গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা। 4+4
4. ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষ চন্দ্র বোসের ভূমিকা আলোচনা করো। 8
5. টিকা— রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়নাবাগ হত্যাকান্ড ও চৌরি চৌরা ঘটনা। ভারতীয় মুসলিমরা কেন খিলাফৎ আন্দোলন গড়ে তুলেছিলেন। 3+3+2
6. 1857 সালের বিদ্রোহ সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ ছিল ? এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল। 4+4
📌আরো দেখুনঃ
📌 অষ্টম শ্রেণি বাংলা পাঠ্যবই সমাধান | Class 8 Bengali Textbook Solution Click Here