CLASS 8 HISTORY 2ND UNIT TEST
WBBSE Class 8 History Second Unit Test Question Paper With Answer Set-1 | অষ্টম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১
📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper
Set-1
সিলেবাস/Syllabus—
(১) ৪র্থ অধ্যায় : ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র।
(২) ৫ম অধ্যায় : ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া।
(৩) ৬ষ্ঠ অধ্যায় : জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : 25 সময় : 50 মিনিট
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৫=৫
(i) ভারতে প্রথম পাটের কারখানা গড়ে ওঠে–
(a) রিষড়ায়
(b) কলকাতায়
(c) বোম্বাইতে
(d) মাদ্রাজে
উত্তরঃ (a) রিষড়ায়।
(ii) সত্যশোধক সমাজ গড়ে তোলেন –
(a) দয়ানন্দ সরস্বতী
(b) জ্যোতিরাও ফুলে
(c) রাজা রামমোহন রায়
(d) বীরেশলিতাম পাণ্ডুর
উত্তরঃ (b) জ্যোতিরাও ফুলে।
(iii) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮৭০ খ্রিস্টাব্দে
(b) ১৮৭২ খ্রিস্টাব্দে
(c) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(d) ১৮৮০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (c) ১৮৭৫ খ্রিস্টাব্দে।
(iv) সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতি ছিলেন–
(a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(b) শিশির কুমার ঘোষ
(c) দাদাভাই নৌরজি
(d) রামতনু লাহিড়ী
উত্তরঃ (d) রামতনু লাহিড়ী।
(v) জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে –
(a) কলকাতায়
(b) মাদ্রাজে
(c) সুরাটে
(d) বোম্বাই-এ।
উত্তরঃ (a) কলকাতায়।
2. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : ১×৫=৫
(চার-পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে)
(i) ঠিক না ভুল লেখো : ‘কুলী-কাহিনী’ নিবন্ধ লেখেন রামকুমার বিদ্যারত্ন।
উত্তরঃ ভূল। (সঠিক- মূলক্ রাজ আনন্দ)
(ii) শূন্যস্থান পূরণ করো : আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ___________।
উত্তরঃ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।
(iii) আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী।
(iv) অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র বসু।
(v) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার আমলে পাস হয় ?
উত্তরঃ বড়লাট নর্থব্রূক।
3. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো : (দু-তিনটি বাক্যের মধ্যে ) ২×২=৪
(i) অবশিল্পায়ন কাকে বলে ?
উত্তরঃ উনবিংশ শতাব্দীতে একদিকে ইংল্যান্ডে শিল্পবিপ্লব, কোম্পানির অসম শুল্ক নীতি ও অত্যাচার এবং অন্যদিকে দেশীয় অভিজাত শ্রেণির অবক্ষয়ের ফলে বাংলার তাঁত-বস্ত্রশিল্পসহ অন্য শিল্পের কারিগররা ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছিল, একেই- অবশিল্পায়ন বলা হয়।
(ii) মুন্ডা উলগুলান কাকে বলে ?
উত্তরঃ মুন্ডা বিদ্রোহ ছিলো ব্রিটিশ শাসনাধীন ভারতে উনিশ শতকের প্রথমাংশে সংঘটিত একটি আদিবাসী কৃষক বিদ্রোহ। বিরসা মুন্ডার নেতৃত্বে ১৮৯৯-১৯০০ সালে এই বিদ্রোহ সংগঠিত হয়। রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় ‘উলগুলান’; যার অর্থ ‘প্রবল বিক্ষোভ’।
(ii) ভারতের বিপ্লববাদের জনক কে ? আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার মূল আসামি কে ছিলেন ?
উত্তরঃ ‘ভারতে বিপ্লববাদের জনক’ বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কে-কে। আলিপুর বোমা মামলায় প্রধান আসামী ছিলেন অরবিন্দ ঘোষ।
4. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো: (চার-পাঁচটি বাক্যের মধ্যে) ৩×২=৬
(i) লর্ড ডালহৌসির রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল ?
উত্তরঃ 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে ভারতবাসীর অর্থনৈতিক জীবনে যেসব পরিবর্তন ঘটতে শুরু করেছিল তার মধ্যে রেলপথ ছিল অন্যতম।লর্ড ডালহৌসি রেলপথ স্থাপনের মাধ্যমে ভারতে অর্থনৈতিক,প্রশাসনিক সামরিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এ দেশে রেলপথ স্থাপনে উদ্যোগী হয়েছিল।
রেলপথ স্থাপনের যে সমস্ত উদ্দেশ্যগুলি আছে সেগুলি হল যথা —
সরকারি উদ্দেশ্যঃ ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিকে জলাঞ্জলি দিয়ে ইংরেজরা সম্পূর্ণভাবে নিজস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগী হয়েছিল। লর্ড ডালহৌসির উদ্দেশ্যে ভারতের প্রত্যন্ত ইংরেজ সেনাবাহিনী দ্রুত পৌঁছে দেওয়া,শিল্প বৃদ্ধি করা,দূরবর্তী অঞ্চল থেকে মালপত্র আমদানি করার জন্য রেলপথ স্থাপন করেন।
অর্থনৈতিক উদ্দেশ্যঃ অর্থনৈতিক উদ্দেশ্য ছিল ভারতের রেলপথ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ভারত থেকে কাঁচামাল সংগ্রহের জন্য রেল ব্যবস্থা অতি প্রয়োজনীয় ছিল। এছাড়াও ইংরেজরা মনে করেন যে রেলপথের বিস্তার হলে সেখানে বহু ইংরেজদের কর্মসংস্থানের সুযোগ মিলবে।
(ii) ইয়ং বেঙ্গল আন্দোলন কাকে বলে ?
(iii) জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ?
4. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো : (চার-পাঁচটি বাক্যের মধ্যে) ৩×২=৬
(i) লর্ড ডালহৌসির রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল ?
(ii) ইয়ং বোল আন্দোলন কাকে বলে ?
(iii) জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ?
5. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখো : (আট-দশটি বাক্যের মধ্যে) ৫×১=৫
(i) বাংলার কৃষকদের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের কীরূপ প্রভাব পড়েছিল ?
(ii) সমাজসংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের কীরূপ অবদান ছিল ?
(iii) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কারণ কী ?