WBBSE Class 8 History Second Unit Test Question Paper With Answer Set-3 | অষ্টম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

CLASS 8 HISTORY 2ND UNIT TEST

WBBSE Class 8 History Second Unit Test Question Paper With Answer Set-3 | অষ্টম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩

📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper

Set-3

সিলেবাস/Syllabus—
(১) ৪র্থ অধ্যায় : ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র।
(২) ৫ম অধ্যায় : ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া।
(৩) ৬ষ্ঠ অধ্যায় : জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : 25       সময় : 50 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1×5=5

(ক) চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন– (হেস্টিংস / কর্নওয়ালিশ / ডালহৌসি)।

উত্তরঃ কর্নওয়ালিশ

(খ) ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল– (রিষড়ায় / কলকাতায় / বোম্বাইতে)।

উত্তরঃ রিষড়ায়।

(গ) আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন– (রামমোহন রায় / কেশবচন্দ্র সেন / দেবেন্দ্রনাথ ঠাকুর)।

উত্তরঃ রামমোহন রায়।

(ঘ) হিউমের জীবনী রচনা করেন– (ডাফরিন / ওয়েডারবার্ন / রিপন)।

উত্তরঃ ওয়েডারবার্ন।

(ঙ) বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল– (যুগান্তর / হিন্দু প্যাট্রিয়ট / সোমপ্রকাশ) পত্রিকা।

উত্তরঃ যুগান্তর।

2. নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও।
1×5=5

(ক) কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয় ?

উত্তরঃ পুলিনবিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয়।

(খ) সতীদাহদাহ প্রথা কবে নিষিদ্ধ হয় ?

উত্তরঃ সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়।

(গ) মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয় ?

উত্তরঃ মহলওয়ারি বন্দোবস্ত ও উত্তর-পশ্চিম ভারতে চালু হয়।

(ঘ) ‘উলগুলান’ কথার বাংলা অর্থ কী ?

উত্তরঃ ‘উলগুলান’ কথার বাংলা অর্থ ভয়ংকর বিশৃঙ্খলা।

(ঙ) মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ মহাবিদ্রোহের জেনারেল য় গভর্নর ছিলেন লর্ড ক্যানিং।

৩। নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো : (দু- তিনটি বাক্যের মধ্যে) : 2×2=4

(ক) ‘লাল-বাল-পাল’ নামে কারা পরিচিত ?

উত্তরঃ লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক জিপত এবং বিপিনচন্দ্র পাল, এদের তিনজনকে ‘লাল-বাল-পাল’ বলে অভিহিত করা হতো।

(খ) সূর্যাস্ত আইন বলতে কী বোঝাে ?

উত্তরঃ ১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এ রীতিই সূর্যাস্ত আইন (Sun Set Law) নামে সর্বাধিক পরিচিত।

(গ) অবশিল্পায়ন কাকে বলে ?

উত্তরঃ ১৮১৩ খ্রিস্টাব্দের পর থেকেই কোম্পানির হাতে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। ভারতীয় শিল্প ক্রমশ কঠিন থেকে কঠিনতর প্রতিযোগিতা ও বাধার সম্মুখীন হয়। দেশীয় শিল্পগুলি ক্রমশ ধ্বংস হতে থাকে, একে বলে অবশিল্পায়ন।

(ঘ) ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ নামকরণ কেন করা হয় ?

4. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6

(ক) রায়তওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ রায়তওয়ারি বন্দোবস্তের বৈশিষ্টঃ
রায়তওয়ারি ব্যবস্থায় রায়তকে জমিতে স্থায়ী অধিকার না দিয়ে তাকে ৩০/৪০ বছরের দীর্ঘমেয়াদি শর্তে জমি বন্দোবস্ত দেওয়া হত। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল—

[1] মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি : রায়তওয়ারি বন্দোবস্তে সরকার ওকৃষকের মাঝখানে কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগী শ্রেণির অস্তিত্ব ছিল না।

[2] জমির শ্রেণিবিভাগ : রায়তওয়ারি ব্যবস্থায় জমি জরিপ করে কৃষকদের জমি বন্দোবস্ত দেওয়া হয় এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে ৯টি শ্রেণিতে বিভক্ত করা হয়।

[3] জমির মালিকানা : এই ব্যবস্থায় কৃষকের হাতে জমির মালিকানার অধিকার দেওয়া হয়নি। জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে।

[4] রাজস্বের হার : রায়তওয়ারি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল এবং সাধারণত ৩০ বছর পরপর এই হারের পরিবর্তন করা হত।

(খ) শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা কেন মহাবিদ্রোহকে সমর্থন করেননি ?

(গ) ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব লেখো।

5. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5×1=5

(ক) সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো।

(খ) রাজা রামমোহন রায়-এর সমাজ সংস্কার সম্বন্ধে আলোচনা করো।

(গ) রেলপথ নির্মাণ কীভাবে ভারতীয়দের ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের
কারণ হয়ে উঠেছিল ?

Leave a Reply