WBBSE Class 8 History Second Unit Test Question Paper With Answer Set-7 | অষ্টম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৭

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

CLASS 8 HISTORY 2ND UNIT TEST

WBBSE Class 8 History Second Unit Test Question Paper With Answer Set-7 | অষ্টম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৭

📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper

Set-7

সিলেবাস/Syllabus—
(১) ৪র্থ অধ্যায় : ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র।
(২) ৫ম অধ্যায় : ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া।
(৩) ৬ষ্ঠ অধ্যায় : জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : 25 সময় : 50 মিনিট

1. নীচের বিবৃতিগুলি কোনটি ঠিক কোনটি ভুল বেছে লেখো : 1×5=5

(ক) কর্ণওয়ালিস প্রবর্তন করেন ‘সূর্যাস্ত আইন’।

(খ) দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল 1875 খ্রিস্টাব্দে।

(গ) নীলবিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানু।

(ঘ) নরমপন্থীদের আবেদন-নিবেদন পদ্ধতিকে ‘রাজনৈতিক ভিক্ষাবৃত্তি’ বলে ব্যঙ্গ করা হতে থাকে।

(ঙ) বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন ডাফরিন।

2. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : 1×5=5

(ক) ‘দাদন’ বলতে কী বোঝায় ?

(খ) শূন্যস্থান পূরণ করো : জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ___________।

(গ) ‘নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন’ কী ?

(ঘ) প্রথম সাপ্তাহিক পত্রিকা হল __________।

(ঙ) ‘সত্যশোধক সমাজ’ কে প্রতিষ্ঠা করেন ?

3. দু-তিনটি বাক্যের মধ্যে উত্তর দাও : (যে কোন দুটি) : 2×2=4

(ক) অবশিল্পায়ন কাকে বলে ?

(খ) ভারতসভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল ?

(গ) সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো।

(ঘ) শিবাজী উৎসব চালু হয় কেন ?

4. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6

(ক) দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি কী ছিল ?

(খ) ওয়াহাবি আন্দোলনের সঙ্গে, বারাসাত বিদ্রোহের যোগসূত্র স্থাপন করো।

(গ) ইলবার্ট বিল বিতর্ক কী ?

(ঘ) আর্য সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?

5. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :
1×5=5

(ক) ঔপনিবেশিক আমলে রেলপথ বিস্তারের কারণগুলি লেখ এবং এই রেলপথ নির্মাণের পশ্চাতে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয় কেন ?

(খ) ভারতীয় জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা লেখ।

(গ) জাতীয় কংগ্রেসে নরমপন্থীদের কার্যাবলী আলোচনা করো।

Leave a Reply