ANNUAL EXAMINATION
CLASS 8 (VIII) WBBSE
HISTORY QUESTION PAPER
WBBSE Class 8 History 3rd Unit Test Question Paper Set-3 | অষ্টম শ্রেণি ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-৩
📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper Click Here
Set-3
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
3rd Summative Evaluation
Class- VIII Sub- History
Time- 2hrs. 30 mts F.M-70
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১x৭=৭
(ক) কোন মুঘল সম্রাট সাদাৎ খান কে বুরহান-উল-মূলক উপাধি দেন ? (ঔরঙ্গজেব / ফারুকশিয়র / মহম্মদ শাহ / দ্বিতীয় বাহাদুর শাহ)।
(খ) ইংরেজ কোম্পানির কাছে পরাজিত হয়ে মিরকাশিম কোথায় পালিয়ে যান ? (মুঙ্গেরে / অযোধ্যায় / উদয়নালায়)।
(গ) জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন- (রাজনারায়ণ বসু / রবীন্দ্রনাথ ঠাকুর / নবগোপাল মিত্র)।
(ঘ) বেঙ্গল গেজেট পত্রিকাটি কে প্রকাশ করেন ? (জেমস অগাষ্টাস হিকি / উইলিয়াম কেরি / জন ক্লার্ক মার্শম্যান)।
(ঙ) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল- (পুনা শহরে / কলকাতা শহরে / বোম্বাই শহরে / মাদ্রাজ শহরে)।
(চ) মহাত্মা গান্ধি হিন্দ স্বরাজ নামক প্রবন্ধ প্রকাশ করেন- (১৯০৫ খ্রিঃ / ১৯০৯ খ্রিঃ / ১৯১৯ খ্রিঃ / ১৯২০ খ্রিঃ)।
(ছ) ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন- (স্যার সিকান্দার হায়াৎ খান / চক্রবর্তী রাজাগোপালচারী / মহম্মদ ইকবাল / মোতিলাল নেহুরু)।
২। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো : (খ-স্তম্ভে একটি অতিরিক্ত বিকল্প রয়েছে) : ১x৫=৫
ক- স্তম্ভ | খ- স্তম্ভ |
(ক) জালিয়ানওয়ালা বাগ | (১) দীনবন্ধু মিত্র |
(খ) চম্পারন | (২) নীলবিদ্রোহ |
(গ) হিন্দু প্যাট্রিয়ট | (৩) অমৃতসর |
(ঘ) নীলদর্পন | (৪) বিহার |
(ঙ) শিবাজি উৎসব | (৫) শিশির কুমার ঘোষ |
(৬) বাল গঙ্গাধর তিলক |
৩। বেমানান শব্দটি খুঁজে লেখো : ১x২=২
(ক) আত্মারাম পান্ডুরং / মহাদেব গোবিন্দ রানাডে / জ্যোতিরাও ফুলে / বীরেশলিঙ্গম পান্তুলু।
(খ) সূর্যসেন / গনেশ ঘোষ / ভগৎ সিং / অনন্ত সিং।
৪। দু-একটি শব্দে উত্তর দাওঃ- (যে কোন ১৪টি) : ১x১৪=১৪
(ক) রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কী ?
(খ) কাকে সংবিধানের বিবেক বলা হয় ?
(গ) কত খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয় ?
(ঘ) ‘সারে জাঁহাসে আচ্ছা, হিন্দুস্তা হামারা’ কে রচনা করেছিলেন ?
(ঙ) ১৯৪০ খ্রিস্টাব্দে মুসলিম লিগের লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
(চ) ভারত ছাড়ো আন্দোলনের বিখ্যাত স্লোগান কী ছিল ?
(ছ) আজাদ হিন্দ ফৌজ কবে, কোথায় গঠিত হয় ?
(জ) কোন সময়কালকে সভাসমিতির যুগ বলে অভিহিত করা হয় ?
(ঝ) কে ‘দেশীয় মুদ্রন আইন’ জারি করেন ?
(ঞ) কার উদ্যোগে ‘ইন্ডিয়ান লীগ’ প্রতিষ্ঠিত হয় ?
(ট) কে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন ?
(ঠ) মুসলমান সংস্কারকদের মধ্যে কে সবথেকে অগ্রগন্য ছিলেন ?
(ড) বেঙ্গল আর্মির বেশীরভাগ সিপাহি কোন অঞ্চলের বাসিন্দা ছিল ?
(ঢ) শেষতম মারাঠা পেশোয়া কে ছিলেন ?
(ন) কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতানীতি গ্রহন করেছিল ?
৫। অতি-সংক্ষেপে উত্তর দাওঃ (যে কোন ৬ টি) : ২x৬=১২
(ক) ওয়াহাবি আন্দোলন আরবে কার নেতৃত্বে আরম্ভ হয় ? ভারতবর্ষে এই আন্দোলন কে পরিচালনা করেন ?
(খ) ডিরোজিও কলকাতার কোন কলেজের শিক্ষক ছিলেন ?
(গ) ব্রিটিশ কোম্পানি কত খ্রিস্টাব্দে, কার কাছ থেকে দেওয়ানি অধিকার পায় ?
(ঘ) রাজ্যপালকে নিয়োগ করেন কে ? তার কার্যকালের মেয়াদ কত বছর ?
(ঙ) ১৯৪০ খ্রিস্টাব্দে লর্ড লিনলিথগো তার আগষ্ট ঘোষনায় কী প্রতিশ্রুতি দেন ?
(চ) সংবিধান বলতে কী বোঝায় ?
(ছ) পলাশীর লুন্ঠন বলতে কী বোঝ ?
৬। সংক্ষেপে উত্তর দাও : (৩০-৪০টি শব্দে) যে কোন ৫টি : ৩x৫=১৫
(ক) ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন ?
(খ) চিপকো আন্দোলন কী ?
(গ) অসহযোগ আন্দোলনের তুলনায় আইন অমান্য আন্দোলন কী কী নতুন বৈশিষ্ট্য দেখা গিয়েছিল ?
(ঘ) ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?
(ঙ) ফাররুখ শিয়ারের ফরমানের কী কী বৈশিষ্ট্য ছিল ?
(চ) কোন কোন বিপ্লবী কাকোরি ষড়যন্ত্র মামলা এবং লাহোর ষড়যন্ত্র মামলার সাথে সম্পর্ক যুক্ত ? এই দুই মামলার সম্পর্কে কী জান ?
৭। বিশদে (১২০-১৬০ টি শব্দে) উত্তর দাও : (যে কোন ৩ টি) : ৫x৩=১৫
(ক) ভারতীয় সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক কর্তব্য সমূহের কথা বলা হয়েছে ?
(খ) ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো।
(গ) তেলেঙ্গানায় কৃষক আন্দোলনের উপর একটি টীকা লেখো।
(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলন কী কী কারনে প্রকৃত গনআন্দোলনে পরিণত হতে পারেনি তা আলোচনা করো।
📌আরো দেখুনঃ
📌 অষ্টম শ্রেণি বাংলা পাঠ্যবই সমাধান | Class 8 Bengali Textbook Solution Click Here