CLASS 8 HISTORY (WBBSE)
FIRST SUMMATIVE EVALUATION
MODEL QUESTION PAPER
Set-3
সিলেবাস—
১. আঞ্চলিক শক্তির উত্থান
২. ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা
First Summative Evaluation
Class – VIII Subject – History
Time 30 Mins. FM-15
১। ঠিক উত্তরটি বেছে নাও (যে-কোনো তিনটি) ১×৩=৩
১.১ অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন–
(ক) অক্ষয় কুমার মৈত্রেয়, (খ) রোজার ড্রেক, (গ) হলওয়েল, (ঘ) রবার্ট ক্লাইভ।
উত্তরঃ (গ) হলওয়েল
১.২ কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়–
(ক) ১৮১৮ খ্রিস্টাব্দে, (খ) ১৮১৭ খ্রিস্টাব্দে, (গ) ১৮১১ খ্রিস্টাব্দে, (ঘ) ১৮২০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৮১৭
১.৩ বাংলার নদী পথগুলি জরিপ করেছিলেন–
(ক) জেমস রেনেল, (খ) ফ্র্যাঙ্কল্যান্ড,
(গ) হগ্ ক্যামেরন, (ঘ) উইলিয়ম পিট।
উত্তরঃ (ক) জেমস রেনেল
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (চার-পাঁচটি শব্দের মধ্যে) ১×২=২
২.১ সিরাজ-উদ-দৌলা কত খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করেন এবং কলকাতার কী নাম রাখেন ?
উত্তরঃ ১৭৬৬ খ্রিস্টাকে সিরাজ-উদ-দৌলা কলকাতা আক্রমণ করেন। তিনি কলকাতার নাম রাখে আলিনগর।
২.২ কত খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল ?
উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল।
৩। নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ২×১=২
৩.১ কে, কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ উইলিয়ম জোনস, ১৭৮৪ সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
৩.২ কর্নওয়ালিস কোড কি ?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিশ আইনগুলিকে সংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন । তা কর্নওয়ালিশ কোড নামে পরিচিত।
৪। নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩
৪.১ উইলিয়াম কেরি কে ছিলেন ? শিক্ষাচর্চায় তাঁর অবদান লেখো।
৪.২ জগৎ শেঠ বিখ্যাত কেন ?
৪.৩ ইজারাদারী ব্যবস্থা কী ?
৫। নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখ: ৫×১=৫
৫.১ ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো।
৫.২ দ্বৈত শাসনব্যবস্থা কী ?
উত্তরঃ দ্বৈত শাসনব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলায় রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। অপরদিকে নবাব নিজামত (শান্তিশৃঙ্খলা রক্ষা ও ফৌজদারি মামলার দায়িত্ব) লাভ করেন। মােগল আমলে সরকারি ক্ষমতা দু-ভাগে বিভক্ত ছিল, যথা—দেওয়ানি (রাজস্ব আদায় ও দেওয়ানি মামলা) ও নিজামত (শান্তিশৃঙ্খলা রক্ষা ও ফৌজদারি মামলার দায়িত্ব)। ১৭৬৫ খ্রিস্টাব্দে কোম্পানিকে দেওয়ানি প্রদানের মাধ্যমে স্থির হয় বাংলায় মােগল বাদশাহের দেওয়ানের দায়িত্ব পালন করবে কোম্পানি আর নবাবের হাতে থাকবে নিজামত-এর দায়িত্ব।
দেওয়ানি সনদের নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে। দেওয়ানি লাভ করে ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। দ্বৈত শাসনের অর্থ হলো বাংলার শাসনব্যবস্থাকে দুটি পৃথক কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করা। অভিনব এ পদ্ধতিতে দেওয়ানি ও দেশরক্ষার ব্যবস্থা থাকে কোম্পানির হাতে এবং বিচার ও শাসনভার থাকে নবাবের হাতে। এ অবস্থায় নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। বাংলার শাসনে প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে কোম্পানি, নবাব হন নামমাত্র শাসক। এই অঞ্চলে একই সাথে এই দুই ধরনের শাসনকাঠামােকে দ্বৈত শাসন বা ‘Dual system of administration’ বলা হয়।
Pingback: WBBSE Class 8 Unit Test | All Subject Question Papers- Prosnodekho -